বড় বোনের বিয়ে উপলক্ষ্যে সাত দিনের ছুটি চেয়ে আবেদনপত্র

তোমার বড় বোনের বিয়ে উপলক্ষ্যে সাত দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।


তারিখ: ৫ মে, ২০২২

মাননীয়
প্রধান শিক্ষক সাহেব সমীপেষু,
ব্লু বার্জ হাই স্কুল, সিলেট।

বিষয় : বোনের বিয়ে উপলক্ষ্যে অগ্রিম ছুটির জন্য আবেদন।

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আগামী ১০-৫-২০২২ তারিখে আমার বড় বোনের শুভ বিবাহের দিন ধার্য করা হয়েছে। বিবাহ উপলক্ষে শহরের গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন ও কন্ধু-বান্ধবকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার বড় ভাই দেশের বাইরে থাকেন। এমতবস্থায় বিবাহ উপলক্ষ্যে যাবতীয় কাজ-কর্ম আমাকেই দেখতে হবে। সে কারণে আগামী ৭-৫-২০২২ তারিখ হতে ১৩-৫–২০২২ পর্যন্ত মোট ৭ দিন আমার পক্ষে স্কুলে আসা সম্ভব নয়।

অতএব, মহোদয় সমীপে আমার বিনীত প্রার্থনা, উরু ৭ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করতে মর্জি হয়।

বিনীত নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
আনোয়ার হোসেন
৮ম শ্রেণি, শাখা -খ, রোল-৩

2 Comments

Post a Comment
Previous Post Next Post