নোবেল পুরস্কার : ২০২১
প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সেই হিসাবে ৪ অক্টোবর ২০২১ শুরু হয়ে নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পালা শেষ হয় ১১ অক্টোবর।
২০২১ সালে চিকিৎসাবিজ্ঞান ও শারীরবিদ্যায় নোবেল বিজয়ীর নাম :
চিকিৎসাবিজ্ঞান ও শারীরবিদ্যায় ২০২১ সালে যৌথভাবে নোবেল বিজয়ী হয়েছেন দুজন।
- যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী – ডেবিড জুলিয়াস
- লেবাননের বিজ্ঞানী – আর্ডেম পাটাপুটিয়ান
২০২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম :
পদার্থবিজ্ঞানে ২০২১ সালে যৌথভাবে নোবেল বিজয়ী হয়েছেন ৩ জন।
- জাপানের বিজ্ঞানী – সুকোরো মানাবে
- জার্মানির বিজ্ঞানী – ক্লাউস হাসেলম্যান
- ইতালির বিজ্ঞান – জর্জিও পারিসিকে।
২০২১ সালে রসায়নে নোবেল বিজয়ীর নাম :
রসায়নে ২০২১ সালে যৌথভাবে নোবেল বিজয়ী হয়েছেন ২ জন।
- জার্মানির বিজ্ঞানী – বেঞ্জামিন লিস্ট
- যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী – ডেভিড ম্যাকমিলান
২০২১ সালে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম :
সাহিত্যে ২০২১ সালে নোবেল বিজয়ী হয়েছেন :
- তানজানিয়ার ঔপন্যাসিক – আবদুলরাজাক গুরনাহ
২০২১ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম :
শান্তিতে ২০২১ সালে যৌথভাবে নোবেল বিজয়ী হয়েছেন দু’জন।
- ফিলিপাইনের সাংবাদিক – মারিয়া রেসা
- রাশিয়ার সাংবাদিক – দিমিত্রি মুরাতভ
উল্লেখ্য যে ১৯৩৫ সালে জার্মান সাংবাদিক ‘কার্ল ফন অসিয়েতস্কি’র পর এবারই প্রথম শান্তিতে নোবেল পেলেন দুজন সাংবাদিক।
২০২১ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম :
অর্থনীতিতে ২০২১ সালে যৌথভাবে নোবেল বিজয়ী হয়েছেন তিনজন।
- যুক্তরাষ্ট্রের বার্কলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক – ডেবিড কার্ড
- যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড গ্যাজুয়েট স্কুল অব বিজনেসের অর্থনীতি বিভাগের অধ্যাপক – গুইডো ডব্লিউ ইমবেনস
দ্য নোবেল ইনস্টিটিউটের ব্যাখ্যা : এই তিনজন অর্থনীতিবিদ শ্রবাজার এবং প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষা থেকে কী ধরনের কার্যকারণ সম্পর্ক নিরূপণ করা যায়, সে বিষয়ক নতুন অন্তদৃষ্টির সন্ধান দিয়েছেন।