গ্রীস্মের অবকাশ উদযাপনের জন্যে বন্ধুকে পত্র

গ্রীস্মের অবকাশ উদযাপনের জন্যে বন্ধুকে লিখিত পত্র বন্ধুকে লিখিত পত্র।


মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১

প্রিয় মাসুদ,
আমার আন্তরিক ভালবাসা নিও। অনেকদিন তোমার কোন চিঠি পাইনি। আশা করি, ভালই আছ।

আগামীকাল থেকে আমাদের গ্রীষ্মাবকাশ। সবটা ছুটি ঢাকায় বসে কাটানোর কোন মানে নেই। একটা চমৎকার ভাবনা মাথায় এসেছে। তোমারও নিশ্চয়ই ছুটি হয়েছে বা দু এক দিনেই হয়ে যাবে। এক কাজ কর না ? চল, মাসের পয়লা দিকে সপ্তাহখানেকের জন্য কক্সবাজার যাই। বড় ভাই সেখানে আছেন, পথ খরচ ছাড়া আমাদের আর কোন খরচ নেই। তুমি যদি কিছু মনে না কর, তবে এ ব্যাপারে সবটা দায়িত্ব আমি নিতে চাই। সাম্পানে চড়ে সাগরে অনেক দূর অবধি যাব তোমার কবিতার গাঙে দেখবে কি তীব্র জোয়ার আসে।

ফেরত ডাকেই চিঠি দিও। তা হলে কবে রওনা হব সেটা ঠিক করে ফেলা যাবে। তোমার আব্বা-আম্মাকে আমার সালাম দিও।

Post a Comment (0)
Previous Post Next Post