বন্যা
বন্যা হলো এক প্রাকৃতিক ধ্বংসাত্মক বিপদ। অতিবৃষ্টিপাতই বন্যার কারণ। ফলন্ত ফসল, বাড়িঘর, গবাদিপশু ও মানুষের অবর্ণনীয় দুঃখ-কষ্ট ঘটিয়ে সারা দেশে বন্যা হয়। সব শ্রেণির লোক এ ধ্বংসাত্মক বন্যার ফল ভোগ করে। সারা দেশে বিপজ্জনক অবস্থায় বন্যা দেখা যায়। অনেক লোক গৃহহীন, আশ্রয়হীন, অন্নহীন হয়ে ছাদে আশ্রয় নেয়। সরকারি ও বেসরকারি সংগঠনগুলো সরাসরি বন্যার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। বন্যা কবলিতদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য, বস্ত্র, ওষুধপত্র এবং আশ্রয়ের ব্যবস্থা করে। বন্যার পরিণাম সত্যিই খুব দুর্ভাগ্যজনক। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে অনেক সময় লাগে।
আরও বড় চাই বন্যা অনুচ্ছেদ
ReplyDeleteBhalo hoese
DeleteThe Google app is so useful in the world. Thanks Google 😊
ReplyDelete