চিড়িয়াখানায় বেড়াতে যাবার আবদার নিয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ

চিড়িয়াখানায় বেড়াতে যাবার আবদার নিয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ রচনা করো।


মেয়ে : বাবা, আমি আজকে বেড়াতে যেতে চাই ।

বাবা : তাই নাকি? কোথায় যাবে?

মেয়ে : চিড়িয়াখানাতে৷

বাবা : কে তোমাকে নিয়ে যাবে?

মেয়ে : আমি একাই যাব। তোমরা তো সবাই অনেক ব্যস্ত থাকো। কেউ কখনো আমাকে বেড়াতে নিয়ে যাও না। তাই আমি একাই যাব।

বাবা : আহারে! আমার মেয়েটাকে কেউ নিয়ে যায় না।

মেয়ে : না।

বাবা : তাই বুঝি আমার মেয়েটা রাগ করেছে?

মেয়ে : তা জেনে তোমাদের কী লাভ! তোমাদের সাথে আমার আর কোনো কথা নেই। তোমরা তোমাদের কাজ নিয়েই ব্যস্ত থাকো।

বাবা : রাগ করে না মামণি। চলো আজই আমি তোমাকে চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে যাব।

মেয়ে : আমাদের সাথে আম্মু যাবে না?

বাবা : হ্যা। আমরা সবাই চিড়িয়াখানাতে গিয়ে খুব মজা করব।
Post a Comment (0)
Previous Post Next Post