তোমার এস এস সি পরীক্ষার ফল প্রকাশের দিনের একটি দিনলিপি রচনা করো।
২০ মে, ২০১৮
রংপুর।
গত রাত থেকেই কেমন একটা অস্থিরতা অনুভব করছিলাম। জানি পরীক্ষার ফল আশানুরূপ
হবে, তবু একটা চিন্তা ঘিরে রেখেছে কী হয় না হয়! আজ কিন্তু এমন চিন্তা বা অস্থিরতা
নেই। ভালো ঘুম হওয়ার কারণে মনটা ফুরফুরে হয়ে আছে। যা হয় হবে- এমন একটা সাহসী ভাব
এসে গেছে। গোসল করে নাশতা সেরে নিলাম। মা তাগিদ দিচ্ছেন, ‘কী রে, স্কুলে যাবি না।’ বাবা এসে মাথায় হাত বুলিয়ে বলেছেন, ‘চল; আমি তোর সঙ্গে যাই।’ তাঁদেরকে আশা দিয়ে চলে
এসেছি স্কুলে। বন্ধুরা অনেকেই এসেছে। চুটিয়ে আড্ডা দিচ্ছি। দু-একজনের মুখ ভার হয়ে
আছে। তাদেরকে সান্ত্বনা দিচ্ছি। এমন সময় নোটিশ বোর্ডে রেজাল্ট টানানো হলো। গণিত
স্যার রোল নম্বর এবং ফল ঘোষণা করেছেন। আমি জিপিএ -৫ পেয়েছি। হেডস্যার ও অন্য
স্যারদের সালাম করে দোয়া চাইলাম। বাসায় আসতেই বাবা-মা আমাকে জড়িয়ে ধরে আদর করলেন।
মিষ্টি বিতরণ করা হলো ঘরে ঘরে। আত্মীয়স্বজনরা ফোনে খবর নিচ্ছেন আর দোয়া করছেন।
বেশ রাত পর্যন্ত কেটে গেল এভাবেই। একসময় চোখজুড়ে ঘুম এলো।