বন্ধুর বাবার মৃত্যুতে / পিতৃবিয়োগে সমবেদনা জানিয়ে / সান্ত্বনা দানে একখানা পত্র লেখ।
মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১
প্রিয় এলিন,
আমার প্রাণঢালা ভালোবাসা নিও। আশা করি হাজার কষ্টের মাঝেও আল্লাহ তোমাকে সুস্থ
রেখেছেন। তোমার দুঃখভারাক্রান্ত, হৃদয়স্পর্শী চিঠিটি আজ দুপুরে হাতে পেলাম।
আকস্মিক এ দুঃসংবাদটি পেয়ে আমার হৃদয় পাথরের মতো ভার হয়ে গেছে। তোমার আব্বু
আমাকে বড়ই স্নেহ করতেন। এতো তাড়াতাড়ি যে তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন তা কে
ভেবেছিল। তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই। তবু বলছি, আমাদের সবাইকেই
একদিন পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, এ তো চিরন্তন সত্য। জীবনের এ নিশ্চিত
পরিণামের কথা চিন্তা করে আমাদের ধৈর্যশীল হতে হবে। তুমি পরিবারের বড় সন্তান। তাই
ধৈর্য ও মনোবল হারালে তোমার চলবে না। তোমার ছোট ভাই ও বোনের দায়িত্বও এখন
তোমাকেই নিতে হবে। তাই মনের দিক থেকে সর্বদাই শক্ত থাকবে। যে জীবনের প্রতিটি
ঘাত-প্রতিঘাত মোকাবিলা করতে সক্ষম সেই প্রকৃত সফলতা পায়।
তোমার মরহুম পিতার রুহের মাগফেরাত কামনা করি। তোমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি
সমবেদনা জানিয়ে আজ এখানেই শেষ করছি।
ইতি
তোমার বন্ধু
রোমেল
একই চিঠি আরেকবার সংগ্রহ করে দেওয়া হলো
মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১
মুজাফ্ফার সহৃদয়েষু,
আমার সালাম ও ভালবাস নিও। তোমার পিতৃবিয়োগের খবর সম্বলিত পত্রটি পড়ে খুবই
মর্মাহত হয়েছি। এতে আমি স্বজন হারানোর বেদনা অনুভব করছি। আমার জীবনেরও এক
বিশেষ সন্ধিক্ষণে আমার আব্বাও হঠাৎ ইন্তেকাল করেছিলেন। সেদিন আমিও ভীষণভাবে
শোকাহত হয়েছিলাম। মৃত্যু সবার একদিন না একদিন হবেই। সুতরাং তাকে সহজভাবে মেনে
নেওয়া ছাড়া আর কি-ই বা করার আছে?তোমার আব্বার আকস্মিক মৃত্যু যে তোমাদের
সবাইকে গভীরভাবে বেদনাহত করেছে। তাতে কোন সন্দেহ নেই। আসলে কোন কোন মৃত্যু
মানুষকে খুবই নাড়া দিয়ে যায়। যেমন তোমার পিতার মৃত্যু। তোমাদের পরিবারের এখন
সমস্ত দায়-দায়িত্ব তোমার ঘাড়ে এসে পড়ল। তাছাড়া তোমার ভাই-বোনদের মধ্যে
তুমি সবার বড়। সে কারণে সবাই এখন তোমার উপর নির্ভরশীল হয়ে পড়বে। এখন তোমাকে
যথেষ্ট দায়িত্বশীলতার সাথে এগিয়ে চলতে হবে। তাছাড়া, তোমার ছোট ভাইবোনেরাও
লেখা-পড়া শেষ করে উঠতে পারেনি। তাদের সামগ্রিক দেখাশুনার দায়িত্বও এখন তোমার।
আশা করি, তোমার ভাইবোনেরা তোমার প্রতি সহানুভূতিশীল হবে। তারা একদিন তোমার
প্রত্যাশা পুরণ করবে।
আমি তোমার মরহুম আব্বার রুহের মাগফেরাত করি। শোকসন্তপ্ত পরিবারকে জানাই
সমবেদনা। আমি ভাল আছি। চিঠি লিখো।
ইতি
তোমারই
শামসুল