সাধারণ জ্ঞান : ফার্মাসিস্ট পরীক্ষার প্রস্তুতি - ৭

ফার্মাসিস্ট পরীক্ষার প্রস্তুতি
C-Grade
পর্ব - ৭

কোন অণুজীবের আকার, আকৃতি, গঠন এবং আচরণ খুবই সুস্পষ্ট? - প্রোটোজোয়া।

ছত্রাক কিসের উপর বেশি দেখা যায়? - উদাহরণস্বরূপ মোল্ডের (Mold) কথা বলা যেতে পারে – বাসি রুটির উপর দেখা যায়।

হাজার হাজার ছত্রাকের মধ্যে কত অংশ ছত্রাক মানুষ ও প্রাণীর জন্য ক্ষতিকারক? - পঞ্চাশের কম।

ম্যালেরিয়া এবং এমিবিক ডিসেন্ট্রির (আমাশয়) কারণ হচ্ছে কি? - প্রোটোজোয়া।

রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়া মোট কয়টি? - দুইটি।

খুব অল্প সংখ্যক প্রোটোজোয়া মানুষের জন্য কি রকম হয়ে থাকে? - প্যাথজেনিক বা ক্ষতিকর।

জিয়ারডিয়া ল্যামব্লিয়া কোন রোগের কারণ? - আমাশয়।

ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস্ কোথায় ইনফেকশন করে? - যৌনিতে।

প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত কিছু রোগ
প্রোটোজোয়ার নাম ও রোগের নাম নিচের চার্টে দেওয়া হলো :
প্লাসমোডিয়াম ভাইভেক্স > ম্যালারিয়া
ট্রাইকোমনাস ভ্যাজিনালিস > ভলভো ভেজিনাইটিস্
জিয়ারডিয়া ল্যাম্বলিয়া > জিয়ারডিয়াসিস
এন্টামোইবা হিস্টোলাইটিকা > আমাশয়
লিশমেনিয়া ডোনোভেনি > কালাজ্বর

সংক্রামক রোগ প্রতিরোধে কোন জিনিসটা সবচেয়ে বেশি কার্যকরী পদ্ধতি? - টিকা।

টিকা কি? - টিকা একটি জৈবিক দ্রব্য যা একটি নির্দিষ্ট রোগের বিরুদ্ধে সক্রিয় হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

টিকা দেওয়াকে কি বলা হয়? - টিকা দেওয়াকে টিকাদান বলা হয়।

বিশ্বব্যাপী গুটিবসন্ত নির্মুলকরণ এবং বিশ্বের অনেক স্থানে পোলিও, হাম ও ধনুষ্টংকারের মত রোগ কমানোর জন্য কাজ করছে কোন জিনিসটা? - টিকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী কতটি সংক্রমণ প্রতিরোধ করতে লাইসেন্সপ্রাপ্ত টিকা বর্তমানে সহজলভ্য? - ২৫ টি।

রোগ প্রতিরোধ তৈরি ক্ষমতাকে কয় ভাগে ভাগ করা যায়? - ২ ভাগে।

বহুকাল থেকেই সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই ও রোগ নির্মুল করায় ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে কি? - টিকা।

রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ না করার কারণ কি কি? - ডায়াবেটিস, স্টেরয়েড ব্যবহার, এইচআইভি সংক্রমন বা বয়স।

শিশুর জম্মের ৬ সপ্তাহ পরে কোন কোন টিকা দিতে হয়? - পেন্টাভ্যালেন্ট ১, পিসিভি ১ এবং ওপিভি ১

শিশুর জম্মের ১০ সপ্তাহ পরে কোন কোন টিকা দিতে হয়? - পেন্টাভ্যালেন্ট ২,পিসিভি ২ এবং ওপিভি ২

জম্মের পরপরই শিশুকে কিসের টিকা দিতে হয়? - বিসিজি টিকা।

শিশুর জম্মের ১৪ সপ্তাহ পরে কোন কোন টিকা দিতে হয়? - পেন্টাভ্যালেন্ট ৩,পিসিভি ৩ এবং ওপিভি ৩

শিশুর জম্মের ১৮ সপ্তাহ পরে কি টিকা দিতে হয়? - পিসিভি।

শিশুর জম্মের ৯ মাস পূর্ন হলে কি দিতে হয়? - এমআর ১

শিশুর বয়স জম্মের ১৫ মাস পূর্ন হলে কি দিতে হয়? - এমআর ২

সাধারণত ফ্রিজে টিকা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হয়? - ২-৮ ডিগ্রি।

মহিলাদের জন্য টিটি -১ টিকা কত বছর বয়সে দিতে হয়? - ১৫ বছর বয়সে।

মহিলাদের জন্য টিটি -২ টিকা কত দিন পর দিতে হয়? - টিটি -১ পাওয়ার কমপক্ষে ২৮ দিন পর দিতে হয়।

মহিলাদের টিটি -২ টিকা কত বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান? - ৩ বছর পর্যন্ত।

মহিলাদের টিটি -৩ টিকা কয় মাস পর দিতে হয়? - টিটি -২ টিকা পাওয়ার কমপক্ষে ৬ মাস পর দিতে হয়।

মহিলাদের টিটি -৩ টিকা কত বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান থাকে? - ৫ বছর পর্যন্ত।

মহিলাদের টিটি -৪ টিকা কমপক্ষে কয়দিন পর দিতে হয়? - টিটি -৩ টিকা পাওয়ার কমপক্ষে ১ বছর পর দিতে হয়।

মহিলাদের টিটি -৪ টিকা কত বছর পর্যন্ত রোগ প্রতিরোধে ক্ষমতা বিদ্যমান থাকে? - ১০ বছর পর্যন্ত।

মহিলাদের টিটি -৫ টিকা কমপক্ষে কয়দিন পর দিতে হবে? - টিটি -৪ টিকা পাওয়ার কমপক্ষে ১ বছর পর দিতে হবে।

কোন মাল্টিডোজের ভায়াল খোলার কত ঘন্টার মধ্যে বা সেশন শেষে সম্পূর্ণরুপে ব্যবহার করে ফেলতে হবে? - ৬ ঘন্টার মধ্যে।

স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টরে স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা/পরিচালনা ও নেতৃত্বদান করার জন্য কোন ব্যবস্থা তাদের এই ক্ষমতা প্রদান করেছে? - আইন।

বড়ি/ট্যাবলেট ফুলে উঠলে বা নরম হয়ে গেলে,, ট্যাবলেট এর রং এর কোনো পরিবর্তন হলে, ক্যাপসুলের আবরণটি নরম হয়ে গেলে, ট্যাবলেট এর অস্বাভাবিক কোনো গন্ধ আসলে, স্ট্রিপ, ব্লিস্টার প্যাক বা স্যাচেটস ছিঁড়ে বা ফুটো হয়ে গেলে এটা কোন ধরনের নিম্নমানের ওষুধ বলে আমরা মনে করবো? - নিম্নমানের সলিড ওষুধ।

কোনো ওষুধের রং, গন্ধে বা স্বাদে কোন পরিবর্তন হলে, বোতলের ছিপি বা ক্যাপ খোলার সময় গ্যাস বের হয়ে গেছে কিনা, দ্রবণে কোন ঘোলাটে ভাব দেখা গেলে, বোতলের ঢাকনা বা ক্যাপের সিল ভাঙ্গা দেখা দিলে এগুলো কোন ধরনের নিম্নমানের ওষুধ বলে মনে করবো? - নিম্নমানের তরল ওষুধ।

মলম বা ক্রিম গলে গিয়ে তরল হয়ে গেলে, রং এবং গন্ধে কোনো পরিবর্তন হলে, ওষুধ শুকিয়ে গেলে এটাকে কোন ধরনের নিম্নমানের ওষুধ বলে মনে করবো? - নিম্নমানের সেমি সলিড ওষুধ।

জীবানুমুক্ত ওষুধসমূহ কি কি? - ইনজেকশন, ড্রপ।

সেমি সলিড ওষুধসমূহ কি কি? - মলম বা ক্রিম।

সলিড ওষুধসমূহ কি কি? - ট্যাবলেট/ক্যাপসুল।

ক্লোরফেনিরামিন সেবনে রোগীর কি পায়? - ঘুম পায়।

Opioid medicine সেবনে রোগীর কি বৃদ্ধি পায়? - ঘুম বৃদ্ধি পায়।

ওষুধের বিভিন্ন ধরনের বিরুপ প্রতিক্রিয়া ধাপ কয়টি? - ৫ টি।

গর্ভাবস্থায় Stilbestrol এর ব্যবহার করলে কয় বছরের বেশি সময় পর কন্যার যৌনিপথে ক্যানসারের কারণ হতে পারে? - ২০ বছরের বেশি সময় পর।

Thalidomide ওষুধ ব্যবহারের ফলে কাদের উপর বেশি প্রভাব ফেলে? - গর্ভস্থ শিশু।

কারা ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার ক্ষেত্রে বেশি ঝুঁকিতে আছে? - ৬০ বছরের বেশি।

অন্ত্রে রক্তক্ষরণ সমস্যায় কি ওষুধ দিতে হবে? - ব্যথানাশক (NSAID) জাতীয় ওষুধ দিতে হবে।

রক্ত জমাট বেধে যাওয়া সমস্যায় কি করতে হবে? - হরমোন জাতীয় জম্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে হবে।

কানে শুনতে সমস্যা ও কিডনিতে সমস্যায় কি ওষুধ দিতে হবে? - অ্যামোইনোগ্লাইকোসাইড এন্টিবায়োটিক দিতে হবে।

এপ্লাস্টিক অ্যানিমিয়া (রক্তকণিকা গঠিত না হওয়া) সমস্যায় কি দিতে হবে? - ক্লোরামফেনিকল ওষুধ দিতে হবে।

এগ্রানুলোসাইটোসিস সমস্যায় কি ওষুধ দিতে হবে? - ক্লোজাপাইন (মানসিক রোগের ওষুধ) দিতে হবে।

চুল পড়ে যাওয়া সমস্যায় কি ওষুধ দিতে হবে? - ক্যান্সার বিনাশী ওষুধসমূহ দিতে হবে।

ওষুধ ব্যবস্থাপনার মূলনীতি কি? - ওষুধ ব্যবস্থাপনার মূলনীতি হলো: একটি ধারাবাহিক প্রক্রিয়া বা কৌশল।

ওষুধ ব্যবস্থাপনা চক্রের ধাপ কয়টি? - ৫ টি।

ওষুধ ক্রয় বলতে আমরা কি বুঝি? - উৎপাদক বা সরবরাহকারীর কাছ থেকে ওষুধ সংগ্রহের প্রক্রিয়াই হলো ওষুধ ক্রয়।

মডেল মেডিসিন শপের একজন ডিসপেন্সার ওষুধ ক্রয়ের পূর্বে কতগুলো বিষয়ে নিশ্চিত হবেন? - দুইটি বিষয়ে নিশ্চিত হবেন।

ওষুধ ক্ষতিগ্রস্ত হয় কয়টি কারণে? - প্রতিকূল পরিবেশ। যেমন : সরাসরি সূর্যালোক, উচ্চ তাপমাত্রা, পানি অথবা ধুলাবালিতে ওষুধ উম্মুক্ত হলে তা ক্ষতিগ্রস্ত হয়।

সঠিক ওষুধ ক্রয়ের কয়টি ধাপ রয়েছে? - ৭ টি।

ওষুধের ডোজেস ফরম অনুযায়ী – ট্যাবলেট বা ক্যাপসুল, সিরাপ বা সাসপেনশন থেকে কিভাবে রাখতে হবে? - আলাদা রাখতে হবে।

ওষুধের প্রথম মেয়াদোত্তীর্ন - প্রথম ডিসপেন্সিং এর সংকেত পদ্ধতি কি? - FEFO

সকল বায়োলজিক্যাল প্রোডাক্ট যেমন -ইনসুলিন, ভ্যাকসিনসমূহ ইত্যাদি কোথায় সংরক্ষণ করতে হবে? - রেফ্রিজারেটরে।

সেবনের ধরনের উপর ভিত্তি করে উপরের তাক এ কোন কোন ওষুধ গুলো রাখতে হয়? - ট্যাবলেট, ক্যাপসুল, হালকা সামগ্রী যা একটু বেশি জায়গা নেয়।

সেবনের ধরনের উপর ভিত্তি করে মাঝের তাক এ কোন কোন ওষুধ গুলো রাখতে হয়? - সিরাপ, মুখে খাওয়ার সাসপেনশন ইত্যাদি। যেমন: এমোক্সিসিলিন, ম্যাগনেসিয়াম ট্রাই সিলিকেট মিক্সচার ইত্যাদি।

সেবনের ধরনের উপর ভিত্তি করে নিচের তাক এ কোন কোন ওষুধ গুলো রাখতে হয়? - ভারী এবং বড় সাইজের পণ্য। যেমন : জীবাণুনাশক বা কোন তরল উপস্থাপনা, ত্বকে ব্যবহারের ক্রিম বা মলম ইত্যাদি।

ওষুধের সঠিক বিন্যাস হলো কয়টি? - ওষুধের সঠিক বিন্যাস হলো চারটি।

মডেল মেডিসিন শপে ওষুধ সংরক্ষণে কয়টি বিষয়ের উপর প্রভাব ফেলে? - চারটি বিষয়ের উপর প্রভাব ফেলে।

ডিসপেন্সিং এর সঠিক ধাপ কয়টি? - ৫ টি।

ওষুধ ডিসপেন্সিং মূলত স্বাস্থ্যসেবা প্রদানের ............... ধাপ যেখানে রোগী/গ্রাহক সেবাদানকারী ডিসপেন্সিারের সাথে মুখোমুখি হন? - সর্বশেষ ধাপ।

ডিসপেন্সিং এর উপরে অনেকসময় রোগীর বা গ্রাহকের চিকিৎসার কি নির্ভর করে? - ফলাফল।

যে সকল ওষুধ কেবলমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকের দ্বারা লিখিত ব্যবস্থাপত্রের মাধ্যমে বিক্রয় করা যাবে সেগুলো কোনগুলো? - শুধুমাত্র ব্যবস্থাপত্রের মাধ্যমে বিক্রয়যোগ্য ওষুধ (Prescription only Medicine)

ওষুধ ডিসপেন্সিং প্রক্রিয়া মোট কয়টি - ৮ টি।

ওষুধ ডিসপেন্সিং এর কয়টি অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে? - ৫ টি।

একটি আদর্শ ব্যবস্থাপত্রের কতগুলো তথ্য থাকা উচিত? - ৮ টি তথ্য।

ওষুধের জেনেরিক নামসমূহ কাদের মাধ্যমে দেয়া হয়ে থাকে? - আন্তর্জাতিক কতৃপক্ষের মাধ্যমে দেয়া হয়ে থাকে।

ট্রেড/ব্যবসায়িক নামসমূহ সাধারণত কি রকমের হয়, যাতে সহজে মনে রাখা যায় এবং লেখা যায়? - ছোট হয়, এ কারণে সহজে মনে রাখা যায়।

রক্ত বন্ধ করা বা বিশেষ ধরনের ক্ষতের জন্য কি পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড এর সাথে কত ভাগ পানি মিশাতে হবে? - ১ ভাগ হাইড্রোজেন পার অক্সাইড এর সাথে ৩ ভাগ পানি মিলেয়ে নিতে হবে।

যদি দেখেন যে একই ব্যক্তি একই ব্যবস্থাপত্র অনুযায়ী কত বার বা তার বেশি ওষুধ নেওয়া হয়েছে তবে রোগী বা গ্রাহককে পুনরায় চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করবেন। - ৩ বার বা তার বেশি।

তৈরি করা খাবার স্যালাইন দ্রবণ কত ঘন্টার মধ্যেই শেষ করতে হবে? - ১২ ঘন্টার মধ্যে।

ওষুধ শরীরে যে পথে প্রবেশ করানো হয় তার প্রধান পথ কয়টি? - চারটি।

ওষুধের কার্যকা‌রিতা নির্ভর করে তার কয়টির উপরে? - চারটির উপরে।

এন্টারাল রুট ওষুধ কিসের মাধ্যমে খেতে হয়? - মুখে খাওয়ার মাধ্যমে।

প্যারেন্টারল রুট জাতীয় ওষুধ কিসের মাধ্যমে দিতে হয়? - ইনজেকশনের মাধ্যমে।

টপিক্যাল রুট কিভাবে দিতে হয়? - সরাসরি চামড়ায়।

রেসপিরেটরি রুট কিভাবে দিতে হয়? - শ্বাস প্রশ্বাসের মাধ্যমে।

রেক্টাল জাতীয় ওষুধ কিসের মাধ্যমে দিতে হয়? - পায়ুপথে।

ট্রান্সডারমাল জাতীয় ওষুধ দেহের কোথায় দিতে হয়? - ত্বকের মাধ্যমে।

ইন্ট্রা – অকুলার ওষুধ দেহের কোথায় প্রয়োগ করতে হয়? - চোখের ভিতরে।

সাবলিঙ্গুয়াল জাতীয় ওষুধ কিভাবে দিতে হয়? - জিহ্বার নিচে।

সলিড জাতীয় ওষুধ কোনগুলো? - স্যাচেটস, ক্যাপসুল, ওষুধের গুড়া, দানাদার ওষুধ, লজেন্স, ট্যাবলেট পেসারিস সাপোজিটরি ইত্যাদি।

তরল জাতীয় ওষুধ কোনগুলো? - ইমালশন, সাসপেনশন, লোশন, মাউথ ওয়াস, স্প্রে, সিরাপ ইত্যাদি।

অর্ধ – তরল জাতীয় ওষুধ কোনগুলো? - ক্রিম, জেল, মলম, পেস্ট।

গ্যাস জাতীয় ওষুধ কোনগুলো? - এরোসল, ইনহেলার ইত্যাদি।

জীবানুমুক্ত ওষুধ কোনগুলো? - ইনজেকশন, ইনফিউশন (স্যালাইন) চোখের ড্রপ, কানের ড্রপ।

এটোরভাসটাটিন জাম্বুরা জাতীয় ফলের রস দিয়ে খেলে কিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে? - মারাত্নক বিরূপ প্রতিক্রিয়া।

কোন কোন এন্টিবায়োটিক দুধের সাথে গ্রহণ করলে তা অন্ত্রে পুরোপুরি শোষিত হয় না, যেমন – সিপ্রোফ্লক্সাসিন।

চিকিৎসক বা ফার্মাসিস্ট এর নিকট ১ চা চামচ মানে হলো কত এমএল ওষুধ? - ৫ এমএল।

ইনহেলার ব্যবহারের আগে কত থেকে কত বার ঝাকিয়ে নিতে হয়? - ৩ থেকে ৪ বার।

ইনহেলার মুখে দেওয়ার পর কতক্ষণ শ্বাস আটকে রাখতে হয় - ১০ সেকেন্ড।

করটিকোস্টেরয়েড জাতীয় মলম দিনে কয়বারের বেশি ব্যবহার করা উচিত নয়? - দুই বারের।

Post a Comment (0)
Previous Post Next Post