সংবাদপত্র পাঠের উপকারিতা প্রসঙ্গে বড় ভাই ও ছোট বোনের মধ্যে সংলাপ রচনা
করো।
অপু : আজকের খবরের কাগজ কই রে?
অর্পা : একটু অপেক্ষা কর, আমি একটা রেসিপি দেখছি।
অপু : তুই কি রেসিপি ছাড়া অন্য কিছু চোখে দেখিস না?
অর্পা : ধুর, পত্রিকায় আর অন্যকোনো খবর থাকে নাকি? খালি মারামারি
আর না হয় সড়ক দুর্ঘটনা।
অপু : তোর কথা একেবারে ফেলে দেয়া যায় না। সত্যিই রাস্তা আর
নিরাপদ নেই। তবে পত্রিকায় শুধু এগুলো খবরই থাকে না। অনেক মজার খবর, ভালো খবরও
থাকে।
অর্পা : তা অবশ্য ঠিক, কলামের পাতায় মাঝে মাঝে বেশ ভালো লেখা
পাওয়া যায়।
অপু : তুই কি খেলার পাতা পড়িস?
অর্পা : আমার ভালো লাগে না। তবে মূল কাগজের সঙ্গে ফ্যাশনের যে
ছোট্ট কাগজটা দেয় সেটা পড়ি।
অপু : কিন্তু খবরের কাগজ পুরোটা উল্টেপাল্টে না দেখলে প্রকৃত
বিষয়গুলো জানা যায় না।
অর্পা : তোর কী ধরনের খবর ভালো লাগে ভাইয়া?
অপু : টেকনোলজির খবর আর আবিষ্কারের খবর খুব ভালো লাগে। রাজনীতির
পাতাও খারাপ লাগে না।
অর্পা : রাজনীতির পাতা আমি একবারও দেখি না। তবে মাঝে মাঝে কিছু
বিচিত্র খবর দেয়, সেগুলো ভালো লাগে।
অপু : ওই দিন মমির খবরটা পড়েছিলি?
অর্পা : ওই যে কয়েক হাজার বছরের পুরনো মমি? পড়েছি তো।
অপু : খবরের কাগজ কিন্তু আমাদের বিনোদন, জ্ঞান দুই-ই দেয়; তাই
না?
অর্পা : এ বিষয়ে তোর সঙ্গে আমি একমত ভাইয়া।
অপু : এ কারণে শুধু ফ্যাশনের পাতা নিয়ে পড়ে থাকলে চলবে না,
বুঝলি।
অর্পা : আচ্ছা, আমি এখন থেকে অন্য পাতাগুলোও পড়ব।
- Email to friend about importance/benefits of reading newspaper
- Dialogue about necessity of reading newspaper
- Paragraph : Newspaper
- Paragraph : Newspaper Reading
- Composition : Newspapers
- Letter about usefulness of reading newspaper
- Paragraph : My Favourite Newspaper
- সংবাদপত্র পাঠের গুরুত্ব বর্ণনা করে পত্র
- অনুচ্ছেদ : সংবাদপত্র পাঠ
- সাধারণ জ্ঞান : পত্র-পত্রিকা
- রচনা : সংবাদপত্র
- সংবাদপত্র পাঠের উপকারিতা সম্পর্কে দুই সহপাঠীর মধ্যে সংলাপ