Francis Bacon
জীবন কথা : রাণী এলিজাবেথের সিংহাসনে আরোহণের দুই বছর পরে ১৫৬১ খ্রিষ্টাব্দের ২২ শে জানুয়ারি লন্ডনের প্রখ্যাত ইয়র্কহাউস বাসভবনে ফ্রান্সিস বেকন জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম স্যার নিকোলাস বেকন। তিনি রাণী এলিজাবেথের প্রধান মন্ত্রণাদাতা ছিলেন। লোকমুখে কথিত আছে যে— বেকন রাণী এলিজাবেথের অবৈধ সন্তান। শৈশবে তিনি নিজগৃহে লেখাপড়া শিখেছেন। বারো বছর বয়সে ১৫৭৩ খ্রিষ্টাব্দে ভর্তি হয়েছিলেন ট্রিনিটি কলেজে। শিক্ষাশেষে ১৫৭৫ সালে লন্ডনে ফিরে আসেন। তারপর আইন বিষয়ে অধ্যয়ন শুরু করেছিলেন।
উপাধি :
- ১৬০৩ সালে তিনি 'নাইট' উপাধিতে ভূষিত হন।
- He is called the natural Philosopher.
- গদ্যের জনক হিসেবে পরিচিত (Father of Modern Prose)।
- তাকে Father of Empiricism (অভিজ্ঞতাবাদ/ প্রয়োগবাদ) বলা হয়।
- তিনি ছিলেন একজন বিখ্যাত প্রাবন্ধিক (Famous Essayist/ Father of Essay)।
- তাঁকে Master of Aphorism' (প্রবচন) and Terseness (সংক্ষিপ্ততা) বলা হয়।
সাহিত্য কর্ম : বেকন ১৫৯৭ সালে একটি প্রবন্ধগ্রন্থ সংস্করণ প্রকাশ করেছিলেন। তাতে মোট ১০ টি প্রবন্ধ ছিল। বিভিন্ন সময় সংস্করণ হলেও অবশেষে ১৬২৫ সালে মোট ৫৮ টি প্রবন্ধের সংস্করণ প্রবন্ধের সংস্করণ প্রকাশ করেন।
উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ :
- The Advancement of Learning, 1605 শেখার অগ্রগতি
- Novum Organum (নভাম অর্গানাম), ১৬২০ নব্য কৌশল
- Essays, 1625 - প্রবন্ধসমূহ
উল্লেখযোগ্য প্রবন্ধ :
- Of Truth
- Of Love
- Of Marriage and Single Life
- Of Studies
- Of Revenge
- Of Friendship
- Of Great Place
মনে রাখার কৌশল : দেখুন বেকনের প্রবন্ধগুলি 'of ' দ্বারা শুরু হয়েছে।
গল্প :
লন্ডনের প্রাবন্ধিক ফ্রান্সিস বেকন FB থেকে নব্য কৌশল (Novum Organum) অর্জন করে শেখার অগ্রগতির (The Advancement of Learning) মাধ্যমে The Wisedom of Ancient, Divine & Humane এবং The Atlantis নামক Essays (প্রবন্ধগ্রন্থ) রচনা করেন। এছাড়া of দ্বারা শুরু — Truth এর studies করতে Suitors নামক Great Place এ Marriage and Single Life মিশ্রণ করে Love এবং Friendship এর উপর Revenge নামক প্রবন্ধ রচনা করল।
প্রবন্ধ থেকে বিখ্যাত উক্তি :
- Of Studies থেকে Reading maketh/ makes a full man; conference a ready man; writing an exact man
- Of Marriage and Single Life থেকে Wives are young men's mistresses, companions for middle age, and old men's nurses. (স্ত্রীরা যুবকদের যৌনসাথী, মাঝ বয়সের সঙ্গী আর বৃদ্ধদের সেবিকা।)
- Of Love থেকে It is impossible to love & be wise.
- Of Revenge থেকে Revenge is a kind of wild justice.
বিবিধ বিষয়াবলী :
(১) "প্রবন্ধ" (Essay) শব্দটা তিনিই প্রথম ইংরেজি সাহিত্যে ব্যবহার করেছিলেন।
(২) ইংরেজি ভাষার প্রতি তাঁর বিখ্যাত একটি মন্তব্য: "those modern languages will at one time play bankrupt with books." (এই আধুনিক ভাষাগুলি একদিন গ্রন্থগুলিকে দেউলিয়া করে ছাড়বে।) অথচ সেই ইংরেজি ভাষার প্রবন্ধসাহিত্য রচনা করে তিনি প্রবন্ধ সাহিত্যের জনক হয়ে রইলেন।