খেলা চলাকালীন দুজন আম্পায়ারের মধ্যে সংঘটিত সম্ভাব্য সংলাপ তৈরি কর।
প্রথম আম্পায়ার : (লেগ আম্পায়ারকে) আপনি কী মনে করেন, আমরা কি
এটা আউট দিতে পারি স্যার?
লেগ আম্পায়ার : আমি অনেকখানি দ্বিধার মধ্যে আছি স্যার।
প্রথম আম্পায়ার : আমি দেখলাম বলটা কোমরের ওপরে ছিল ।
লেগ আম্পায়ার : তাহলে অবশ্যই এটা নো বল হবে। আমি এ ব্যাপারে
আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারছি না।
প্রথম আম্পায়ার : আমি থার্ড আম্পায়ারকে কল করছি।
লেগ আম্পায়ার : অবশ্যই।
প্রথম আম্পায়ার : বার বার রিপ্লে দেখে থার্ড আম্পায়ার এই
সিদ্ধান্তে এসেছেন যে, এটা নো বল ।
লেগ আম্পায়ার : যাই হোক, আমাদের সিদ্ধান্ত এক হতে হবে। বলটি ছিল
নো বল ।
প্রথম আম্পায়ার : চলুন আবার খেলা শুরু করা যাক।
লেগ আম্পায়ার : ঠিক আছে, চলুন।