অনুচ্ছেদ : ছবি আঁকা

ছবি আঁকা


ছবি আঁকা একটি সখের বিষয়। ছকি কোনো জিনিসের আকৃতি ও প্রকৃতিকে মানুষের মাঝে রং তুলি, কাগজ ও কালির মাধ্যমে ফুটিয়ে তোলে। যিনি ছবি আঁকেন তাঁকে শিল্পী বলে। শিল্পীর কল্পনায় যা ধরা পড়ে তা-ই রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলে। ছবি সত্যি একটি আশ্চর্য সৃষ্টি। শিল্পী তার রং তুলির মাধ্যমে প্রতিটি ছবিকে জীবন্ত আকারে উপস্থাপন করে থাকে। আমাদের দেশে ছবি আঁকা শিল্পটি গুরুত্বের তুলনায় এখনও সঠিক মর্যাদা পায় নি। বহির্বিশ্বে এ শিল্পকে যথেষ্ট মূল্যায়ন করা হয়। যেকোনো কঠিন একটি বিষয়কে সহজে ছাত্রছাত্রী অথবা যেকোনো শিক্ষার্থীকে বোঝাতে চাইলে উক্ত বিষয়টিকে ম্যাপের মতো ছবি এঁকে উপস্থাপন করলে শিক্ষার্থীরা স্বল্পসময়ে আয়ত্তে নিতে সক্ষম হয়। যেমন দেখা যায় লন্ডনের জাদুঘরে, শহরের অলি-গলিতে চিত্র, ছবি, চিহ্নের মাধ্যমে এমনভাবে সাজিয়েছে। যেকোনো নতুন ব্যক্তিরও কোনো বিষয় বুঝতে কষ্ট হয় না। অদূর ভবিষ্যতে হয়তো ছবি আঁকা শিল্পটি আমাদের দেশেও গুরুত্ব পাবে। বর্তমানে নতুন সিলেবাসের আলোকে প্রথম শ্রেণি থেকে শুরু করেছে ছবি আঁকা, ছবি তৈরি করা, ছবি নির্মাণ। যার ফলে শিক্ষার সর্বস্তরে দ্রুত্ব অগ্রগতি সম্ভব হবে।

6 Comments

  1. 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😅😅😅😅😅🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post