অনুচ্ছেদ : এইডস

এইডস


এইডস হচ্ছে বিশ্বের অন্যতম ভয়ানক একটি রোগ যার কোনো প্রতিকার আজ পর্যন্ত আবিষ্কার হয়নি এবং HIV (Human Immuno deficiency Virus) দ্বারা সংক্রমিত হয়ে থাকে। কিছু রোগ বিস্তারকারী ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণের মুখে টিকে থাকার জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের রয়েছে তা এ রোগের ফলে ধ্বংস হয়ে যায়। তাই সে অন্যান্য রোগে আক্রান্ত হয় এবং অবশেষে অকালে বেদনাদায়ক মৃত্যুবরণ করে। আমেরিকা এবং আফ্রিকাতে সর্বোচ্চ সংখ্যক এইডস রোগী পাওয়া যায়। কিন্তু সাম্প্রতিককালে এ ভয়াবহ রোগটি এশিয়ার দেশগুলোতে একইভাবে বৃদ্ধি পাচ্ছে। যদিও এইডস ভাইরাস চিকিৎসার জন্য গবেষণা এবং এর প্রতিষেধক আবিষ্কারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তবে এখনও কোনো ইতিবাচক প্রতিকার পাওয়া যায়নি। কেবল প্রতিরোধমূলক ব্যবস্থা যেমন অসাবধানী যৌনাচার এবং পরীক্ষণবিহীন রক্ত সঞ্চালন বন্ধ করতে হবে। এইডস সংক্রমণের অন্যতম মারাত্মক ফল হচ্ছে রোগীর ওপর আরোপিত সামাজিক কলঙ্ক।

1 Comments

Post a Comment
Previous Post Next Post