কবিতা অনুরাগীর সঙ্গে কবির সংলাপ রচনা করো।
ভক্ত : আপনার কবিতা আমার অনেক ভালো লাগে।
কবি : অনেক ধন্যবাদ আপনি কবিতা পড়েন।
ভক্ত : আমি শুধু কবিতা পড়িই না, আমি আপনার সবগুলো বই পড়েছি।
বিশেষ করে আপনার গত বইমেলার বইটা।
কবি : ও আচ্ছা। কেমন লেগেছে কবিতাগুলো?
ভক্ত : অনেক ভালো। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে।
কবি : কী অনুরোধ বলুন।
ভক্ত : আমি আপনার কবিতার ভাব নিয়ে কিছু লিখতে চাই, যদি আপনি
অনুমতি দেন!
কবি : অবশ্যই, কেন নয়। তবে আমি চাই আপনি আমার কবিতার ভুলগুলো
বেশি করে দেখাবেন। কারণ আপনারা ভুলগুলো ধরিয়ে দিলে আমি পরবর্তীতে শুধরে নিতে
পারব।
ভক্ত : অবশ্যই। যা সত্য আমি তাই লিখব।
কবি : আমিও তাই চাই। কারণ শিল্পে মিথ্যা চলে না। মিথ্যা কখনো
শিল্প হতে পারে না।