নৈশ্য বিদ্যালয় স্থাপনের জন্য জেলা শিক্ষা অফিসারের নিকট আবেদনপত্র

গণশিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তোমাদের এলাকায় একটি নৈশ্য বিদ্যালয় স্থাপনের জন্য জেলা শিক্ষা অফিসারের নিকট একটি আবেদনপত্র লেখ।


তাং- ২/৬/২০২২

বরাবর
জেলা শিক্ষা অফিসার,
মানিকগঞ্জ৷

বিষয় : নৈশ্য বিদ্যালয় স্থাপনের জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন গোবিন্দল একটি জনবহুল গ্রাম। এ গ্রামে প্রায় সাত হাজার লোকের বাস। এদের অধিকাংশই নিরক্ষর। ন্যূনতম লেখাপড়ার অভাবে তারা আধুনিক কৃষিপদ্ধতি সম্পর্কিত সাধারণ জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তাছাড়া, খাদ্য-পুষ্টি, স্বাস্থ্য-চিকিৎসা, পরিবার-পরিকল্পনা, জন্ময়িন্ত্রণ, হিসাব-নিকাশ ইত্যাদি সম্পর্কেও তারা খুবই অসচেতন। নিরক্ষরতার অভিশাপ এদেরকে দারিদ্রের শেষ সীমায় নিয়ে গেছে। তবে বড়ই আশার কথা এই যে, এখানকার বেশ কিছু শিক্ষিত উদ্যমী যুবক স্বতঃস্ফূর্তভাবে অনুপ্রাণিত হয়ে সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণের জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করেছে। কিন্তু বয়স্কদের শিক্ষা দেয়ার জন্য এ গ্রামে কোনো নৈশ বিদ্যালয় নেই। তাই অনতিবিলম্বে এখানে একটি নৈশ  বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন৷ এমতাবস্থায় অনতিবিলম্বে আমাদের গ্রামে একটি নৈশ বিদ্যালয় স্থাপন করে নিরক্ষরতা দূর করতে আজ্ঞা হয়।

বিনয়াবনত,
গোবিন্দল গ্রামবাসীর পক্ষে
মোঃ আসাদ।
Post a Comment (0)
Previous Post Next Post