বাবা মেয়েকে উপহার দিয়ে চমকে দিতে চাচ্ছেন এমন সংলাপ তৈরি করো।
বাবা : মামণি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই ব্যাগটা খোলো।
মেয়ে : ওতে কী আছে বাবা?
বাবা : আগে খোলো। দেখবে কী আছে।
মেয়ে : বই নিশ্চয় কিন্তু কার বই অনুমান করতে পারছি না।
বাবা : তোমার সব থেকে প্রিয় লেখকের বই।
মেয়ে : এই তো। আখতারুজ্জামান ইলিয়াসের রচনাসমগ্র আমি জানতাম।
বাবা : শোনো। এবার ছুটিতে আমরা বান্দরবান বেড়াতে যাব।
মেয়ে : সত্যি বাবা! আমরা কতদিন থাকব? কে কে যাব? ভাইয়ার তো
পরীক্ষা থাকবে। ইশ্! ভাইয়া থাকতে পারবে না। বাবা শোনো, মা কিন্তু রাজি হতে চাইবে
না। মাকে আমি আর তুমি মিলে নানাভাবে বোঝাব। ওখানে পাহাড়-ঝরনার কথা বলব।
বাবা : সে ভাবনা তোমাকে ভাবতে হবে না। তোমার আম্মুকে আমি আগেই রাজি
করিয়েছি।
মেয়ে : আচ্ছা বাবা। আমি যাই। ভাইয়াকে ফোন করে খবরটা দিয়ে আসি।