একটি বাণিজ্য মেলা
বাণিজ্য মেলা বলতে বোঝায় যেখানে দেশীয় ও আন্তর্জাতিকভাবে বিক্রির জন্য বাণিজ্যিক ও শিল্পদ্রব্য সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করা হয়। গত বছর ঢাকার শেরে-বাংলা নগরে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখার সুযোগ পেয়ে আমি ভাগ্যবান হয়েছিলাম। আমি সকাল দশটায় আমার কাকার সাথে মেলায় গিয়েছিলাম। প্রথমে কাকা দুটি টিকেট কিনেছিলেন। মেলায় প্রবেশ করে আমি অবিভূত হলাম। ব্যবসায়ী ও ক্রেতাদের সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থার জন্য সশস্ত্র বাহিনী নিয়োজিত ছিল। বিভিন্ন দেশের পতাকা বহনকারী শতাধিক স্টল সারিবদ্ধভাবে সাজানো ছিল। বিশ্বের প্রায় ২৫টি দেশ এই মেলায় অংশগ্রহণ করেছে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে মনোরমভাবে তারা তাদের পণ্য প্রদর্শনী করেছে। কারুশিল্প, হস্ত শিল্প, কৃষি, শিল্প, কারখানা এবং অন্যান্য অনেক দ্রবাদি মেলার বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে। সত্যিই, এ ধরনের মেলায় দেশের জনগণের অর্থনৈতিক সচেতনতা আসে। বর্তমানে এ ধরনের মেলা বিশ্বের প্রায় সকল দেশে আয়োজন করা হয়। বাংলাদেশও এর থেকে পিছিয়ে নেই।