আমাদের জন্মভূমি
বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এ দেশ ১৯৭১ সালে স্বাধীন হয়। হাজার হাজার লোক স্বাতীনতায় তাদের জীবন উৎসর্গ করেছিল। এ দেশ বিশ্বের অন্যতম সেরা ও সুন্দর দেশ। এ দেশটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত। বাংলাদেশের তিন দিকের সীমান্তে রয়েছে ভারত এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। ঢাকা আমাদের রাজধানী শহর। এর স্থলভাগের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.। এটি একটি জনবহুল দেশ। মোট জনসংখ্যা ১৩০ মিলিয়নের বেশি এবং প্রতি বর্হ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব ৫৮৭০ জন। আমাদের দেশ মূলত কৃষিপ্রধান। অধিকাংশ লোক কৃষক। এখানে বিভিন্ন প্রকার ফসল যেমন ধান, পাট, আখ ইত্যাদি জন্মে। পদ্মা, মেঘনা, যমুনা আমাদের প্রধান নদী। আমাদের বিখ্যাত কবিরা হলেন কাজী নজরুল ইসলাম, মাইকেল মদুসূদন দত্ত, জসীম উদ্দিন এবং জীবনানন্দ দাশ। নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি বাংলাদেশ সবুজ গাছপালা সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। সুন্দরবন আমাদের একমাত্র ম্যানগ্রোভ বন। আমাদের কক্সবাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত। সুন্দরবন, কুয়াকাটা, জাফলং, লালমাই-ময়নামতি বাংলাদেশের পর্যটন স্থানগুলোর মধ্যে আকর্ষণীয়। আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। তবে, দারিদ্র্য এদেশের একটি বড় সমস্যা।
Very big
ReplyDeleteVery big
ReplyDeleteNice
ReplyDeletehelpfull
ReplyDeleteWhy did you post this
ReplyDeleteThanks it is very helpful
ReplyDelete