শিক্ষামূলক সফরে যাওয়ার জন্য কলেজে টাকা জমা দিতে হবে। টাকা পাঠানোর জন্য
মায়ের কাছে একটি চিঠি লেখ।
মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১
শ্রদ্ধেয়া মা,
আমার সালাম জানবেন। আশা করি আপনারা বাড়িতে সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।
আজ একটা বিশেষ প্রয়োজনে আপনাকে চিঠি লিখতে হল। আমাদের কলেজের শিক্ষা-সফরের
তালিকায় আমিও অন্তর্ভুক্ত হয়েছি। প্রতি বছরই আমাদের কলেজ অর্থনৈতিক ও
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান দেখার জন্য শিক্ষাভ্রমণের ব্যবস্থা করে। এবার
কুমিল্লার ময়নামতি সফরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। ময়নামতি বৌদ্ধযুগের একটি
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষসহ মূল্যবান
প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য ময়নামতির যথেষ্ট পরিচিতি রয়েছে। তাছাড়া
সেখানকার পাহাড়ঘেরা সবুজ-বনানীও খুবই আকর্ষণীয়। ইতিহাস আর নিসর্গ সেখানে হাত
ধরাধরি করে দাঁড়িয়ে আছে। অতীত বাংলাদেশের এক সুসমৃদ্ধ ইতিহাস বুকে করে নীরবে
দাঁড়িয়ে আছে ময়নামতি। এ সফর অতীত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আমাদের দৃষ্টিকে
প্রসারিত করবে। আমাদের এ সফর ডিসেম্বর মাসের শেষ তিনদিনে অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে আপনার অনুমতি সহ পাঁচ’শ টাকা প্রয়োজন। যথাসত্বর টাকা পাঠাতে
অনুরোধ জানাচ্ছি। কয়েক দিনের মধ্যেই টাকা জমা দিতে হবে।
আমি ভাল আছি। লেখপড়া ঠিকঠাক চলছে। শ্রেণীমত সালাম ও দোয়া।
ইতি
আপনার আদরের ফারহানা