নৈতিকতা
মানুষের জীবনবোধের সঙ্গে নৈতিকতার একটি অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নৈতিক কথাটি নীতির সাথে সম্পর্কযুক্ত। ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে নৈতিক মূল্যবোধ ছাড়া কোনো মানুষই সকলের শ্রদ্ধা ও বিশ্বস্ততা লাভ করতে পারে না। নৈতিক মূল্যবোধের বিষয়টি শুভবোধ, সৎ চিন্তা, সততা ও নির্লোভ জীবন পদ্ধতির সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি জীবনে সত্য কথা বলাকে অভ্যাসে পরিণত করতে পারেনি তার মধ্যে নৈতিক মূল্যবোধ আশা করা যায় না। পরোপকার করতে যার মন কাঁদে, লোভের বশবর্তী হয়ে যে অন্যের অধিকার হরণ করে তার মধ্যে সুনীতি আশা করা যায় না। মানুষের সাধনা মনুষ্যত্ব অর্জনের সাধনা। সেই সাধনার লক্ষ্যে পৌঁছাতে মানুষকে এমন কিছু বিশেষ গুণাবলি অর্জন করা উচিত যা তাকে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত অনুচিত বিচার করার শক্তি দেয় এবং মন্দ, অন্যায় ও অনুচিত কাজকে পরিহার করে নৈতিক আদর্শের অনুবর্তী করে তোলে। নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ স্বভাবতই উত্তম চরিত্রের হয়ে থাকে। সমাজে দরকার আলোকিত মানুষ, যাঁরা নিজেরা আলোকিত এবং সমাজকেও আলোকিত করে। তাই সুন্দর সমাজের প্রয়োজনে নৈতিক মূল্যবোধের গুরুত্ব অসীম। একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আদর্শ সমাজ বিনির্মাণের তাগিদে আমাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধের জাগরণ ঘটানো জরুরি।
Ai Rochona gula Ki vaba download korbo
ReplyDelete