উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে একদিনের দিনলিপি লেখ।
২০মার্চ,২০১৮
সকালে উঠে যথারীতি কাজকর্ম শেষ করে কলেজে গেলাম। আজ ছিল আমার কলেজের শেষ দিন।
এইচএসসি পরীক্ষার্থীদের আজ আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হলো। সব বিদায়ই বেদনার।
আমার কলেজের আনন্দ বেদনার অনেক স্মৃতিই মনে পড়ছে আজ। বিদায়ী শিক্ষার্থীদের
প্রত্যেকের হাতে একটি করে বই, কলম এবং রজনীগন্ধার স্টিক তুলে দিল আমাদের জুনিয়ররা।
সবশেষে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, আমাদের চলার পথের যথার্থ পাথেয় অর্জন
সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখলেন শ্রদ্ধেয় অধ্যক্ষ সাহেব। কলেজের শেষ দিনটিতেও
যে আমাদের জন্য শিক্ষার ও জানার অনেক কিছু ছিল তা তাঁর বক্তব্য থেকে বুঝতে
পারলাম। ঘরে ফিরলাম আনন্দ বেদনার স্মৃতি নিয়ে। শিক্ষার মধ্য দিয়ে নৈতিকতা ও
মনুষ্যত্ব অর্জন করার প্রতিজ্ঞা করলাম। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার বাসনা নিয়ে
পড়তে বসলাম। রাত ১১টা পর্যন্ত পড়ে ঘুমাতে গেলাম।
আসলাম সানি
ঢাকা মেট্রোপলিটন কলেজ।
Thanks for the help 😅
ReplyDelete