এক পথশিশুর সঙ্গে তোমার সংলাপ তৈরি করো।
টোকাই : ভাইয়া, আমারে চিনছেন?
আমি : নারে, মনে করতে পারছি না।
টোকাই : ওই যে একদিন আপনে আমারে দুপুরের ভাত খাওয়াইছিলেন, মনে
পড়তাছে?
আমি : ও হ্যা। তুই কেমন আছিস?
টোকাই : ভালো আছি। দূর থেকে আপনারে দেইখা দৌড় দিয়া আইছি।
আমি : ভালো করেছিস।
টোকাই : জানেন ভাইয়া, আমার মায়ে খালি আমারে মারে, আমি হেরে
নেশা খাওয়ার টেকা দেই না তাই। কাইলকা রাত্রে আমারে মাইরা রক্ত বাইর করছিল।
আমি : কেন? তুই টাকা দিসনি বলে তোকে মেরেছে?
টোকাই : আপনে জানেন না, সে আমগো ভাইবোনদের কাওরেই দেখতে পায় না।
খালি মারে ।
আমি : এটা তো খুবই খারাপ কথা। চল তো, আমাকে তোর মায়ের কাছে
নিয়ে চল। আমি ওনার সাথে কথা বলব। উনি কেন তোকে অন্যায়ভাবে মারবেন।
টোকাই : আইজকা মায় বাড়িতে নাই, কাইল আমারে মাইরা সব টেকা লইয়া
কই জানি গেছে।
আমি : ও আচ্ছা। সকাল থেকে কিছু খেয়েছিস?
টোকাই : না।
আমি : চল আমার সাথে, কিছু খাবি।