সাধারণ জ্ঞান : ফার্মাসিস্ট পরীক্ষার প্রস্তুতি - ৪

ফার্মাসিস্ট পরীক্ষার প্রস্তুতি
C-Grade
পর্ব - ৪

প্রাণকেন্দ্র কোথায় থাকে? - প্রাণকেন্দ্র এটি সাইটোপ্লাজমের মাঝে থাকে।

প্রাণকেন্দ্রে মানবদেহের কি থাকে? - প্রাণকেন্দ্রে মানবদেহের ক্রোমোজোম থাকে।

কলা কয় প্রকার? - চার প্রকার।

রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা কোন তন্ত্রের কাজ? - পরিপাকতন্ত্র।

শরীরের পানি এবং এসিড (Acid-base) এর ভারসাম্য রক্ষা করা কোন তন্ত্রের কাজ? - পরিপাকতন্ত্রের।

পানি, ভিটামিন ও খনিজ পদার্থসমূহ শোষণ করা কোন তন্ত্রের কাজ? - পরিপাকতন্ত্র।

দেহে অক্সিজেন সরবরাহ করা এবং কার্বনডাই অক্সাইড শরীর থেকে বের করে দেয়া কোন তন্ত্রের কাজ? - স্বাসতন্ত্রের কাজ।

শরীরের পানি, তাপমাত্রা ও এসিড বেস্ এর ভারসাম্য রক্ষা করা কোন তন্ত্রের কাজ? - স্বাসতন্ত্রের কাজ।

শরীরের রক্ত সঞ্চালনের সাহায্য করে কোন তন্ত্র? - স্বাসতন্ত্র।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কোন তন্ত্রের কাজ? - রক্ত ও রক্ত সংবহনতন্ত্র।

দেহের বিভিন্ন অঙ্গের সাথে অথবা একই অঙ্গের বিভিন্ন অংশের সাথে সংযোগ স্হাপন করা কোন কলার কাজ? - সংযোগ কলা।

শরীরের ভিতরে রক্ত জমাট বাধতে না দেয়া এবং শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাধতে সহায়তা করা কোন তন্ত্রের কাজ? - রক্ত ও রক্তসংবহনতন্ত্র।

পুরুষ ও মহিলাদের সেক্স হরমোন তৈরি করা কোন তন্ত্রের কাজ? - প্রজননতন্ত্রের।

প্রজনন কার্যক্রম ও প্রজনন ক্ষমতা পরিচালনা করা কোন তন্ত্রের কাজ? - প্রজননতন্ত্র।

বংশগতি রক্ষা করা ও প্রজনন কোষ তৈরি করা কোন তন্ত্রের কাজ? - প্রজননতন্ত্র।

পুরুষ ও মহিলাদের যৌন বৈশিষ্ট্যসমূহের উন্নয়ন করা কোন তন্ত্রের কাজ? - প্রজননতন্ত্র।

স্মৃতি সংরক্ষণ করা কোন তন্ত্রের কাজ - স্নায়ুতন্ত্রের।

মানুষের বুদ্ধিমত্তা, বিবেচনা, পরিকল্পনা ও ব্যবহার কার্যক্রম পরিচালনা করা কোন তন্ত্রের কাজ? - স্নায়ুতন্ত্র।

বর্জ্য পদার্থ নিঃসরণ করা কোন তন্ত্রের কাজ? - রেচনতন্ত্রের।

রক্তচাপ নিয়ন্ত্রণ করা কোন তন্ত্রের কাজ? - রেচনতন্ত্রের।

রক্তের কোষ তৈরিতে সহায়তা করা কোন তন্ত্রের কাজ? - রেচনতন্ত্রের।

বিপাক প্রক্রিয়া পরিচালনা করা কোন তন্ত্রের কাজ? - অন্তক্ষরা গ্রন্থিতন্ত্র।

রক্তচাপ নিয়ন্ত্রণ করা কোন তন্ত্রের কাজ? - রেচনতন্ত্রের।

দেহের কাঠামো ধরে ঠিক রাখা, চলাচলে সহায়তা করা, অঙ্গ—প্রতঙ্গ নড়াচড়া ও সন্চ্ঞালনে সহায়তা করা, শরীরের ভারবহন ও সংরক্ষণ করা কোন তন্ত্রের কাজ হতে পারে? - পেশী ও কঙ্কালতন্ত্র।

যে তন্ত্রের মাধ্যমে জটিল খাদ্যদ্রব্য ভেঙ্গে দেহের গ্রহণোপযোগী হয়ে শোষিত হয়, তাকে কোন তন্ত্র বলে? - পরিপাকতন্ত্রে।

শ্বসনতন্ত্রের কাজ কি? - যে তন্ত্রের মাধ্যেমে শ্বাস প্রশ্বাসের সাহায্যে শরীর বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বনডাইঅক্সাইড বায়ুতে নিঃসৃত করে তাকে শ্বসনতন্ত্রের কাজ বলে।

পুরুষ প্রজননতন্ত্র গুলো কি কি? - টেসটিস্ বা শুক্রাশয়, সেমিনাল ভেসিকল, প্রসেস্ট, ক্ষেপণ নালী, ভাস ডেফারেন্স।

মহিলা প্রজননতন্ত্র গুলো কি কি? - ডিম্বাশয়, ফেলোপিয়ান টিউব, জরায়ু, এন্ডোমেট্রিয়াম, সার্ভিক্স।

যে তন্ত্রের সাহায্যে দেহ উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে কোন তন্ত্র? - স্নায়ুতন্ত্রের।

স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কয়টি ও অংশগুলো কি কি? - স্নায়ুতন্ত্রের প্রধান অংশ তিনটি ও অংশগুলো হলো : মস্তিস্ক (Brain), মেরুরজ্জু (spinal cord), বহিঃস্নায়ুতন্ত্র।

রেচনতন্ত্র মূলত কয়টি অঙ্গসমূহ নিয়ে গঠিত এবং অঙ্গসমূহ গুলো কি কি? - রেচনতন্ত্র মূলত “চারটি” অঙ্গসমূহ নিয়ে গঠিত এবং অঙ্গসমূহ গুলো হলো : বৃক্ক (Kidney), মূত্রথলি (Urinary bladder), মূত্রনালী বা ইউরেথ্রা (Urethra), ত্বক (Skin)

যে সকল গ্রন্থি হতে হরমোন নিঃসৃত হয়, তাদেরকে কোন তন্ত্র বলা হয়? - অন্তক্ষরা গ্রন্থিতন্ত্র।

রক্ত হচ্ছে এক ধরনের কি কলা? - রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা।

রক্তে থাকে কি? - রক্তে থাকে রক্তরস।

রক্তের কনিকা কয়টি? - তিনটি।

লোহিত রক্ত কনিকার সংকেত কি? - RBC

শ্বেত রক্ত কনিকার সংকেত কি? - WBC

অনুচক্রিকার রক্ত কনিকার সংকেত কি? - Platelets

পেশীতন্ত্র মোট কয়টি কলার সমন্বয়ে গঠিত ? - তিনটি।

কোন তন্ত্র বাহ্যিক আঘাত থেকে আমাদের রক্ষা করে? - কঙ্কালতন্ত্র।

মানব দেহের কোন তন্ত্র বিভিন্ন অস্থি ও তরুনাস্থি নিয়ে গঠিত? - কঙ্কালতন্ত্র।

এলোপ্যাথি ওষুধের মূল অসুবিধা হল কি? - এর পার্শ্বপ্রকিক্রিয়া আছে।

অষ্টাদশ শতকে কোন জার্মান চিকিৎসক ও রসায়নবিদ হোমিওপ্যাথির ধারণা দেন? - স্যামুয়েল হ্যানিম্যান।

বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ থেকে কোন ওষুধটি তৈরি করা হয়? - হোমিওপ্যাথি।

সুপ্রাচীন এই আয়ুবের্দীয় চিকিৎসাধারার ইতিহাস প্রায় কত বছরের? - প্রায় ৫,০০০ বছরের।

আয়ুর্বেদীয় শাস্ত্রের উৎপত্তি কোথায়? - ভারতবর্ষে।

কোন শাস্ত্র মতে বিশ্বব্রহ্মান্ড যেমন বিভিন্ন উপাদানে তৈরি, তেমনই মানবদেহও বিভিন্ন উপাদানে তৈরি? - আয়ুর্বেদ শাস্ত্র মতে।

আয়ুর্বেদীয় শাস্ত্র মতে যখন কোনো উপাদানে ঘাটতি হয় তখন শরীরে কি হয়? - আয়ুর্বেদীয় শাস্ত্র মতে যখন কোনো উপাদানে ঘাটতি হয় তখন শরীর রোগাক্রান্ত হয়।

আয়ুর্বেদীয় ধারায় চিকিৎসকেরা কি নামে পরিচিত - কবিরাজ বা ‘বৈদ্য’ নামে পরিচিত।

ইউনানী ধারায় চিকিৎসকেরা কি কি নামে পরিচিত? - “হেকিম” বা হাকিম বা “তিব্ব” নামে পরিচিত।

ইউনানী চিকিৎসা ধারাকে সুপ্রতিষ্ঠিত করেন কোন চিকিৎসক? - ইবনে সিনা।

ইউনানী এর উৎপত্তি কি নামে পরিচিত হয়? - গ্রিসের ইউনান প্রদেশে সর্বপ্রথম এই ধারার উৎপত্তি বলে এটি ইউনানী নামে পরিচিত।

ওষুধ হচ্ছে বিশেষ ধরনের কি? - ওষুধ হচ্ছে বিশেষ ধরনের রাসায়নিক যৌগ।

প্যারাসিটামল ট্যাবলেটে কত মি.গ্রা. প্যারাসিটামল থাকে? - ৫০০ মি.গ্রা.

প্রাপ্তবয়স্ক কারও জ্বর বা মাথা ব্যাথা হলে একটি করে কোন ওষুধ দিনে তিন থেকে চার বারের বেশি ব্যবহার করা যাবে না? - প্যারাসিটামল ট্যাবলেট।

জন্ডিসের সময় কেউ যদি প্যারাসিটামল গ্রহণ করে তার কি হতে পারে? - মারাত্মক ক্ষতি।

একজন পূর্ণবয়স্ক ব্যক্তির (১৮ বছর বা অধিক) কোন ধরনের সংক্রমণ (Infection) হলে ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী এমপিসিলিন (৫০০ মি.গ্রা.) কয় ঘন্টা অন্তর অন্তর দিনে ৩ বার খেতে হবে? - এমপিসিলিন ৫০০ মি.গ্রা.।

প্রেসক্রিপশন ছাড়া কোন জাতীয় রোগের এন্টিবায়োটিক ওষুধ বিক্রি করা দন্ডনীয় অপরাধ? - প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক জাতীয় সব ওষুধ যেমন – হার্টের ওষুধ, কিডনী রোগের এ জাতীয় ওষুধগুলো বিক্রি করা মারাত্মক অপরাধ।

প্রেসক্রিপশন ছাড়া কোন কোন ওষুধ ক্রয় বিক্রয় নিষিদ্ধ? - যেমন এন্টিবায়োটিক –জাতীয় ওষুধ – হার্টের ওষুধ, কিডনী রোগের ওষুধ ইত্যাদি।

ভিটামিন সি বেশি খেলে কি হয়? - অপকার।

স্বাস্থ্য সেবায় দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা কয়টি? - তিনটি।

উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলির স্বাস্থ্য বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ (যেমন –উন্নয়নশীল দেশের জন্য প্রায় কত শতাংশ আর অনুন্নত দেশের জন্য প্রায় কত শতাংশ) আসে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলির কাছ থেকে? - উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলির স্বাস্থ্য বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ (যেমন –উন্নয়নশীল দেশের জন্য প্রায় ৫ শতাংশ আর অনুন্নত দেশের জন্য প্রায় ২০ শতাংশ) আসে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলির কাছ থেকে।

স্বাস্থ্য সেবায় দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে? - তিনটি।

মাল্টি ল্যাটেরাল এজেন্সি বা বহুপাক্ষিক সংস্থা কয়টি? - পাচঁটি।

মাল্টি ল্যাটেরাল এজেন্সি বা বহুপাক্ষিক সংস্থা - এই ধরনের অধিকাংশ সংস্থার উৎপত্তি কোথা থেকে হয়? - মাল্টি ল্যাটেরাল এজেন্সি বা বহুপাক্ষিক সংস্থা। এই ধরনের অধিকাংশ সংস্থার উৎপত্তি জাতিসংঘ থেকে হয়।

বাংলাদেশে যেসব বহুমাত্রিক সংস্থা স্বাস্থ্য – সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করছে সেই সংস্থা গুলো কি কি?
সংস্থা গুলো হল :
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (সংক্ষেপে WHO)
  • জাতিসংঘের শিশু তহবিল বা ইউনিসেফ
  • বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক
  • জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ তহবিল বা (UNFPA)
  • জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা (UNDP )

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কি বলা হয় বা কি নামে পরিচিত? - বিশ্ব স্বাস্থ্য সংস্থা – একে বলা হয় জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক আন্তঃসরকার সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাটির প্রধানতম উদ্দেশ্য হচ্ছে কি? - বিশ্ব স্বাস্থ্য সংস্থাটির প্রধানতম উদ্দেশ্য হচ্ছে – “সর্বোচ্চ সম্ভব পর্যায়ে জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করা।

এইডস ও অন্যান্য যৌনবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক প্রকল্পের জন্য কোন সংস্থার বিশেষ ও আলাদা বাজেট রয়েছে? - এইডস ও অন্যান্য যৌনবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক প্রকল্পের জন্য “বিশ্ব স্বাস্থ্য সংস্থার” বিশেষ ও আলাদা বাজেট রয়েছে।

বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি যেসব রোগ নিয়ে নিয়ন্ত্রণ ও সচেতনতামূলক কার্য পরিচালনা করে সে রোগ গুলো কি কি? - রোগগুলো হলো : গোদ রোগ, কালাজ্বর, কুষ্ঠ,যক্ষ্মা, ম্যালেরিয়া, ডেঙ্গু, কৃমি, এইডস।

পরিবেশ, স্বাস্থ্যবিধান, আবহাওয়া পরিবর্তন ইত্যাদি বিষয় নিয়েও সংস্থাটি বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে – সংস্থাটি কোনটি? - বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আন্তর্জাতিক স্বাস্থ্যতত্ত্ব বিষয়ক কর্মশালা, শিশুশ্রম কর্মশালা, শহরের বস্তিগুলোতে স্বাস্থ্যের মান উন্নয়ন ইত্যাদি কাজগুলো কোন সংস্থা করে থাকে? - ইউনিসেফ।

কোন সংস্থাটি তাদের স্বাস্থ্যের সুরক্ষায় তাদের সম্পদের সিংহভাগ খরচ করে থাকে? - ইউনিসেফ।

দরিদ্র দেশগুলিকে সুবিধাজনক শর্তে স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়নের জন্য ঋণ প্রদান করে যা প্রচলিত বানিজ্যিক ব্যাংকগুলি থেকে পাওয়া দুস্কর? - বিশ্ব ব্যাংক।

জনসংখ্যা বৃদ্ধি রোধে কোন সংস্থাটি বিভিন্ন দেশে আর্থিক ও নানাবিধ কারিগরি সাহায্য প্রদান করে থাকে? - UNFPA

কোন সংস্থাটি বাংলাদেশে মূলত প্রজনন স্বাস্থ্য ও মাতৃকালীন স্বাস্থ্য বিষয়ে গুরুত্ব প্রদান করে? - UNFPA

ইউনিসেফ মূলত কাদেরকে নিয়ে বেশি কাজ করে? - শিশুদের নিয়ে।

ইউনিসেফ এর বাজেটের শতকরা কত ভাগ আসে বিভিন্ন সরকারের দান হতে এবং বাকি কত ভাগ আসে ব্যক্তি পর্যায়ের দাতাদের কাছ থেকে? - ইউনিসেফ এর বাজেটের শতকরা ৭০ভাগ আসে বিভিন্ন সরকারের দান হতে এবং বাকি ৩০ ভাগ আসে ব্যক্তি পর্যায়ের দাতাদের কাছ থেকে।

ইউনিসেফের বাজেটের বৃহদাংশ ব্যবহার করা হয় কোন খাতে? - ইউনিসেফের বাজেটের বৃহদাংশ ব্যবহার করা হয় স্বাস্থ্য বিষয়ক খাতে।

কোন সংস্থাটি শিশুদের স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বলে অত্যন্ত দরিদ্র দেশগুলির অনুর্ধ ৫ বছর এর শিশু যাদের স্বাস্থ্য সর্বাধিক ঝুকিপূর্ণ তাদের স্বাস্থ্যের সুরক্ষায় এর সম্পদের সিংহভাগ খরচ করে থাকে? - ইউনিসেফ।

ইউনিসেফ বাংলাদেশে নানাবিধ প্রকল্প পরিচালনা করে থাকে তারমধ্যে কোন অনুষ্ঠান টি রয়েছে? - তারমধ্যে রয়েছে “মিনা কার্টুন”।

স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির মধ্যে বিশ্বব্যাংক মূলত কোন রোগ নিয়ে বেশি মনোযোগী? - এইডস।

বর্তমানে স্বাস্থ্য বিষয়ক ও মানব সম্পদ উন্নয়ন খাতে ব্যাংকটির প্রদত্ত ঋণ বিশ্ব ব্যাংক কতৃক প্রদত্ত মোট ঋণের কত শতাংশ এবং আগামীতে এই ঋণের পরিমাণ কত শতাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে? - বর্তমানে স্বাস্থ্য বিষয়ক ও মানব সম্পদ উন্নয়ন খাতে ব্যাংকটির প্রদত্ত ঋণ বিশ্ব ব্যাংক কতৃক প্রদত্ত মোট ঋণের ২৫ শতাংশ এবং আগামীতে এই ঋণের পরিমাণ ৫০ শতাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

জনসংখ্যা বৃদ্ধি রোধে কোন সংস্থাটি বিভিন্ন দেশে আর্থিক ও নানাবিধ কারিগরি সাহায্য প্রদান করে থাকে? - জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ তহবিল।

কোন স্বাস্থ্য সংস্থা বিভিন্ন উন্নত দেশের সরকার ও বিভিন্ন সংস্থা এমনকি ব্যক্তি পর্যায়ের দাতাদের কাছ থেকেও আর্থিক সাহায্য গ্রহণ করে এবং তাদের বাজেট অনুযায়ী বিভিন্ন উন্নয়নশীল ও অনুন্নত দেশে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক কর্মসূচিতে অর্থ সাহায্য প্রদান করে? - বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ তহবিল এই সংস্থাটির মোট বাজেটের শতকরা কত ভাগ অর্থ ব্যবহার করা হয় কারিগরি সুবিধা প্রদানে? - ৫০-৬০

জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ তহবিল এই সংস্থাটি তার বাজেটের শতকরা কত ভাগ অর্থ প্রদান করে অনুন্নত দেশগুলিতে? - ৭০ ভাগ।

জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ তহবিল এই সংস্থাটি কোন সাল থেকে বাংলাদেশ সরকারের সাথে কাজ করে আসছে? - ১৯৭৪ সালে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি এই সংস্থাটির শতকরা কত ভাগ অর্থ প্রদান করা হয় স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক খাতে? - ২০ ভাগ।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি এই সংস্থা বাংলাদেশের কোন রোগে আক্রান্ত ব্যাক্তিদের বিভিন্ন স্বাস্থ্যসেবা সেবা প্রদান করে? - এইডস রোগে আক্রান্ত।

বাংলাদেশে কর্মরত দ্বি-পাক্ষিক সংস্থাগুলির মধ্যে মূল ভূমিকা পালন করে মোট কয়টি সংস্থা? - চারটি।

USAID – মূলত কোন কোন বিষয়ে অর্থ সাহায্য প্রদান করে? - USAID – মূলত জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ক্ষেত্রে এসব অর্থ সাহায্য প্রদান করে থাকে।

বাংলাদেশে সরকার নিবন্ধিত প্রায় কয়শত এনজিও বা বেসরকারি সংস্থা বিভিন্নভাবে দেশের মানবসম্পদ উন্নয়নে নানাবিধ কাজ করছেন? - ৪০০ (চারশত)।

বাংলাদেশে কার্যরত এন,জি, ও, দের মধ্যে কয়টি সংস্থাগুলি বিশেষভাবে পরিচিত? - ৭ টি সংস্থা।

সেভ দ্যা চিলড্রেন সারা বিশ্বের কাদের স্বাস্থ্য নিয়ে কাজ করে? - শিশুদের স্বাস্থ্য নিয়ে।

বাংলাদেশে কোন দুটি সংস্থা একসাথে কাজ করে আসছে? - বাংলাদেশে সেভ দ্যা চিলড্রেন ইউএসএ এবং সেভ দ্যা চিলড্রেন অস্ট্রেলিয়া এই দুটি সংস্থাই কাজ করে আসছে।

বাংলাদেশে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বিভিন্ন এনজিও কাজ করে চলছে – তাদের মধ্যে হলো? - তাদের মধ্যে হলো “রেড ক্রিসেন্ট ও রেড ক্রস অন্যতম।

রেড ক্রিসেন্ট ও রেড ক্রস এই সংস্থা দুটি মুলত কাদেরকে সাহায্য প্রদান করে থাকে? - রেড ক্রিসেন্ট ও রেড ক্রস এই সংস্থা দুটি মুলত বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগে সাহায্য প্রদান করে থাকে।

কমিউনিটি ফার্মেসি হলো স্বাস্থ্য সেবার কি? - কমিউনিটি ফার্মেসি হলো স্বাস্থ্য সেবার প্রথম ধাপ।

Post a Comment (0)
Previous Post Next Post