পহেলা বৈশাখ

স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন - PDF

স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন।

৩রা আগস্ট, ২০২২

বরাবর
প্রধান শিক্ষক,
জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয়, জামালপুর।

বিষয় : সুপেয় পানির ব্যবস্থা করার জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র-ছাত্রী। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ বা সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত তিনটি নলকূপের মধ্যে দুইটি আর্সেনিকযুক্ত। যে একটি নলকূপ আর্সেনিকমুক্ত তা-ও আবার প্রায় চার মাস ধরে অকেজো। এতে আমরা খাওয়ার পানির বিশেষ সংকটে আছি। আবার দূষিত পানি পান করে শিক্ষার্থীরাও পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে শিক্ষক-শিক্ষার্থী চরম ক্ষতিরমুখে পড়বে। তাই বিদ্যালয়ে বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন করা অত্যন্ত জরুরি। অতএব, আপনার নিকট সবিনয় নিবেদন, জরুরি ভিত্তিতে আর্সেনিকমুক্ত ও গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করে বাধিত করবেন।

বিনীত নিবেদক,
জামালপুর স্কুলের ছাত্র-ছাত্রীর পক্ষে
অনিন্দ্য সোম
শ্রেণি : ৭ম, রোল নং : ০৫

Download PDF

12 Comments

  1. অনেক বড়

    ReplyDelete
  2. এত বড়ো😟😟

    ReplyDelete
  3. 🫡এত বড় কেন

    ReplyDelete
  4. ভাই রচনা ঠিক আসে এইটা বেশি বড়

    ReplyDelete
  5. সপ্তম শ্রেণির আবেদনের জন্য একটু বেশি বড়

    ReplyDelete
  6. Moteo boro na ami class 7 er thik i ache er size

    ReplyDelete
  7. yea class 7 ar jon no onak boro

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post