একজন কৃষক
কৃষক ও কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আমাদের অর্থনীতির সিংহভাগই এখন পর্যন্ত কৃষির ওপর নির্ভরশীল । আর কৃষককে বাদ দিয়ে কৃষির কথা কল্পনা করাও পাগলামি । একজন কৃষককে সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করে আমাদের এই ষোল কোটি মানুষের মুখের অন্ন জোগাতে তাকে সারাদিন প্রাণান্ত পরিশ্রম করতে হয়। কিন্তু আমাদের কৃষকের বাস্তবিক অবস্থা খুবই দুঃখজনক। হাড়ভাঙা পরিশ্রম করে যে কৃষক আমাদের অর্থীতিকে সচল রেখেছে তার অবস্থা মোটেও সুখকর নয়। অমানুষিক খাটুনি খেটে ফসল ফলালেও আমাদের কৃষকই ঠিকমতো খেতে পায় না। জোতদার আর মহাজনের দৌরাত্ম্যে পায় না সে তার রক্ত ঘাম ঝরানো পরিশ্রমে উৎপন্ন ফসলের ন্যায্য মূল্য। এদিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। আর যত তাড়াতাড়ি এ অবস্থার অবসান হবে ততই আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গল।