মায়ের কাছে মেয়ের চিঠি। [হিন্দুরীতি]
মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১
পরম পূজনীয়া মা,
আমার প্রণাম জানবেন। ঈশ্বরের করুণায় আর আপনাদের আশীর্বাদে কলেজের ছাত্রীনিবাসে
পৌছেছি। পথে কোন অসুবিধা হয় নি। এসে দেখলাম সবাই পড়াশুনায় মেতে আছে। কারণ,
ইতিমধ্যে বার্ষিক পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। কয়েকদিন বাড়িতে থাকার
জন্য পড়াশুনা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে কোন অসুবিধে নেই। ক্ষতি দ্রুত
পুষিয়ে নেব । আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আপনাদের আশা পূরণ করতে
পারি। আমি ভাল আছি। আপনারা কেমন আছেন জানাবেন। বাবাকে প্রণাম জানাবেন। পিয়ালকে
স্নেহাশিস।
ইতি
আপনার স্নেহের মঞ্জুরাণী