প্রতিবেদন : সাংবাদিক হিসেবে লোডশেডিং এর প্রতিকার চেয়ে প্রতিবেদন

একটি দৈনিক সংবাদপত্রের সাংবাদিক হিসেবে লোডশেডিং এর প্রতিকার চেয়ে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন রচনা কর।


নিজস্ব প্রতিবেদক : হাজারীবাগ, ঢাকা, ১১ জুলাই, ২০১৮ : রাজধানী ঢাকা মহানগরীর পশ্চিমাঞ্চল হাজারীবাগ এলাকার দুই লক্ষাধিক লোক বিদ্যুৎ বিভ্রাটের শিকার। বিগত কয়েক মাস ধরে এলাকায় লোডশেডিং নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত বারোটা পর্যন্ত প্রায় দু তিন ঘন্টা এলাকা গভীর অন্ধকারে নিমজ্জিত থাকে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনাসহ জনজীবনের দৈনন্দিন স্বাভাবিক জীবনপ্রবাহ দুর্বিষহ হয়ে উঠেছে।

প্রায় দেড় কোটি জনঅধ্যুষিত মহানগরী ঢাকার একটি ঘনবসতিপূর্ণ এলাকা হাজারীবাগ। এখানে স্কুল কলেজসহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত লেদার টেকনোলজি কলেজ রয়েছে যেখানে অসংখ্যা ছাত্রছাত্রী পড়াশোনা করে। এছাড়া লেদার ইন্ডাস্ট্রিজের একমাত্র স্থান এ এলাকায় যা কিনা বাংলাদেশের অর্থনীতিতে একটি প্রধান স্থান জুড়ে আছে। নৈশকালীন এ বিদ্যুৎ বিভ্রাটের ফল উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যার প্রভাব বাংলাদেশের অর্থনীতির ওপর ব্যাপকভাবে পড়ছে। 

এমতাবস্থায় এলাকায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিয়মিত করার জন্য ডেসা কর্তৃপক্ষের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি।

প্রতিবেদক
আকবর খান।
Post a Comment (0)
Previous Post Next Post