সাধারণ জ্ঞান : ফার্মাসিস্ট পরীক্ষার প্রস্তুতি - ৩

ফার্মাসিস্ট পরীক্ষার প্রস্তুতি
C-Grade
পর্ব - ৩

ঔষুধের বিরুপ প্রতিক্রিয়া কত প্রকার? - ৫ প্রকার। (টাইম- এ, বি, সি, ডি, ই)

DRABC এর পূর্ণরূপ কি? - D= Danger, R= Response, A= Airway, B=Breathing, C= Circulation.

CRP এর পূর্ণরূপ কি? - Cardio Palmonary Resuscitation.

পুড়ে যাওয়ার তীব্রতা অনুযায়ী পোড়া কত প্রকার? - ৩ প্রকার।

পোড়া জায়গাতে কি কি লাগানো যাবে না? - চর্বি, চিনি বা রান্নার তেল।

হাড়ভাঙ্গা সাধারণত কত প্রকার? - ২ প্রকার। (১) সাধারণ হাড়ভাঙ্গা, (২) জটিল হাড়ভাঙ্গা।

মোট দুর্ঘটনাজনিত মৃত্যুর কত % পানিতে ডুবে মারা যায়? - ৭%।

বাংলাদেশে ১ থেকে ৪ বছরে শিশুদের মধ্যে সকল মৃত্যুর শতকরা কত ভাগ পানিতে ডুবে মারা যায়? - শতকরা ৪৩ ভাগ।

সার্জিক্যাল ড্রেসিংসমূহকে কয় ভাগে ভাগ করা হয়? - ৫ ভাগে।

প্রস্তুত প্রণালী অনুযায়ী ব্যান্ডেজকে কয় ভাগে ভাগ করা যায়? - ৪ ভাগে।

প্লাষ্টার কিসের ফেব্রিক? - আঠাযুক্ত তুলার ফেব্রিক।

সার্জিক্যাল সুচারস কয় ধরনের হয়? - ২ ধরনের। (ক) শোষণযোগ্য এবং (খ) অশোষণযোগ্য।

সবচেয়ে বেশি ব্যবহ্রত চিকিৎসা পদ্ধতি কোনটি? - এলোপ্যাথি (Allopathy)

জার্মানিতে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন কে? - ডাঃ হানিম্যান।

বাংলাদেশে কয়টি ইউনানি ডিপ্লোমা কলেজ আছে? - ১১ টি।

বাংলাদেশে কয়টি আয়ুর্বেদ ডিপ্লোমা কলেজ আছে? - ৭ টি।

বাংলাদেশে কয়টি হোমিওপ্যাথিক ডিপ্লোমা কলেজ আছে? - ৩৮ টি।

গ্রাহক মূল্যায়নের ধাপসমূহ কয়টি? - ৪ টি।

মেডিকেশন কে কয়টি ভাগে ভাগ করা যায়? - ৫ টি।

মাদক নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ হয়? - ১৯৯০ সালে।

অনেক ঐতিহাসিকের মতে প্রথম ফার্মাসিস্ট কে ছিলেন? - গ্যালেন।

কোন সংস্থার বাজেটের ৭০% আসে বিভিন্ন সরকারি অনুদান থেকে? - UNICEF

"পেন-টি-সাও" কোন দেশীয় ওষুধ বিষয়ক বই? - চীন।

কেন দেশের বিজ্ঞানীরা চরককে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করেন? - ইউরোপ।

ডিওকোরাইডিস লিখিত বইয়ের নাম কি? - দ্যা মেটেরিয়া মেডিকা।

আল-কেমি বলা হতো কাকে? - রসায়ন।

হ্যানিম্যান কোন শতকে হোমিওপ্যাথির ধারণা দেন? - অষ্টাদশ।

কোন ধরনের কলা দেহের বিভিন্ন অঙ্গের সাথে বা একই অঙ্গের বিভিন্ন অংশের সাথে সংযোগ স্থাপন করে? - সংযোজক।

ছত্রাক দ্বারা উৎপন্ন রোগকে কি বলে? - মাইকোসিস।

জিয়ারডিয়া ল্যামব্লিয়া জীবানু কোন রোগ সৃষ্টির জন্য দায়ী? - আমাশয়।

উপাদান প্রস্তুত প্রণালী ও ব্যবহারের উপর ভিত্তি করে সার্জিক্যাল ড্রেসিংসমূহকে কত ভাগে ভসগ করা হয়? - ৫ ভাগে।

আয়োডোর্ম গজে আয়োডোর্মের পরিমাণ কত? - @ ৪-৬%

আঠাযুক্ত তুলার ফেব্রিক কোনটি? - প্লাস্টার।

মেডিকেশন এরর বা ওষুধ গ্রহণ সম্পর্কিত ভুলের সাধারণ প্রকারভেদ কয়টি? - ৫ টি।

ওষুধের যৌক্তিক ব্যবহারের উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? - নাইরোবী।

সাধারণ কয়টি কারণে ওষুধের অযৌক্তিক ব্যবহার হয়ে থাকে? - ৬ টি।

মানবদেহ মোট কতটি তন্ত্র নিয়ে গঠিত? - ৯ টি।

ওষুধ ব্যবস্থাপনা চক্রের ধাপ কয়টি? - ৫ টি।

যে সকল ওষুধ প্রেসক্রিপশন ছাড়া সরাসরি বিক্রয় করা যায় তাদেরকে কি বলে? - ও. টি. সি মেডিসিন।

ওষুধের বিরুপ প্রতিক্রিয়া কত ধরনের হতে পারে? - পাঁচ ধরনের।

ফার্মেসীর ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স কোথায় রাখতে হয়? - ফার্মেসীর ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স সহজে দৃষ্টিগোচর হয় এরুপ স্হানে রাখতে হয়।

প্রতিটি মডেল ফার্মেসি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত কোন গ্রেড এর ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত হবে? - প্রতিটি মডেল ফার্মেসি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত ‘’এ’’ গ্রেড এর ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত হবে।

মডেল ফার্মেসীতে কর্মরত ওষুধ ডিসপেন্সার (Dispenser)/বা ফার্মাসিস্ট অবশ্যই একজন দায়িত্ব প্রাপ্ত কোন গ্রেডের ফার্মাসিস্টের তত্বাবধানে কাজ করবেন? - মডেল ফার্মেসীতে কর্মরত ওষুধ ডিসপেন্সার (Dispenser)/বা ফার্মাসিস্ট অবশ্যই একজন দায়িত্ব প্রাপ্ত “এ” গ্রেডের ফার্মাসিস্টের তত্বাবধানে কাজ করবেন।

মডেল ফার্মেসীতে ডিসপেন্সিং এর কতটি প্রয়োজনীয় উপকরণ অবশ্যই থাকতে হবে? - ৫ টি প্রয়োজনীয় উপকরণ অবশ্যই থাকতে হবে। যথাঃ (ক) কাউন্টিং ট্রে, (খ) স্প্যাচুলা, (গ) ওষুধ মাপার যন্ত্র (Weighing Balance/Scale), (ঘ) হামানদিস্তা ও নোড়া (মর্টার পেস্টল), (ঙ) শরীরের ওজন মাপার যন্ত্র।

যদি মডেল ফার্মেসি সাময়িক বা স্হায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় - সেক্ষেত্রে কয়দিনের মধ্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করতে হবে যে উক্ত ফার্মেসি বন্ধ হয়ে যাচ্ছে? - ৩০ দিনের মধ্যে।

যদি উক্ত মডেল ফার্মেসি কত বছর বা তার বেশি সময়ের জন্য বন্ধ থাকে তবে পূনরায় ফার্মেসিকে সচল করার জন্য ওষুধ প্রশাসনে নতুনভাবে আবেদন করতে হবে? - ১ বছর।

ফার্মেসিতে দায়িত্বপ্রাপ্ত অনুমোদিত কর্মীদের ক্ষেত্রে কোন পরিবর্তন হলে বা দায়িত্বরত ফার্মাসিস্টকে তার চুক্তি হতে অব্যাহতি দিলে তা ওষুধ প্রশাসন অধিদপ্তরকে কয় দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করতে হবে? - ৭ দিনের মধ্যে।

সকল “এ” গ্রেড ফার্মাসিস্ট যারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কতৃক অনুমোদিত কত ঘন্টার মডেল ফার্মেসি স্হাপন ও পরিচালনার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষ করবেন তারা মডেল ফার্মাসিতে কাজের যোগ্য বলে বিবেচিত হবেন? - ৩০ ঘন্টার।

সকল “সি” গ্রেড ফার্মাসিস্ট (ফার্মেসি টেকনিশিয়ান) যারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কতৃক অনুমোদিত কত ঘন্টার মডেল ফার্মেসি স্হাপন ও পরিচালনার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষ করবেন তারা” এ'' গ্রেড ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত মডেল ফার্মেসিতে কাজ করতে পারবেন? - ৮০ ঘন্টার।

মডেল ফার্মেসির আয়তন কমপক্ষে কত বর্গফুট ও উচ্চতা কমপক্ষে কত ফুট হতে হবে? - মডেল ফার্মেসির আয়তন কমপক্ষে ৩০০ বর্গফুট ও উচ্চতা কমপক্ষে ৮ ফুট হতে হবে।

মডেল ফার্মেসির তাপমাত্রা নিয়ন্ত্রণ - যথেষ্ট পরিমাণ এয়ার কন্ডিশনার থাকা আবশ্যক যাতে চারপাশের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয়? - ৩০ ডিগ্রি।

ফার্মেসির অভ্যন্তরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কি সিস্টেম থাকা আবশ্যক? - রুম থার্মোমিটার।

কত বছরের নিচের শিশুদের কাছে ওষুধ ডিসপেন্স বা বিক্রয় থেকে বিরত থাকতে হবে - ১২ বছরের নিচের।

টিকা/ভ্যাকসিন সংরক্ষণকালে অবশ্যই কি চেইন বা কি গাইডলাইন মেনে সংরক্ষণ করতে হবে? - টিকা/ভ্যাকসিন সংরক্ষণকালে অবশ্যই কোল্ড চেইন বা নির্ধারিত গাইডলাইন মেনে সংরক্ষণ করতে হবে।

Prescription only ও Over the Counter (OTC) সকল ওষুধ সরবরাহকারী/উৎপাদক থেকে ক্রয়ের রসিদ ও চালানসমূহ মডেল ফার্মেসির স্বয়ংক্রিয় (কম্পিউটারভিত্তিক) ব্যবস্থায় সংরক্ষণ করতে হবে এই রসিদ ও চালানসমূহের কপি ফার্মেসিতে কমপক্ষে কত বছর সংরক্ষণ করতে হবে? - ২ বছর।

ডিসপেন্সিংকৃত সকল ওষুধ বিশেষ করে এন্টিবায়োটিক বিক্রয়ের তথ্য কাদের কর্তৃক অনুমোদিত রেজিস্টারে লিখে রাখতে হবে? - ডিসপেন্সিংকৃত সকল ওষুধ বিশেষ করে এন্টিবায়োটিক বিক্রয়ের তথ্য “ঔষধ প্রশাসন অধিদপ্তর” কর্তৃক অনুমোদিত রেজিস্টারে লিখে রাখতে হবে।

মডেল ফার্মাসিতে কি কি তথ্য সংরক্ষণ করতে হবে? - মেয়াদোত্তীর্ন পণ্যের তথ্য অবশ্যই সংরক্ষণ করতে হবে, এবং মডেল ফার্মাসিতে অবশ্যই সকল পরিদর্শনের নথি সংরক্ষণ করতে হবে।

মডেল ফার্মাসিতে অবশ্যই ওষুধ প্রসাশন অধিদপ্তর কতৃক অনুমোদিত ওষুধের কি ফর্ম সংরক্ষণ করতে হবে? - মডেল ফার্মাসিতে অবশ্যই ওষুধ প্রসাশন অধিদপ্তর কতৃক অনুমোদিত ওষুধের বিরুপ প্রতিক্রিয়া ফর্ম (ADR Reporting From) ফর্ম সংরক্ষণ করতে হবে।

মডেল মেডিসিন শপের আয়তন কমপক্ষে কত বর্গফুট ও উচ্চতা কমপক্ষে কত ফুট হতে হবে? - মডেল মেডিসিন শপের আয়তন কমপক্ষে ১২০ বর্গফুট ও উচ্চতা কমপক্ষে ৮ ফুট হতে হবে।

মডেল মেডিসিন শপের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে না? - ৩০ ডিগ্রি বেশি।

ফার্মেসীর ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স কোথায় রাখতে হয়? - ফার্মেসীর ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স সহজে দৃষ্টিগোচর হয় এরুপ স্হানে রাখতে হয়।

মডেল ফার্মেসিতে কি কি যন্ত্রপাতি বা উপকরণ থাকতে হয়? - মডেল ফার্মেসিতে এই উপকরণ গুলো থাকা উচিত : কাউন্টিং ট্রে, স্প্যাচুলা, ওষুধ মাপার যন্ত্র, হামানদিস্তা ও নোড়া, শরীরের ওজন মাপার যন্ত্র।

নষ্ট ও মেয়াদোত্তীর্ন ওষুধসমূহ আলাদা করে, নথিভুক্ত করে, নির্দিষ্ট পাত্রে সীল করে উপরে কি কালি দিয়ে “মেয়াদোত্তীর্ণ ও নষ্ট ওষুধ –বিক্রির জন্য নয়” লেখা লেবেল দিতে হবে? - লাল কালি দিয়ে।

মডেল ফার্মেসীতে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কিসের ব্যবস্থা থাকতে হবে? - মডেল ফার্মেসীতে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য “Exhaust Fan” এর ব্যবস্থা থাকতে হবে।

কোন কর্মী দ্বারা ওষুধ ডিসপেন্সিং করার যাবে না? - সংক্রামক রোগে আক্রান্ত (যেমন –চুলকানি, যক্ষ্মা, কুষ্ঠ রোগী) এমন কর্মী দ্বারা ওষুধ ডিসপেন্সিং করা যাবে না।

সকল চিকিৎসা সরন্জ্ঞাম ও যন্ত্রপাতি কোন পণ্য থেকে আলাদা শেলফে মজুদ রাখতে হবে এবং “চিকিৎসা সরন্জ্ঞাম ও যন্ত্রপাতি” লেবেল লাগাতে হবে? - সকল চিকিৎসা সরন্জ্ঞাম ও যন্ত্রপাতি “থেরাপিউটিক” পণ্য থেকে আলাদা শেলফে মজুদ রাখতে হবে এবং “চিকিৎসা সরন্জ্ঞাম ও যন্ত্রপাতি” লেবেল লাগাতে হবে।

মডেল ফার্মেসীতে কোন চিকিৎসক থাকা/বসা ও ল্যাবরেটেরি সেবা দেয়ার ব্যবস্থা থাকা অনুমোদিত কি আছে? - মডেল ফার্মেসীতে কোন চিকিৎসক থাকা/বসা ও ল্যাবরেটেরি সেবা দেয়ার ব্যবস্থা থাকা অনুমোদিত নয়।

ওষুধ ক্রয়ের তথ্য সংরক্ষনের জন্য একটি রেজিস্টার থাকবে যাতে কমপক্ষে কতটি তথ্যগুলো থাকবে? - চারটি তথ্যাদি থাকবে - (ক) সরবরাহকারীর নাম, (খ) ক্রয়ের তারিখ, (গ) ওষুধের নাম ও পরিমাণ, (ঘ) উৎপাদনকারীর নাম, ব্যাচ নম্বর ও মেয়াদোত্তীর্ণ তারিখ।

ডিসপেন্সিংকৃত প্রতিটি প্রেসক্রিপশন/ব্যবস্হাপত্রের জন্য নিম্নলিখিত কতটি তথ্য সংরক্ষণ করতে হবে - ৫ টি তথ্য সংরক্ষণ করতে হবে। যথা :- (ক) প্রতিটি এন্টির ক্রমিক নম্বর, (খ) বিক্রির তারিখ, (গ) প্রেসক্রিপশনকারীর নাম/কোড নম্বর, ঠিকানা, (ঘ) রোগীর নাম ও অবস্থা, (ঙ) ওষুধের নাম ও সরবরাহকৃত ওষুধের পরিমাণ

মানবদেহ বিভিন্ন ধরনের কতগুলো কি নিয়ে গঠিত? - মানবদেহ বিভিন্ন ধরনের কতগুলো কোষ(Cell) নিয়ে গঠিত।

কোষ হল দেহের গঠন ও কার্যক্রমের কি? - কোষ হল দেহের গঠন ও কার্যক্রমের একক।

একই রকমের গঠন ও কাজসম্পন্ন কতগুলো কোষ মিলে কি তৈরি হয়? - একই রকমের গঠন ও কাজসম্পন্ন কতগুলো কোষ মিলে কলা( Tissue) তৈরি হয়।

অনেকগুলো কলা মিলে আমাদের দেহের কি তৈরি হয়? - অনেকগুলো কলা মিলে আমাদের দেহের অঙ্গ(Organ) তৈরি হয়।

কয়েকটি অঙ্গ ও সহযোগী কলা মিলে কি তৈরি হয়? - কয়েকটি অঙ্গ ও সহযোগী কলা মিলে তন্ত্র তৈরি হয়।

মানবদেহ মোট কয়টি তন্ত্র নিয়ে গঠিত? - নয়টি।

রক্ত ও রক্তসংবহন তন্ত্রের বিভিন্ন ধরনের রক্তনালী কয়টি? - তিনটি।

রক্ত ও রক্তসংবহন তন্ত্রের প্রধান কাজ কি? - রক্ত সন্চ্ঞালন, ভারসাম্য ও যোগাযোগ এদের প্রধান কাজ।

স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত? - মস্তিস্ক (Brain), মেরুরজ্জু (Spiral cord), ও স্নায়ু (Narve) নিয়ে গঠিত।

স্নায়ুতন্ত্রের কাজ কি? - যোগাযোগ, সমন্বয়ে সাধন, ব্যবহার, বুদ্ধি, স্মৃতিশক্তি সংরক্ষণ ইত্যাদি স্নায়ুতন্ত্রের কাজ।

পরিপাক তন্ত্র কি কি অঙ্গ নিয়ে গঠিত? - মুখ, জিহবা, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলাশয় বা কোলন, যকৃত, অগ্নাশয়, পিত্তথলি ও অন্যান্য গ্রন্থিসমূহ নিয়ে পরিপাকতন্ত্র গঠিত।

খাদ্যদ্রব্য গ্রহণ করা, হজম করা ও শোষণ করা, কোন তন্ত্রের কাজ? - খাদ্যদ্রব্য গ্রহণ করা, হজম করা ও শোষণ করা, পরিপাকতন্ত্রের কাজ।

শ্বাসতন্ত্র কাদের সমন্বয়ে গঠিত? - নাক, শ্বাসনালী, ট্রাকিয়া, ফুসফুস, ব্রংকাই ও অ্যালভিওলাই এদের সমন্বয়ে গঠিত।

শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ কোন তন্ত্রের কাজ? - শ্বাসতন্ত্র।

রেচনতন্দ্র কি কি অঙ্গ নিয়ে গঠিত? - কিডনী, মূত্রথলি ও মূত্রনালী এগুলো নিয়ে রেচনতন্ত্র গঠিত।


রেচনতন্ত্রের কাজ কি? - মূত্রের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থসমূহ বের করে দেয়াই রেচনতন্ত্রের কাজ।

রেচনতন্ত্র কি কি অঙ্গ নিয়ে গঠিত? - কিডনী, মূত্রথলি ও মূত্রনালী এগুলো নিয়ে রেচনতন্ত্র গঠিত।

ভবিষ্যৎ বংশধর সৃষ্টি করা কোন তন্ত্রের কাজ কি? - প্রজনন ক্ষমতার মাধ্যমে ভবিষ্যৎ সৃষ্টি করা এই প্রজনন তন্ত্রের কাজ।

টেসটিস্ (Testis) ও অন্যান্য প্রজনন অঙ্গসমূহ নিয়ে কাদের প্রজননতন্ত্র গঠিত হয় - পুরুষদের।

ওভারি ও অন্যান্য অঙ্গ নিয়ে কাদের প্রজননতন্ত্র গঠিত হয় - মহিলাদের।

অন্তক্ষরা গ্রন্থিগুলো কি কি? - নালীবিহীন গ্রন্থিসমূহ যেমন – থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, এড্রেনাল গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি ইত্যাদি।

পেশীতন্ত্র কি কি তন্ত্র নিয়ে গঠিত? - হাত ও পায়ের পেশী, অন্যান্য অঙ্গের পেশী, দেহকান্ডের পেশী এবং হ্রদপেশী নিয়ে পেশীতন্ত্র গঠিত।

পেশীতন্ত্রের প্রধান কাজ কি? - পেশীতন্ত্রের প্রধান কাজ হলো –নড়াচড়া ও চলনে সহায়তা করা।

কঙ্কালতন্ত্র কি নিয়ে গঠিত? - শরীরের হাড়সমূহ নিয়ে কঙ্কালতন্ত্র গঠিত।

কঙ্কালতন্ত্রের কাজ কি? - আমাদের দেহের অবকাঠামো, ভারবহন ও সংরক্ষণ করা কঙ্কালতন্ত্রের কাজ।

কোষের মোট অংশ কয়টি? - তিনটি।

দেহ গঠনের এবং কার্যকারিতার একককে কি বলে? - কোষ (Cell)

কোষ কয়টি অংশ নিয়ে গঠিত? - তিনটি।

কোষ আবরণী কি? - এটি কোষের বহিঃস্থ আবরণ।

সাইটোপ্লাজম জিনিস টা কি -এটা কোথায় থাকে? - সাইটোপ্লাজম – এটি কোষের মাঝের এক ধরনের জটিল ও ঘন তরল পদার্থ।

সাইটোপ্লাজম কয়টি অংশের সমন্বয়ে গঠিত? - ৬ টি অংশ।

Post a Comment (0)
Previous Post Next Post