জনজীবনের ওপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু’বন্ধুর সংলাপ তৈরি করো।
সেন্টু : কিরে মিন্টু, মাথায় তেল দিয়েছিস নাকি?
মিন্টু : একটু দিলাম। চুল পড়ে যাচ্ছে তো....
সেন্টু : তেল? কোথায় পেলি?
মিন্টু : কেয়ো কারপিন পেপারে বিজ্ঞাপন দিয়েছে, ৩০ দিন ব্যবহার
করলেই নাকি মাথায় কুচকুচে কালো চুল গজাবে ।
সেন্টু : তাই নাকি দোস্ত! তাইলে আমার এক বোতল কিনতে হবে।
মিন্টু : কিনবি? চকবাজারে ‘সোনালি ট্রেডার্স’ গেলেই পাবি।
সেন্টু : কিন্তু দোস্ত বিজ্ঞাপনের কথায় বিশ্বাস নাই। তুই কয়দিন
ব্যবহার করে দেখ। ভালো হলে আমাকে বলিস ।
মিন্টু : ঠিক আছে দোস্ত। আজকাল তো অনেক বিজ্ঞাপনেই সত্য কথা বলে
না।
সেন্টু : দোস্ত, ঠিকই বলেছ। খামাখা পয়সা খরচ করে লাভ কী!