ফার্মাসিস্ট পরীক্ষার প্রস্তুতি
C-Grade
পর্ব - ২
নাগরিক জীবনের মৌলিক চাহিদা কয়টি? - ৫ টি (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা।)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কয়টি বিভাগে বিভক্ত? - ২ টি (১. স্বাস্থ্য সেবা বিভাগ এবং ২. স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ)
পিসিবি এর পূর্ণরূপ কি? - ফার্মেসী কাউন্সিল অফ বাংলাদেশ।
কমিউনিটি ক্লিনিক প্রায় কতজন লোককে সেবা দিয়ে থাকে? - প্রায় ৬,০০০ জনকে।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র প্রায় কতজন লোককে সেবা দিয়ে থাকে? - প্রায় ৩০,০০০ জনকে।
আইএমসিআই(IMCI) এর পূর্ণরুপ কি? - ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস।
ইপিআই (EPI) এর পূর্ণরুপ কি? - এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন।
এমডিজি (MDG) এর পূর্ণরুপ কি? - মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস।
এসডিজি (SDG) এর পূর্ণরুপ কি? - সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস।
২০১৫ সালের ২৫ শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ এসডিজি'র কয়টি লক্ষ্য গ্রহণ করে? - ১৭ টি।
ঔষধের উৎস কয়টি ও কি কি? - ২ টি (১) স্থানীয় উৎপাদন ৯৫-৯৮%, (২) আমদানি ২-৫%)
বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কি ধরনের সংস্থা? - স্বায়ত্তশাসিত
সিএমএসডি (CMSD) এর পূর্ণরূপ কি? - সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো।
ফার্মাসিস্টদের জন্য কোড অফ ইথিকস কত সালে গ্রহণ করা হয়? - ২৭ অক্টোবর, ১৯৯৪ সাল।
জিডিপি (GDP) এর পূর্ণরূপ কি? - গুড ডিসপেন্সিং প্রাকটিস।
মৃতদেহ সংরক্ষণের জন্য মমি তৈরির কৌশল আবিষ্কার করেন কে? - ইমহোটেপ
ইমহোটেপ কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন? - খ্রিস্টপূর্ব প্রায় ২৭২৫ সালে মিশরে।
সম্রাট শেন নাং রচয়িত গ্রন্থের নাম কি? - পেনটি- সাও ( Pen-ti- Sao)
কাকে চীনের কৃষির জনক বলা হয়? - সম্রাট শেন নাং
‘চরক সংহিতা’ বইটি কার লেখা? - চরক
আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম বইয়ের নাম কি? - ‘চরক সংহিতা’
ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলা হতো কাকে? - চরক কে।
সর্বপ্রথম কে চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচার প্রবর্তন করেন? - শুশ্রুত
হিপোক্রাটিস্ কত সালে জন্মগ্রহণ করেন? - খ্রীস্টপূর্ব ৪২৫ সালে গ্রিসে।
হিপোক্রেটিস এর লিখিত বইয়ের নাম কি? - ম্যাটেরিয়া মেডিকা
ডিওসকোরাইডিস এর লিখিত বইয়ের নাম কি? - ‘দ্য মেটেরিয়া মেডিকা’
ডিওসকোরাইডিস কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? - ৩০ খ্রিস্টাব্দে তুরস্কে।
বিখ্যাত চিকিৎসক গ্যালেন কত সালে জন্মগ্রহণ করেন? - ১৩০ খ্রিস্টাব্দে
ইউরোপের বিজ্ঞানীরা আল রাজীকে কি নামে ডাকতো? - ‘রাজেশ’
আল রাজী কত সালে জন্মগ্রহণ করেন? - ৮৬৫ খ্রিস্টাব্দে
শরীরের রোগ বিকাশের প্রথম ধাপ কী? - জ্বর
'কিতাব আল মনসুরি' গ্রন্থটি কার লেখা? - আল রাজী
ইবনে সিনা কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? - ৯৮০ খ্রিস্টাব্দে পারস্যে।
বিখ্যাত গ্রন্থ 'কানুন' কার লেখা? - ইবনে সিনা
WHO এর পূর্ণরূপ কি? - World Health Organisation.
JICA (জাইকা) এর পূর্ণরূপ কি? - Japan International co-operation Agency.
বাংলাদেশ সরকার নিবন্ধিত কতটি এন.জি.ও কাজ করে? - প্রায় ৪০০
বিসিডিএস (BCDS) এর পূর্ণরূপ কি? - বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিষ্ট সমিতি
ভোক্তার অধিকার রক্ষার আইন কত সালে পাশ হয়? - ২০০৯ সালে।
ঔষধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ কত সালে পাশ হয়? - ১৯৮২ সালে।
দেহের গঠন ও কার্যক্রমের একক কি? - কোষ
মানবদেহ কয়টি তন্ত্র নিয়ে গঠিত? - ৯ টি।
কোষ কয়টি অংশ নিয়ে গঠিত? - ৩ টি। (কোষ আবরণী, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্র।)
মানবদেহের কলা কয় প্রকার? - ৪ প্রকার। (১) আবরণী কলা, (২) সংযোজন কলা, (৩) পেশী কলা, (৪) স্নায়ুকলা।
হজমকৃত খাদ্য শোষণ করা মানবদেহের কোন তন্ত্রের কাজ? - পরিপাকতন্ত্র
বংশবৃদ্ধি রক্ষা করা মানবদেহের কোন তন্ত্রের কাজ? - প্রজননতন্ত্র।
রক্ত এক ধরনের কি কল? - তরল যোজক কলা
যে সকল গ্রন্থি হতে হরমোন নিঃসৃত হয় তাদেরকে কি গ্রন্থি বলে? - অন্তক্ষরা গ্রন্থি।
মস্তিষ্ক মানবদেহের কোন তন্ত্রের অংশ? - স্নায়ুতন্ত্র
কিডনি ও মূত্রথলি মানবদেহের কোন তন্ত্রের অংশ? - রেচনতন্ত্র।
অণুজীব কে কয় শ্রেণীতে বিভক্ত করা হয়? - ৫ ভাগে। (ক) ব্যাকটেরিয়া, (খ) ভাইরাস, (গ) ইস্ট এবং ছত্রাক, (ঘ) প্রোটোজোয়া, (ঙ) রিকেটসিয়া এবং বেডসোনিয়া।
একটি ব্যাকটেরিয়া কয়টি অংশ নিয়ে গঠিত হয়? - ৬ টি
কোষপ্রাচীরের বাইরে পুরু ও পিচ্ছিল পদার্থের যে আবরণী থাকে তাকে কি বলে? - ক্যাপসুল।
সাইটোপ্লাজমকে আবদ্ধ করে যে জড় প্রাচীর থাকে কি বলে? - কোষ প্রাচীর
টিউবারকুলোসিস শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে কোন রোগের বিস্তার ঘটায়? - যক্ষ্মা রোগের।
সালমোনেলা টাইফি পানি দ্বারা বাহিত হয়ে কোন রোগের বিস্তার ঘটায়? - টাইফয়েড রোগের।
যৌন সঙ্গমের মাধ্যমে কোন রোগ সংক্রমিত হয়? - গনোরিয়া ও সিফিলিস রোগ।
ভাইরাস এর আভিধানিক অর্থ কি? - বিষ
ভাইরাস কিসের সমন্বয়ে গঠিত? - নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন।
ভাইরাস কে দেখতে কি ধরনের যন্ত্রের প্রয়োজন হয়? - ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র।
১ মিলিমিটার = কত মাইক্রন? - ১০০০ মাইক্রন।
রেবিস (Rabies) ভাইরাসের ফলে কি রোগ হয়? - জলাতঙ্ক
ছত্রাক দ্বারা উৎপন্ন রোগকে কি বলে? - মাইকোসিস বলে।
ইস্ট এর আয়তন কত মাইক্রন? - ৫-১০ মাইক্রন।
এন্টামোইবা হিস্টোলাইটিকা প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম কি? - আমাশয়
জন্মের পর পর শিশুদের কি টিকা দিতে হয়? - বিসিজি ও ওপিভি।
মহিলাদের জন্য টিটিনাস টক্সয়েড টিকাদান কয়টি ডোজে দিতে হয়? - ৫ টি
কোন ব্যাকটেরিয়ার আক্রমণে সিফিলিস রোগ হয়? - ট্রেপোনেমা প্যালিডিয়াম
অণুজীব সম্পর্কে আধুনিক ধারণা দেন কে? - ফরাসী বিজ্ঞানী লুই পাস্তর
চিকেন পক্স রোগ কোন ভাইরাসের কারণে হয়? - হারপিস ভাইরাস (Herpes Viruses)
ঔষধ ব্যবস্থাপনা চক্রের ধাপ কয়টি ও কি কি? - ৫ টি (ক) ঔষধ নির্বাচন (খ) ঔষধ ক্রয় (গ)ঔষধ ডিসপেন্সিং, (ঘ) ঔষধ গ্রহণ, (ঙ) ঔষধ ব্যবস্থাপনায় সহযোগিতা
রোগী বা গ্রাহকগণ সরাসরি কোন ঔষধগুলো ক্রয় করতে পারবে? - OTC ( Over the counter) ঔষধ সমূহ।
ঔষধের মূল্য নির্ধারণ কার উপরে দায়িত্ব অর্পণ করা আছে? - ঔষধ প্রশাসন অধিদপ্তর।
মেডিসিন শপে ঔষধ সংরক্ষণের জন্য কয়টি বিষয় প্রভাব ফেলে? - ৪ টি। (ক) তাপমাত্রা (খ) আর্দ্রতা (গ) সরাসরি সূর্যালোক (ঘ) পরিষ্কার পরিছন্নতা
সাধারণত কয়টি প্রধান পথে শরীরে ঔষধ প্রবেশ করানে যায়? - ৪ টি। (ক) এন্টারাল রুট (মুখে খাওয়া), (খ) প্যারেন্টারাল রুট (ইনজেকশনের মাধ্যমে), (গ) টপিক্যাল রুট (সরাসরি চামড়ায়), (ঘ) রেসপিরেটরি রুট (শ্বাশ প্রশ্বাস এর মাধ্যমে)
দুধ পান করার কত ঘন্টা পর সিপ্রোফ্লক্সাসিন সেবন করতে হয়? - দুই ঘন্টা পর।
একটি মডেল ফার্মেসীর মালিকের কয়টি তথ্যাদি থাকা আবশ্যক? - ৪ টি। (ক) জাতীয় পরিচয়পত্র, (খ) ট্যাক্স সনাক্তকরণ নম্বর (টি আই এন), (গ) ট্রেড লাইসেন্স, (ঘ) বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে প্রাপ্ত পেশাগত নিবন্ধন সনদ
ফার্মেসীর ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স কোণ স্থানে রাখতে হবে? - সহজে দৃষ্টিগোচর হয় এরুপ স্থানে।
মডেল ফার্মেসী স্থায়ীভাবে বন্ধ করতে হলে কত দিনের মধ্যে ঔষধ প্রশাসন কে জানাতে হবে? - ৩০ দিন।
দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট পরিবর্তন করতে হলে কত দিনের মধ্যে ঔষধ প্রশাসন কে জানাতে হবে? - ০৭ দিনের মধ্যে।
'এ' ও 'বি' গ্রেড ফার্মাসিস্টদের কত ঘন্টার মডেল মেডিসিন স্থাপন ও পরিচালনার প্রশিক্ষণ নিতে হবে? - ৩০ ঘন্টার।
'সি' গ্রেড ফার্মাসিস্টদের কত ঘন্টার মডেল মেডিসিন স্থাপন ও পরিচালনার প্রশিক্ষণ নিতে হবে? - ৮০ ঘন্টার।
মডেল ফার্মেসীর আয়তন কত হতে হবে? - কমপক্ষে ৩০০ বর্গফুট ও উচ্চতা কমপক্ষে ৮ ফুট।
মডেল ফার্মেসীর চারপাশের তাপমাত্রা কত ডিগ্রী হতে হবে? - ৩০ ডিগ্রী সেলসিয়াসের বেশি নয়।
জিডিপি (GDP) এর পূর্ণরূপ কি? - Good Dispensing Practice.
মডেল মেডিসিন শপের আয়তন কত হতে হবে? - কমপক্ষে ১২০ বর্গফুট ও উচ্চতা কমপক্ষে ৮ ফুট হতে হবে।
OTC এর পূর্ণরূপ কি? - Over- The- Counter
ঔষধ সরবরাহকারী থেকে ক্রয়ের রশিদ বা চালান কতদিন সংরক্ষণে রাখতে হবে? - কমপক্ষে ২ বছর।
নষ্ট ও মেয়াদোত্তীর্ণ ঔষধসমূহ আলাদা রেখে কি চিহ্ন দিয়ে রাখতে হবে? - ‘মেয়াদোত্তীর্ণ ও নষ্ট ঔষধ - বিক্রির জন্য নয়’ লেখা লেবেল দিতে হবে।
মডেল মেডিসিন শপে কাদের কাছে ওষুধ ডিসপেন্সিং বা বিক্রয় হতে বিরত থাকতে হবে? - ১২ বছরের কম বয়সের শিশুদের কাছে।
একটি আদর্শ ব্যবস্থাপত্রে কয়টি তথ্য থাকতে হবে? - ৮ টি। (১) স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম, (২) রোগীর নাম ও বয়স, (৩) তারিখ, (৪) যিনি ওষুধসমূহ লিখেছেন তার নাম, পদবী ও স্বাক্ষর, (৫) ওষুধসমূহের নাম, (৬) ওষুধের ডোজেস ফরম, (৭) ওষুধের ডোজ, কখন এবং দিনে কতবার সেবন করবে, (৮) চিকিৎসা কতদিন চলবে
তৈরি খাবার স্যালাইন দ্রবণ কত ঘন্টার মধ্যেই শেষ করতে হবে? - ১২ ঘন্টার মধ্যে।
মেয়াদোত্তীর্ণ ঔষুধের জন্য কি কি তথ্য নথিতে থাকা উচিত? - ৫ টি। (১) ওষুধের নাম, (২) ডোজেস ফর্ম এবং স্ট্রেন্থ, (৩) পরিমাণ, (৪) উৎপাদন ব্যাচ নং, (৫) মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ
কিভাবে নকল ওষুধ সনাক্ত করবেন? - যেসব বিষয় দেখে নকল ওষুধ সনাক্ত করবেন তা নিম্নরুপঃ (১) মূল্য, (২) সরবরাহের উৎস, (৩) মেয়াদোত্তীর্ণের তারিখ, (৪) ব্যাচ নম্বর, (৫) প্যাকেটের সাইজ ও রং (৬) ট্যাবলেটের গঠন।
নকল ওষুধ সনাক্ত করে কোথায় রিপোর্ট করতে হবে? - (১) ঔষধ প্রশাসনের প্রতিনিধি (ড্রাগ ইন্সপেক্টর / সুপারিন্টেন্ডেন্ট) (২) সরবরাহকারী / উৎপাদনকারী (৩) জেলা ড্রাগ কমিটির প্রধান সিভিল সার্জন ও উপজেলা ড্রাগ কমিটির প্রধান - উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
ইনসুলিন রক্তে কি কমায়? - গ্লুকোজ
দীর্ঘদিন ব্যাথানাশক সেবন করলে কিডনিতে কি ইফেক্ট পড়তে পারে? - Analgesic Nephropathy.
কারা ওষুধের বিরুপ প্রতিক্রিয়ার ক্ষেত্রে বেশি ঝুকিতে আছেন? - (ক) যাদের বয়স ৬০ বছরের বেশি, (খ) যারা একই সাথে অনেক গুলো ওষুধ সেবন করেন, (গ) যারা নতুন আবিষ্কৃত ওষুধ সেবন করছেন (যেমন- এইচআইভি এর ওষুধ), (ঘ) গর্ভবতী মা, (ঙ) ধুমপায়ী, (চ) মাদক সেবনকারী।
যোগাযোগ প্রধানত কয় ধরনের? - ২ ধরনের। (১) মৌখিক যোগাযোগ ও (২) কথোপকথনবিহীন যোগাযোগ।
ঔষধ প্রশাসন অধিদপ্তর এর ওয়েব পেইজ কি? - www.dgda.gov.bd.
পর্ব 2 পাইছি,
ReplyDelete