পহেলা বৈশাখ

অনুচ্ছেদ : একটি গ্রাম্য বাজার

একটি গ্রাম্য বাজার


পাড়াগাঁয়ে যেখানে গ্রামবাসীর প্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনা হয় তাই গ্রাম্য বাজার। গ্রাম্য বাজার দু প্রকার হয়ে থাকে। প্রতিদিন বিকেলে কিংবা সকালে অল্প সময়ের জন্য যে বাজার বসে তাকে ‘বাজার’ বলে এবং সকাল কিংবা দুপুর থেকে রাতের প্রথম প্রহর পর্যন্ত যে বাজার বসে তাকে ‘হাট’ বলে। সাধারণত কতকগুলো রাস্তার মিলনস্থলে, নদী বা খালের পাড়ে, বড় কোনো বটবৃক্ষের তলে অথবা অন্য কোনো সুবিধাজনক স্থানে গ্রাম্য বাজার বসে থাকে। ছোট্ট বাজার সাধারণত বিকেলে বসে এবং সন্ধ্যে হতে না হতেই ভেঙে যায়। এরূপ বাজারে সাধারণত স্থায়ী কোনো দোকান-পাট থাকে না। দোকানিরা অস্থায়িভাবে এখানে তাদের জিনিসের পসরা সাজিয়ে বসে এবং বেচাকেনার শেষে সেগুলো গুটিয়ে নিয়ে চলে যায়। তবে একটা বাজার বা ‘হাট’ সকাল থেকে রাতের প্রথম প্রহর পর্যন্ত চলে। এখানে কিছু কিছু স্থায়ী দোকান-পাট দেখা যায়। ‘হাটে’ ছাগল-গরুও বিক্রি হয়। গ্রামের লোকজন তাদের প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় প্রায় সব জিনিস এখান থেকে সংগ্রহ করে বলে গ্রামীণ জীবনে গ্রাম্য বাজারের ভূমিকা অপরিসীম। শুধু তাই নয়, গ্রাম্য বাজার গ্রামের মানুষের মিলন মেলাও বটে।

1 Comments

Post a Comment
Previous Post Next Post