অনুচ্ছেদ : একজন জেলে

একজন জেলে


যে মাছ ধরে ও বিক্রি করে জীবিকার্জন করে সেই জেলে। সাধারণত একজন জেলে সাগর বা নদীর নিকট বসবাস করে। সে নদী, সাগর, হাওর, বিল এবং পুকুরে মাছ ধরে। তাকে প্রায়ই নতুন জাল তৈরি করতে এবং পুরাতন জাল মেরামত করতে দেখা যায়। অধিকাংশ জেলেই গরিব। তাদের জাল বা নৌকা কিছুই নেই। তাই তারা দলবদ্ধ হয়ে কাজ করে। একজন জেলের জীবন খুব ঝুঁকিপূর্ণ। তাকে প্রায় রাতে মাছ ধরতে নদী কিংবা সাগরে যেতে হয়। ঝড়ের রাতে তার পরিবারের সদস্যরা তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য চিহ্নিত থাকে। মাছ ধরা ঝুঁকিপূর্ণ হলেও এটি আনন্দদায়কও বটে। যখন সে প্রচুর মাছ ধরে, তখন তার আনন্দের সীমা থাকে না। সুতরাং, একজন জেলে মাছ সরবরাহ করে আমাদের প্রভূত কল্যাণ সাধন করে থাকে।
Post a Comment (0)
Previous Post Next Post