জাতীয় স্মৃতিসৌধ
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ আমাদের স্বাধীনতার স্মৃতিবহন করে। জাতীয় স্মৃতিসৌধ ঢাকার অদূরে সাভারের নবীনগরে টাকা আরিচা রোডের পাশে অবস্থিত। স্বাধীনতা-উত্তর প্রথম বিজয় (১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর) দিবসে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। স্মৃতিসৌধটি প্রায় ৩৫.৭২ মিটার (১৫০ ফুট) উচ্চতাবিশিষ্ট এবং জ্যামিতিক ধারায় ৯০° মাপে তৈরি করা হয়েছে। স্মৃতিসৌধের ফলকের সংখ্যা-৭ ১৯৮২ সালের ১৬ই ডিসেম্বর তৎকালীন সরকার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এর স্থপতি মইনুল হোসেন।
Bhai eto choto ken ami to dui number oh pabo na
ReplyDeleteShetai arektu boro krte prto
ReplyDeleteNh etai thik ase onucched to erkm e hbe
ReplyDelete