সময়ের মূল্য সম্পর্কে সচেতন করার জন্য ছাত্র ও শিক্ষকের মধ্যে সংলাপ লেখো।
স্যার : জাহিদ, তোমার দেরি হলো কেন?
জাহিদ : জ্যামে আটকা পড়েছিলাম স্যার।
স্যার : আসার কথা ছিল ক’টায়?
জাহিদ : স্যার ৬ টায়।
স্যার : তুমি কয় মিনিট লেট করেছ?
জাহিদ : ২২ মিনিট।
স্যার : তুমি কী জানো এই ২২ মিনিটের মূল্য কত? উন্নত বিশ্বে প্রতি
মূহূর্তের দাম দেওয়া হয়। কারণ ওরা জানে, সময় একবার চলে গেলে তা আর ফিরে আসবে
না এবং যে যত বেশি সময়ের মূল্য দেবে সে তত বেশি উন্নত হবে।
জাহিদ : আমাদের তো এরকম ব্যাপারে অভ্যেস হয়ে গেছে স্যার।
স্যার : অভ্যেস পরিবর্তন করতে হবে। আর আমরা নিজেরা নিজেদের তাড়না
থেকে যদি সচেতন না হই তাহলে দেশের উন্নয়ন হবে কী করে বলো?
জাহিদ : আমি। বুঝতে পেরেছি স্যার। এখন থেকে আমি সময় সচেতন হওয়ার
চেষ্টা করব।