অনুচ্ছেদ : একজন আদর্শ ছাত্র

একজন আদর্শ ছাত্র


‘আইডিয়াল’ শব্দটির অর্থ হচ্ছে ‘মডেল’ বা ‘আইকন’। একজন আদর্শ ছাত্র হচ্ছে এমন একজন ছাত্র যে সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য একজন আদর্শস্বরূপ। সমগ্র জাতির জন্য একজন আদর্শ ছাত্র সম্পদ। একজন আদর্শ ছাত্রের কিছু ভাল বৈশিষ্ট্য থাকবে এবং সে কিছু কর্তব্য পালন করবে। তাকে অবশ্যই সত্যবাদী, সৎ, ভদ্র এবং সময়নিষ্ঠ হতে হবে। কর্তব্য এবং দায়-দায়িত্ব সম্পর্কে তাকে অবশ্যই সচেতন হতে হবে। একজন ভাল ছাত্রের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে প্রত্যেকদিন শ্রেণিতে উপস্থিত হওয়া এবং মনোযোগ দিয়ে পড়াশুনা করা। তাকে অবশ্যই শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল, পিতা-মাতার কর্তব্যপরায়ন এবং সহপাঠীদের প্রতি সহযোগী হতে হবে। সে সকালে ঘুম থেকে ওঠে। সে একটি দৈনন্দিন রুটিন অনুসরণ করে। একটি পরিকল্পতি পন্থায় সে সময় ব্যয় করে। বাড়ির কাজগুলো সময়মত করে। সে পড়া মুখস্ত না করে বুঝে বুঝে পড়ে। সে একজন ভাল বক্তা ও তার্কিক। তার চেয়ে উত্তম ব্যক্তিদের প্রতি সে শ্রদ্ধাশীল। সহপাঠীদের প্রতি সে খুবই সাহায্যপ্রবণ। সর্বশেষ হচ্ছে “উচ্চচিন্তা এবং সাধামাটা জীবন”— এই হচ্ছে তার জীবনধারা।
Post a Comment (0)
Previous Post Next Post