কর্তব্যনিষ্ঠা
একজন আদর্শবান মানুষ হতে হলে মানুষের মাঝে কিছু গুণাবলি থাকা অত্যাবশ্যক। কর্তব্যনিষ্ঠা তেমনি একটি গুণ। মানবজীবনে এটি এমনই একটি গুণ যা ছাড়া মানুষ প্রকৃত মানুষের মর্যাদা পায় না। কর্তব্যনিষ্ঠা ছাড়া কোনো কর্মেই সফলতা অর্জন করা যায় না। ছোট-বড় যে কোনো কাজ অবহেলা না করে গুরুত্ব সহকারে করাটাই হলো কর্তব্যনিষ্ঠা। উচ্চাকাঙ্ক্ষাকে সফলতায় রূপান্তরিত করতে হলে কর্তব্যনিষ্ঠার বিকল্প নেই। ছাত্র-ছাত্রী যদি একাগ্রতার সাথে পড়াশুনা না করে তবে তাদের কর্তব্য অবহেলার দরুণ তারা ভালো ফলাফল করতে পারে না। প্রতিটি কাজের সফলতার জন্য আমাদের অবশ্যই কর্তব্যনিষ্ঠ হতে হবে, তা না হলে জীবনে কখনো সাফল্য আসবে না।