আমার প্রাত্যহিক জীবন
আমি একজন ছাত্র। তাই একটা নির্দিষ্ট ছকের মধ্যে আমি বাস করি। অধ্যয়নই আমার পেশা। আমি বাড়িতে আমার পাঠ তৈরি করি এবং বিদ্যালয়ে হাজির থাকি। শ্রেণিতে আমি প্রথম সারিতে বসি এবং শিক্ষক যা বলেন তা মনোযোগ সহকারে শুনি। বিকেল বেলায় মাঠে যাই এবং আমার সমবয়সীদের সঙ্গে খেলা করি। সূর্যাস্তের পূর্বেই বাড়ি ফিরি সূর্যাস্তের পরে কখনো আমি মাঠে থাকি না। তারপর হাত-মুখ ধুই এবং পড়ার টেবিলে যাই। আমি রাত দশটা পর্যন্ত পাঠ তৈরি করি। তারপর মা-বাবা, ভাই ও বোনের সঙ্গে রাতের খাবার খাই। আমি কখনো অধিক রাত পর্যন্ত জেগে থাকি না। আমি রাত এগারোটায় ঘুমাতে যাই এবং গভীর ঘুম ঘুমাই। ছুটির দিন ছাড়া আমি পাঠ তৈরি, শ্রেণিতে উপস্থিতি এবং খেলায় অংশগ্রহণ করে দিন কাটাই।