ঘরের সামনের রাস্তা
আমাদের গ্রামের নাম রসুলপুর। গ্রামটি সবুজ শ্যামল ফসলে ভরা এক মনোরম দৃশ্যে পরিপূর্ণ। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পায়রা নদী। নদীতে পাওয়া যায় প্রচুর ইলিশ মাছ। নদীর তীর দিয়ে চলে গেছে ঢাকা আরিচা মহাসড়ক। যার সাথে মিশেছে আমার ঘরের সামনের রাস্তাটি। বাংলাদেশের সব জায়গায় যাতায়াত করা যায়। ফলে দেশের বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ অতি সহজে হয়ে গিয়েছে। তাছাড়া আমদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আমরা অতি কম দামে পেয়ে থাকি। কারণ, সারা দেশের পণ্যসামগ্রী কম খরচে অতি দ্রুত পরিবহনের সুযোগ-সুবিধা পেয়ে থাকে। ঘরের সামনে দিয়ে রাস্তা হওয়ার ফলে যেমন বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পাওয়া যায়। অপরদিকে তেমনি সারাকষণ গাড়ি চলাচলের ফলে ধুলাবালিতে বাড়ি-ঘর নোংরা হয়ে যায় ও গাড়ির আওয়াজে পরিবেশ দুর্বিষহ হয়ে যায়। তবে একেবারে ঘরের পাশ দিয়ে রাস্তা বয়ে যাওয়ার ফলে যে অসুবিধা ভোগ করতে হয় তার তুলনায় সুযোগ-সুবিধার পরিমাণই অধিক পরিলক্ষিত হয়।
ভলো
ReplyDeleteGood for all of us❤️
ReplyDelete