একজন বীরাঙ্গনার সঙ্গে একজন সাংবাদিকের সংলাপ

একজন বীরাঙ্গনার সঙ্গে একজন সাংবাদিকের সংলাপ তৈরি করো।


সাংবাদিক : মা, আপনি এভাবে কাঁদছেন কেন, কী হয়েছে আপনার?

বীরাঙ্গনা : তোমরা আমাকে মা বোলো না, আমি তোমাদের মা নই ।

সাংবাদিক : আপনি এসব কী বলছেন, মা? আমরা আপনারই সন্তান।

বীরাঙ্গনা : না। তোমরা আমাকে মা বলে ডাকবে না। যেদিন রাজাকার বিচার করে এ দেশকে কলঙ্কমুক্ত করতে পারবে, সেদিন আমায় মা বলে ডেকো। ওরা একাত্তরে আমাদের দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি করেছে ৩০ লাখ মানুষের জীবন নিয়েছে আর এখনো ওরা ঘুরছে বাংলার জমিনে। আমি ওদের বিচার চাই।

সাংবাদিক : ওদের বিচার শুরু হয়েছে, মা। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের কারো স্থান নেই।

বীরাঙ্গনা : হ্যা, তাই যেন হয়। আমি সেই দিন তোমাদের মা ডাকের জবাব দেব। আর আমি প্রাণ খুলে হাসব। যেদিন আমাদের বাংলা মা কলঙ্কমুক্ত হবে। যেদিন তোমরা সবাই যুদ্ধের সঠিক ইতিহাস জেনে রাজাকারদের ঘৃণা করবে।
Post a Comment (0)
Previous Post Next Post