অনুচ্ছেদ : আমার শ্রেণি শিক্ষক

আমার শ্রেণি শিক্ষক


ক্লাসের শুরুতে যিনি প্রথম ক্লাসটি নেন এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি হাজিরা খাতায় লেখেন, তাঁকে আমরা শ্রেণিশিক্ষক বলে থাকি। আমার শ্রেণিশিক্ষক হচ্ছেন আমার প্রিয় শিক্ষক জনাব এমদাদুল হক। তিনি আমাদের ইংরেজি পড়ান। তাঁর হৃদয়গ্রাহী পাঠদান পদ্ধতি ইংরেজির মতো একটি নিরস বিষয়ও সরস করে তোলে। তাঁর বয়স ষাটের কোটায়। এমদাদ স্যার শুধু আমার শ্রেণিশিক্ষকই নন; তিনি আমার প্রিয় শিক্ষকও বটে। তাঁর পাঠদান পদ্ধতি খুবই হৃদয়গ্রাহী। ছাত্রছাত্রীদের প্রতি তিনি সর্বদাই বন্ধুসুলভ আচরণ করেন। তিনি কখনো ক্লাস ফাঁকি দেন না কিংবা ক্লাসে দেরি করে আসেন না। এমনকি ছুটির আগে কখনো বিদ্যালয় ত্যাগও করেন না। বেত কিংবা ছড়ি নিয়ে তিনি কখনো শ্রেণিকক্ষে প্রবেশ করেন না; বরং তিনি ক্লাসে প্রবেশ করেন ছাত্রদের প্রতি একরাশ ভালোবাসা আর মমত্ববোধ নিয়ে। তার পাঠদান পদ্ধতি এতই হৃদয়গ্রাহী যে সকল ছাত্রছাত্রী তাঁর ক্লাস করার জন্য অধীর আগ্রহে উন্মুখ হয়ে থাকে। তিনি শুধু আমারই নন, আমার ধারণা বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীই তাকে অত্যন্ত ভালোবাসে এবং শ্রদ্ধা করে।
Post a Comment (0)
Previous Post Next Post