তোমার এলাকায় বন্যাকবলিত মানুষের সাহায্যে তুমি কী করবে তা জানিয়ে তোমার
বন্ধুর নিকট একটি পত্র লেখ।
মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১
প্রিয় শিমুল,
তোমার পত্রের জন্য ধন্যবাদ। এবারের ভয়াবহ বন্যা আমাদেরকে একেবারে স্থবির করে
দিয়েছে। তুমি হয়তো বিভিন্ন পত্রিকায় দেখে থাকবে যে কুড়িগ্রাম জেলার নানা
অঞ্চল তিস্তার পানিতে প্লাবিত হয়েছে। আমি এই জেলার রৌমারি এলাকার বাসিন্দা।
পত্রিকার বর্ণনা থেকে বাস্তব ঘটনা আরো ভয়াবহ। সত্যিকার অর্থে বন্যা আক্রান্ত ঐ
অঞ্চলে স্থলভূমি বলে কিছু নেই। মাঠঘাট, বাড়িঘর, মসজিদ-মন্দির স্কুল-কলেজ সবকিছু পানির নিচে।
ক্রমেই গৃহহারা মানুষে শহর ভরে যাচ্ছে। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ ও কষ্ট দেখে
আমি খুবই বেদনাহত হয়েছি। জানোই তো সীমিত আমাদের সামর্থ্য। তবুও থেমে নেই আমরা।
সেই স্বল্প সামর্থ্য নিয়েই আমরা বেশ কজন বন্ধু বন্যার্তদের পাশে দাঁড়ানোর
চেষ্টা করছি। আমরা প্রথমে নিজেদের পরিবার ও মহল্লা হতে ত্রাণ সংগ্রহের চেষ্টা
করি। মানুষের সামাজিক মূল্যবোধ দেখে আমরা অভিভূত। বৃদ্ধ, যুবক, যুবতী, গৃহিণী,
শিশু সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করেছে, উৎসাহ দিয়েছে। বন্যাদুর্গত
অঞ্চলে দুর্ভোগের সবচেয়ে বড় সমস্যা চিকিৎসা ও বিশুদ্ধ পানির অভাব। আমরা এ কারণে
উপদ্রুত এলাকায় একটি চিকিৎসাকেন্দ্র ও বিশুদ্ধ পানি সরবরাহ কেন্দ্র চালু করতে
যাচ্ছি। সমাজের বিত্তবান মানুষেরা যেভাবে সহযোগিতা করছে, তাতে বন্যায় আক্রান্ত
মানুষের অনেক উপকার হবে বলেই আমার বিশ্বাস। তুমি যদি পারো, তবে চলে এসো এবং
আমাদের সাথে যোগ দাও। পত্র আজ আর দীর্ঘ করবো না। সবাইকে সালাম দিও।
ইতি,
তোমার বন্ধু
রাকিব