ইন্টারনেটের সুফল-কুফল বিষয়ে পিতা ও পুত্রের মধ্যে সংলাপ

ইন্টারনেটের সুফল-কুফল বিষয়ে পিতা ও পুত্রের মধ্যে সংলাপ রচনা করো।


বাবা : কিরে মিলু, ঘুমাস নাই? তোর রুমে এখনো লাইট জ্বলছে?

মিলু : না বাবা, ঘুমাই নাই। একটু নেট ব্রাউজ করছি।

বাবা : রাত ১২টা বাজে। এখন শুয়ে পড়। সকালে উঠতে হবে।

মিলু : শুয়ে পড়ব। একটা অ্যাসাইনমেন্টের কাজ করছি। আধ ঘণ্টা পরে শুয়ে পড়ব।

বাবা : কেন, বইপত্র নাই?

মিলু : না বাবা, স্যারের দেওয়া অ্যাসাইমন্টটি বইয়ে পাচ্ছি না। নেটে দেখছি পাওয়া যায় কি-না।

বাবা : ঠিক আছে, খুঁজে দেখ ৷ তাড়াতাড়ি শুয়ে পড়িস।

মিলু : ঠিক আছে বাবা, তুমি আর মা শুয়ে পড়ো।

বাবা : (মায়ের সাথে) আজকাল ছেলেমেয়েরা কী যে সারাদিন নেট ঘাটাঘাটি করে দেখো। মাঝে মাঝে এটা ঠিক আছে। কিন্তু প্রতিদিন রাত-বিরাতে ঘণ্টার পর ঘণ্টা কী করে বোঝা মুশকিল। বুঝেছ মিলু কিছু বুঝি না। বইও কেনে আবার নেট ঘাটাঘাটি করে, নেটের সুবিধা যেমন- আছে অসুবিধাও আছে। ছেলের দিকে একটু খেয়াল রেখো।
Post a Comment (0)
Previous Post Next Post