উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ তৈরি করো।
ফাহিম : কেমন আছ তামিম?
তামিম : এই তো ভালো। তুমি কেমন আছ?
ফাহিম : খুব টেনশনে আছি বন্ধু। শুনলাম কয়েকদিনের মধ্যেই নাকি
এইচএসসির রেজাল্ট দেবে।
তামিম : আমিও তো তাই শুনলাম। আচ্ছা ফাহিম, কোথায় ভর্তি হওয়ার
ইচ্ছা তোমার?
ফাহিম : আমার ইচ্ছে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে
পড়ার।
তামিম : এত সাবজেক্ট থাকতে ইংরেজিতে পড়তে চাচ্ছ কেন?
ফাহিম : বর্তমান যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ইংরেজি জানা
খুব দরকার। আর সাহিত্য হলো সমাজের দর্পণ। তাছাড়া সাহিত্য না পড়লে মানুষের
ভেতরের সৌন্দর্য বিকশিত হয় না। তুমি কী পড়তে চাচ্ছ?
তামিম : আমি বুয়েটে আর্কিটেকচারে পড়তে চাই। সুন্দর নাগরিক জীবন
গড়ার ক্ষেত্রে এটি একটি দারুণ সাবজেক্ট।
ফাহিম : কিন্তু চান্স পাওয়াতো অনেক কঠিন।
তামিম : চান্স পাওয়া মোটেও কঠিন নয়। আমরা কঠিন ভাবতে ভাবতে সহজকে
কঠিন করে তুলেছি। তুমি দেখো, আমি ভর্তি হব এবং পাস করে বিদেশের কেনো
বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে তারপর দেশে ফিরব।
ফাহিম : তোমার বিশ্বাস এবং স্বপ্ন— দুটোই খুব সুদৃঢ়। তুমি পারবে
বন্ধু।
তামিম : তুমিও পারবে। মানুষের অসাধ্য কিছু নেই।
ফাহিম : ধন্যবাদ বন্ধু। তুমি আমার মনোবলকে আরও শক্ত করে দিলে।