বাড়িতে আমগাছ রোপন নিয়ে দুই ভাইবোনের মধ্যে সংলাপ

বাড়িতে আমগাছ রোপন নিয়ে দুই ভাইবোনের মধ্যে সংলাপ রচনা কর।

অথবা, বাড়ির আঙিনায় আমগাছ রোপন করতে গিয়ে দুই ভাইবোনের সংলাপ তৈরি করো।


তারা : ভাই, তুই এত গাছ থাকতে আমগাছ আনলি কেন বাজার থেকে?

চাঁদ : আমি গল্প শুনেছি, দাদুর সময় এখানে অনেক বড় একটা আমগাছ ছিল। তাই আমিও চাই এখানে একটা বড় আমগাছ থাকুক।

তারা : দাদুর আমগাছটা এখন কোথায়?

চাঁদ : জানি না। হয়তো ঝড়ে উড়ে গেছে।

তারা : ভাইয়া, তুই বড় হয়ে কী হবি?

চাঁদ : আমি বড় হয়ে দাদু হব।

তারা : কেন?

চাঁদ : কারণ দাদু মুক্তিযুদ্ধ করেছিলেন। আমিও তাঁর মতো আদর্শ লড়াকু মানুষ হতে চাই ।

তারা : আচ্ছা, আমি হতে পারব না?

চাঁদ : কেন পারবি না? জানিস, সে সময় ছেলেমেয়ে সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ।

তারা : তাহলে বড় হয়ে আমরা দুজন একসাথে মুক্তিযোদ্ধা হব দাদুর মতো।

চাঁদ : আচ্ছা।
Post a Comment (0)
Previous Post Next Post