জন্ম ও পরিচয় : উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম ১৫৬৪ খ্রিষ্টাব্দের ২৬ শে
এপ্রিল। তিনি ইংল্যান্ডের স্ট্রাটফোর্ড অন এভোন শহরে জন্মগ্রহণ করেন। তার নিক
নেইম— 'The Swan of Avon'. তাঁর পিতার নাম জন শেক্সপিয়ার এবং মাতার নাম মেরী
শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার তিন ভাই এবং চার বোনের মধ্যপ তৃতীয় এবং সবচেয়ে
পুত্র ছিলেন। তিনি ১৬১৬ খ্রিষ্টাব্দের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন।
তাঁকে The Bard of Avon বলা হয়। কারণ ইংল্যান্ডের Warwickshire (উরউয়িকসায়ার) এর
Stratford এর Avon নামক একই স্থানে তিনি জন্ম এবং মৃত্যুবরণ করেন বলে তাঁকে Bard
of Avon/ এভন এর কবি বলা হয়।
পেশা (Occupation) : রাণী এলিজাবেথের সময়কালের Playwright (নাট্যকার),
Poet & Actor.
কর্মজীবন : দীর্ঘ ২৫ বছর ধরে তিনি রঙ্গালয়ে 'লর্ড চেম্বারলেনের' দলের সাথে
যুক্ত ছিলেন।
নিজ পারিবারিক জীবন : ১৫৮২ সালের ২৮ নভেম্বর শেক্সপিয়ার অ্যান হ্যাথাওয়েকে
(মতান্তরে— রর্বাট আর্ডেনের কন্য মেরীকে) বিবাহ করেন। নববধূ অ্যানি তাঁর চেয়ে আট
বছরের বড় ছিল। তাঁদের প্রথম সন্তান Susana (কন্যা) ১৫৮৩ সালে জন্মগ্রহণ করেন।
১৫৮৫ সালে শেক্সপিয়ার যমজ (Twins) সন্তানের পিতা হন। একটি পুত্র হ্যামলেট
(Hamlet) এবং অপরটি কন্যা সন্তান জুডিথ (Judith)।
উপাধি / Title : তাঁর প্রতিভা সর্বকালনী ও বিশ্বজনীন।
- তাঁকে Bard of Avon /এভন এর কবি বলা হয়।
- তিনি 'Play Father' হিসেবে খ্যাত।
- He is National Poet of England
- তাঁকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার (The Greatest Dramatist) বলা হয়।
- The greatest superstar of the world.
- King without crown (মুকুটবিহীন সম্রাট)
- তাঁকে Tragi-comedy -র জনক বলা হয়।
- Poet of human nature - stated by Dr. Samuel Johnson
সাহিত্য কর্ম : তিনি মোট ৩৭ টি নাটক (Play/ Drama) (মতান্তরে ৩৮ টি), ১৫৪
টি সনেট (Sonnet) ও ২ টি কাব্যগ্রন্থ লিখেছেন, উল্লেখ্য তিনি কোন গদ্য (Story)
এবং উপন্যাস (Novel) রচনা করেন নাই। তাঁর অধিকাংশ নাটক মঞ্চস্থ হয় - Globe
Theatre এ।
উইলিয়াম শেক্সপিয়ার তাঁর নাটক এবং সনেট এ iambic pentameter/ দুই চরণে
পঞ্চস্বরাঘাতযুক্ত (দশ মাত্রার ছন্দ) ব্যবহার করতো।
এক নজরে শ্রেষ্ঠ নাট্যকারের (William Shakespeare) সাহিত্যসমূহ :
তাঁর ২ টি কাব্যগ্রন্থ :
- (১) Venus and Adonis (Ven & Ad) —ভেনাস এন্ড এডোনিস (১৯৯৩)
- (২) The Rape of Lucrece (Lucer) (১৫৯৪)
তিনি তাঁর এই কাব্যগ্রন্থ দুটি তাঁর বন্ধু আল অব সাউদাম্পটন কে উৎসর্গ করেন।
স্মরণে রাখুন : (Adonis নামে বিখ্যাত Elegy লিখেছেন Romantic কবি PB
Shelly)
তাঁর ১৫৪ টি সনেট :
উইলিয়াম শেক্সপিয়ার তাঁর ১৫৪ টি সনেটের সমন্বয়ে একটি কাব্যগ্রন্থ তাঁর এক
অজ্ঞাত বন্ধুকে উৎসর্গ করেন।
তাঁর ৩৭ টি নাটক :
১৫৯০ থেকে ১৬১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে স্টাটফোর্ড, লন্ডন, নাট্যশালায় এবং
নিজ বাড়িতে মোট ৩৭ টি নাটক রচনা করেন৷ তিনি ৪ ধরনের নাটক রচনা করতেন। (কমেডি
নাটক, ট্রাজেডি নাটক, ঐতিহাসিক নাটক এবং ট্রাজি-কমেডি নাটক।)
নিম্নে ধারাবাহিকভাবে ৩৭ টি নাটকের নাম ও প্রকাশের সাল উল্লেখ করা হল
(ব্রাকেটের ভেতর নাটকের সংক্ষিপ্ত নাম) —
১৫১০ — ১৬০১ সাল পর্যন্ত মোট ২২ টি নাটক লিখেন :
1. The First part of king Henry VI (1 Hen VI) — 1590 - 92
2. The Second part of king Henry VI (2 Hen VI) — 1590 - 92
3. The Third part of king Henry VI (3 Hen VI) — 1590 - 92
4. The Tragedy of king Richard lll (Rich lll) — 1592 - 93
5. The Comedy of Errors (Com Err) — 1592 - 93
6. Titus Andronicus (Titus A) — 1594
7. The Taming of the Shrew (Tam Shr) — 1594
8. Love's Labour's Lost (Love's L L) — 1594
9. Romeo and Juliet (Rom & Jul) — 1594
10. The Two Gentlemen of Verona (Two Gent) — 1595
11. The Life and Death of King John (K John) — 1595
12. A Midsummer Night's Dream (Mid N D) — 1595
13. The Tragedy of King Richard ll (Rich ll) — 1596
14. The Merchant of Venice (Mer of Ven) — 1596
15. The First part of King Henry IV (Hen lV) — 1597
16. The Second part of King Henry IV (2 Hen IV) — 1598
17. Much Ado about Nothing (M Ado) — 1598
18. The Life of King Henry V (Hen V) — 1599
19. Julius Caesar (Jul Caes) — 1599
20. As You Like It (As You L It) — 1600
21. The merry wives of Windsor (Merry W) — 1600
22. Twelfth Night or, What You Will (TwN) — 1601
1601 - 1608 সাল পর্যন্ত মোট ১১ টি নাটক লিখেন—
23. Hamlet, Prince of Denmark (Haml) — 1601
24. All's Well that Ends Well (All's Well) — 1602
25. Troilus and Cressida (Tro & Cr) — 1602 (ট্রয়িলাস এন্ড
ক্রিসিডা)
26. Measure for Measure (Meas for Meas) — 1604 - 05
27. Othello (ওথেলো) — 1604 - 05
28. King Lear (K Lear) — 1605 - 06
29. Macbeth (Macb) — 1605 - 06
30. Antony and Cleopatra (Ant & Cleop) — 1606 - 07 (এন্টনি &
ক্লিওপেট্রা)
31. Coriolanus (Cor) — 1607 - 08 (কোরিওলানাস)
32. Timon of Athens — 1607 - 08
33. Pericles, (পেরিক্লিস) Prince of Tyre (Per) — 1608
1601 - 1612 সাল পর্যন্ত মোট ৪ টি নাটক লিখেন তিনি—
34. Cymbeline (Cymb) — 1609 (সিম্বেলিন)
35. The Winter's Tale (Wint T) — 1610
36. The Tempest (Temp) — 1612 (এটাকেই শেষ কর্ম ধরা হয়)
37. The Famous History of the Life of King Henry Vlll (Hen Vlll) —
1613
বিগত বিসিএস, ব্যাংক এন্ড পিএসসির প্রশ্নসমূহ :
Q : Fill in the blank. "_____" is the Shakespeare's last
play.
A : Tempest
Q : Shakespeare composed much of his plays in what sort of
verse?
A : Iambic pentameter
Q : Shakespeare is famous for his _____.
A : plays.
উইলিয়াম শেক্সপিয়ারের ৩৭ টি নাটককে ৩ টি ভাগে ভাগ করা যায়। যথা—
- কমেডি/ হাস্যরসাত্বক নাটক — ১৫ টি
- ট্রাজেডি/ বিয়োগাত্মক নাটক — ১২ টি
- ঐতিহাসিক/ ব্যক্তি কেন্দ্রিক নাটক — ১০ টি
- ট্রাজি-কমেডি নাটক — ৩ টি
ট্রাজি-কমেডি নাটক — ৩ টি (এগুলো মূলত কমেডি নাটকের অন্তর্গত)।
কমেডি / হাস্যরসাত্বক ১৫ টি নাটকের বাংলা অর্থসহ প্রকাশকাল নিম্নে উল্লেখ করা
হলো—
1. A Midsummer Night's Dream (1595) — মধ্য বসন্তে নৈশ স্বপ্ন
2. All's Well That Ends Well — শেষ ভাল যার সব ভাল তার
3. As You Like It (As You L It) 1600 — যেমন তোমার পছন্দ
4. Love's Labour's Lost (1594) — প্রেমের ব্যর্থ প্রচেষ্টা
5. Much Ado About Nothing — তুচ্ছটা নিয়ে ব্যাপক হৈ চৈ
6. Measure for Measure — যেমন কর্ম তেমন ফল
7. Pericles — পেরিক্লিস (অ্যাথেন্সের বীর)
8. The Comedy of Erros (Com Err) 1592 - 93 — ভ্রান্তিমূলক কমেডি
9. The Merchant of Venice (1596) — ভেনিসের বণিক
10. The merry Wives of Windsor — উইন্ডসরের উল্লাসিত স্ত্রীগণ
11. The Tempest (Temp) 1612 — প্রচণ্ড ঝড়/ ভীষণ গন্ডগোল (এটিকে শেক্সপিয়ারের শেষকর্ম বা Swan song বলা হয়।)
12. The Two Gentleman of Verona (1595) — ভেরোনার দুই ভদ্রলোক
13. The Winter's Tale (romance comedy) — শীতের গল্প
14. Twelfth Night or, What You Will (1601) — দ্বাদশ রজনী
15. The Taming of the Shrew — বাংলা অনুবাদ : মুনীর চৌধুরী (মুখরা রমনী বশীকরণ নামে।
মনে রাখার টেকনিক : পেরিক্লিস বাদে সকল কমেডি নাটকগুলোতে সরাসরি কোন
ব্যক্তির নাম নেই। তবে এগুলো বিভিন্ন সময়, স্থান, ঘটনা বা বিষয়ের নামে
আছে।
ট্রাজি-কমেডি ৩ টি নাটকের নাম ও বাংলা অর্থ নিম্নে উল্লেখ করা হলো—
1. All's Well That Ends Well — শেষ ভাল যার সব ভাল তার
2. Measure for Measure — যেমন কর্ম তেমন ফল
3. The Merchant of Venice — ভেনিসের বণিক
ট্রাজেডি ১২ টি নাটকের নাম নিম্নে উল্লেখ করা হলো—
1. Romeo and Juliet
2. Julius Caesar
3. Hamlet (সর্ববৃহৎ ট্রাজেডি)
4. King Lear
5. Macbeth (সবচেয়ে ক্ষুদ্রাকার ট্রাজেডি)
6. Othello - ওথেলো
7. Antony and Cleopatra
8. Cymbeline - সিম্বেলিন
9. Cariolanus - কোরিওলানাস
10. Timon of Athens
11. Troilus and Cressida
12. Titus Andronicus
মনে রাখার টেকনিক : ট্রাজেডিগুলো সব সরাসরি ব্যক্তির নাম আছে।
ছন্দে মনে রাখুন : Hamlet নাটকে King Lear ও Julius Caesar এর ২
সেনাপতি- Macbeth ও Othello মিলে ৩ জুটি- Romeo and Juliet, Antony and
Cleopatra ও Troilus and Cressida আটক করে Timon of Athens এর Cymbeline
(সিম্বেলিন) শহরে হত্যা করে, যার স্বাক্ষী ২ জন- Titus Andronicus ও Cariolanus
(কোরিওলানাস)
লক্ষণীয়— Caesar and Cleopatra জর্জ বার্নাড শ এর নাটক।
ঐতিহাসিক ১০ টি নাটকের নাম নিম্নে উল্লেখ করা হলো—
1. King Henry Vl, Part — l
2. King Henry Vl, Part — ll
3. King Henry Vl, Part — lll
4. King Henry lV 1st Part
5. King Henry lV 2nd Part
6. King Henry V
7. King Henry Vlll
8. King John
9. Richard ll
10. Richard lll
মনে রাখার টেকনিক : তিন রাজা (Henry, John, Richard) কে নিয়ে ১০ টি
নাটক।
অথবা দেখুন— King John বাদে সকল ঐতিহাসিক নাটকগুলোতে রোমান সংখ্যা (l, ll, IV
ইত্যাদি) আছে।
লক্ষণীয়— King Lear একটি ট্রাজেডি নাটক।
Previous Question Solve (BCS/ Bank/ PSC Any Exam)
Q : Shakespeare's "Measure for Measure" is a successful
______.
A : comedy
Q : Who wrote the plays, "The Tempest" and "The Midsummer
Night's Dream"?
A : William Shakespeare
বিখ্যাত কমেডি নাটকগুলোর সংক্ষিপ্ত আলোচনা
The Comedy of Errors (কমেডি অব এররস্)
নাটকটির প্রকাশকাল : ১৫৯২ - ১৫৯৩ সালে এই ভ্রান্তিমূলক কমেডিটি প্রকাশ
পায়।
— (নোট : এর বাংলা অনুবাদ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'ভ্রান্তিবিলাস'
নামে।)
কয়েকটি চরিত্র (Character) :
- দুইজন যমজ মনিব
- দুইজন যমজ চাকর/ ভৃত্য
- এবং তাঁদের পরিবার।
নাটকের ধরণ : এটি একটি ভ্রান্তিমূলক মিলনান্তক - হাস্যরসাত্বক (Comedy)
নাটক।
নাটকের বিষয়বস্তু : এই নাটকের বিষয়বস্তু হল দুই যমজ নায়ক/ মনিব এবং
তাদের দুই যমজ ভৃত্যকে নিয়ে বিভ্রান্তিকর ঘটনা সৃষ্টির মাধ্যমে হাস্যরস সৃষ্টি
করা। যেহেতু নায়ক দুজন যেমন দেখতে একই রকম তেমনি তাদের ভৃত্য দুজনও একই রকম
দেখতে। ফলে দুই যমজ মনিব এবং দুই যমজ চাকরদের নিয়ে পরিবারের মধ্যে এবং পরিবারের
বাহিরে ঘটেছে বৈচিত্র্যময় বিভ্রান্তিকর ঘটনা, এবং এইসব ঘটনা ঘটেছে ভুলের কারণে।
কে যে কার মনিব, কে যে কার চাকর তা বুঝবার উপায় নেই। ফলে পদে পদে ঘটেছে ভুল,
একে অন্যকে চিনতে না পারার জন্য। আর এই ভুলের জন্য ঘটেছে কৌতুককর ঘটনা। শেষ
পর্যন্ত এই ভুলের অবসান ঘটে সমস্যার সমাধান হয়ে যায়।
A Midsummer Night's Dream (মিড সামার নাইটস ড্রিম)
নাটকটির প্রকাশকাল : ১৫৯৫ সালে এই প্রেমভিক্তিক কমেডি নাটকটি প্রকাশ
পায়।
কয়েকটি চরিত্র (Character) :
চরিত্র | পরিচয় (সম্পর্ক) |
---|---|
Thesus (থিসিয়াস) | Duke of Athens |
Hippolyta (হিপোলিটা) | Queen of Amazons |
Oberoo (ওবেরোঁ) | পরীর রাজা |
Titania (টাইটানিয়া) | ওবেরোঁর স্ত্রী |
Helana (হেলেনা) | নায়িকা |
Hermia (হার্মিয়া) | নায়িকা |
Demetrius (ডিমিট্রিয়াস) | Lover of Helana |
Lysander (লাইসেনডার) | Lover of Hermia |
Boton (বটম) | গাধার মুখোশধারী ব্যক্তি |
Puck (পাক) | ভৃত্য |
নাটকের ধরণ : এটি একটি প্রেমভিক্তিক হাস্যরসাত্বক (Comedy) নাটক।
মূল বিষয়বস্তু : নাটকটির বিষয়বস্তু হল প্রেম। এর কাহিনী এথেন্সের ডিউক
Theseus ও অ্যামাজনের রাণী Hippolyta—র বিবাহ ঘটনাকে ঘিরে আবর্তিত। পরীর রাজা
Oberoo সবার চোখে— Love in Idleness নামের ফুলের রস ঢেলে দিয়েছে। এমনকি নিজের
স্ত্রী টাইটানিয়ার চোখেও ঢেলে দিয়েছে। ফলে টাইটানিয়া ঘুম থেকে জেগে উঠে গাধার
মুখোশধারী বটমকে ভালবেসে ফেলেছে।
অন্যদিকে ওবপরোঁর ভৃত্য Puck, লাইসেনডার ও ডিমিট্রিয়াস এর চোখে সেই ফুলের রস
ঢেলে দেয়, ফলে Lysander ও Demetrius দুজনই Helena কে প্রেম নিবেদন করে। আর
এভাবেই নানা দোষারোপ ও কাহিনীর মধ্য দিয়ে নাটকটি কমেডি হতে থাকে। পরিশেষে সবার
চোখে প্রতিষেধক ফুলের রস ঢেলে পুনরায় সুস্থির করা হয় এবং নাটকের সমাপনী
ঘটে৷
শিক্ষা : শেক্সপীয়ারের দর্শন,
প্রেম মস্তিকের এক ধরণের উন্মাদ ব্যাপার, জীবনের একটা বিরক্তিকর বস্তু, প্রেমিক
প্রেমিকাদের একটা দুর্দাম খেয়ালিপনা, আত্মসংযমহীন উদ্দামতা, আবেগের প্রবল ঝোড়ো
হাওয়ায় ভেসে যাওয়া এক নির্লজ্জতা, সমাজ ও গুরুজনের প্রতি বিদ্রোহ করে বসা,
এমনকি নিজের প্রতিশ্রুতির বিরুদ্ধে যুদ্ধ করা, প্রেম হলো একটা বিশৃঙ্খল
চক্ষুলজ্জাহীন হাসির ব্যাপার। প্রেমের ব্যাপারে কুৎসিত বলে কিছু নেই। প্রেমে
পড়লে মানুষ গাধা, গরু বনে যেতে পারে।
বিখ্যাত কমেডি নাটকগুলোর সংক্ষিপ্ত আলোচনা
The Merchant of Venice (দি মার্চেন্ট অব ভেনিস)
নাটকটির প্রকাশকাল : ১৫৯৬ সালের দিকে শেক্সপীয়ারের 'The Merchant of Venice'
নাটকটি প্রকাশ পায়।
চরিত্র (Character) :
চরিত্র | পরিচয় |
---|---|
Antonio (অ্যান্টোনিও) | Merchant of Venice / বণিক |
Bassanio (বাসানিও) | Friend of Antonio |
Portia (পোর্শিয়া) | A rich heiress of Belmont |
Shylock (শাইলক) | A rich money lender |
নাটকের ধরণ : এটি একটি হাস্যরসাত্বক (Comedy) নাটক৷
মূল বিষয় : উইলিয়াম শেক্সপীয়রের একটি বিখ্যাত কমেডি নাটক এটি। একে ট্রাজিডি
কমেডিও বলা হয়। নাটকটির বিষয়বস্তু হল শাইলক (Shylock)-র শাস্তি। শাইলক হলো
কুশিদজীবী (Money Lender)। নাটকে ভেনিসের ব্যবসায়ী অ্যান্টোনিও (Antonio)
শাইলকের কাছে থেকে টাকা ধার নিয়েছিল এবং চুক্তি করেছিল যে সময়মতো টাকা পরিশোধ
করতে না পারলে অ্যান্টোনিওর দেহ থেকে Shylock, এক পাউণ্ড মাংস কেটে নিতে
পারবে।
কিন্তু Antonio সময়মতো টাকা পরিশোধ করতে পারে নি। চুক্তি অনুযায়ী শাইলক তার
(Antonio) দেহ থেকে এক পাউণ্ড মাংস কেটে নেওয়ার কথা কিন্তু তা Shylock পারে নি।
কারণ ভেনিসের অন্যান্য ব্যবসায়ী পোর্শিয়া, নিরিশা ও বাসানিও -অ্যান্টোনিওর
সমস্যা সমাধানের ষড়যন্ত্র করে এক বিচারককে দিয়ে রায় বের করেছিল যে, শাইলক মাংস
কেটে নিতে পারবে কিন্তু এক বিন্দু রক্তপাত করতে পারবে না। অধিকন্তু শাইলকের
বিরুদ্ধে Antonio কে হত্যার ষড়যন্ত্র এনে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে
নেওয়া হল।
এই নাটকের কয়েকটি উক্তি :
- All that glitters is not gold.
- Love is blind.
As You Like It (অ্যাজ ইউ লাইক ইট)
নাটকটির প্রকাশকাল : ১৬০০ সালের দিকে উইলিয়াম শেক্সপীয়ার তার কমেডি নাটক "As
You Like It" প্রকাশিত করেন।
কয়েকটি চরিত্র (Character) :
চরিত্র | পরিচয় |
---|---|
Oliver (অলিভার) | নায়ক |
Orlando (অরলান্ডো) | নায়ক |
Duke Senior (ডিউক সিনিয়র) | (নির্বাসিত রাজা) |
Duke Frederic (ডিউক ফ্রেডারিক) | বর্তমান রাজা (ডিউক সিনিয়রের ছোট ভাই) |
Rosalind (রোসালিন্ড) | ডিউক সিনিয়রের একমাত্র কন্যা |
Celia (সিলিয়া) | ডিউক ফ্রেডারিকের একমাত্র কন্যা |
Forest of Arden (আর্ডেন এর বন) | আর্ডেনের বন/ জঙ্গলে |
Charles (চার্লস) | কুস্তিবীর |
নাটকের ধরণ : এটি একটি হাস্যরসাত্বক (Comedy) নাটক।
মূল থিম : Love at First Sight.
মূল বিষয় : এটি একটি রোমান্টিক কমেডি নাটক। এই নাটকে অরালন্ডো (Orlando) এবং
রোসালিন্ড (Rosalind) এর প্রেমের কাহিনী নানা বৈচিত্র্যময় ঘটনার মাধ্যমে রূপলাভ
করেছে।
নাটকে ডিউক সিনিয়র (Duke Senior) তার ছোট ভাই ডিউক ফ্রেডারিক (Duke Frederic)
এর দ্বারা নির্বাসিত হয়। ডিউক সিনিয়র আর্ডেনের জঙ্গলে (Forest of Arden) আশ্রয়
নেন। ডিউক ফ্রেডারিক তার বড় ভাইয়ের কন্যা রোসালিন্ডকে খুবই ভালোবাসতেন বলে তাকে
তার বাবা ডিউক সিনিয়ের সাথে তাকে নির্বাসনে পাঠান নি।
নাটকের অন্যদিকে সম্পত্তির লোভে অলিভার তার ছোট ভাই অরলান্ডো কে ন্যায্য অধিকার
থেকে বঞ্চিত করে এবং তাকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করে। বিধায় বাধ্য হয়ে অরলান্ডো
গৃহ ত্যাগ করে এবং আর্ডেনের জঙ্গলে চলে যায়।
এদিকে বর্তমান ডিউক ফ্রেডারিক, রোসালিন্ডকে প্রসাদ ত্যাগ করতে বলে৷ তাই
রোসালিন্ড তার চাচাত বোন সিলিয়াকে নিয়ে ছদ্মবেশ ধারণ করে এবং দুজনে প্রাসাদ
থেকে পালিয়ে যায়। এবং তারা দুজনও গিয়ে আর্ডেনের জঙ্গলে পৌঁছে। অবশেষে নানা
ঘটনার মাধ্যমে Orlando-Rosalind, Oliver-Celia জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এবং
অলিভার এবং অরলান্ডোর সম্পত্তির বিষয়টি মীমাংসা হয় এবং ডিউক ফ্রেডরিক তাঁর ভুল
বুঝতে পারে এবং তাঁর বড় ভাই ডিউক সিনিয়রকে সে তাঁর রাজ্য ফিরে দেয়। এভাবেই
নাটকের ইতি টানে।
Quotation from 'As You Like It'
- All the world's a stage and all the men and women merely players. — পুরো দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ আর সকল নর-নারী অভিনেতা মাত্র।
- The fool doesn't think he is wise, but the wise man knows himself to be a fool.
শেক্সপীয়র এর শ্রেষ্ঠ দর্শন : পুরো পৃথিবী একটি রঙ্গমঞ্চ — আর প্রতিটি মানুষ
যার যার জায়গা থেকে একজন অভিনেতা বা অভিনেত্রী কারণ, তাকে বিভিন্ন সময় বিভিন্ন
অভিনয় করতে হয়। যেমন, মানুষ যখন ছোট শিশু তখন সে শিশুর অভিনয় করে, যৌবনে যুবকের
অভিনয় করে, বাবা হলে বাবার অভিনয় করে, মা হলে মায়ের অভিনয় করে ইত্যাদি।
বিগত বছরের (বিসিএস / জব) প্রশ্ন
Q : "The Merchant of Venice" is a Shakespearen play about______?
A : A Jew
Q : "The Merchant of Venice" is a ___?
A : Comedy.
Q : "As You Like It" is a ____?
A : Comedy.
বিখ্যাত কমেডি নাটকগুলোর সংক্ষিপ্ত আলোচনা
Twelfth Night (টুয়েলফথ নাইট)
নাটকটির প্রকাশকাল : ১৬০১ সালে তাঁর এই কমেডি নাটকটি প্রকাশ পায়।
কয়েকটি চরিত্র (Character) :
চরিত্র | পরিচয় |
---|---|
ওরসিনো (Orsino) | আইলিবিয়ার ডিউক |
ওলিভিয়া (Olivia) | কাউন্টের কন্যা |
ভায়োলা (Viola) | ছদ্মবেশী বালক / সিবাসটিয়ান এর বোন |
সিবাসটিয়ান (Sebastian) | ভায়োলার ভাই |
নাটকের ধরণ : এটি একটি হাস্যরসাত্বক (Comedy) নাটক।
মূল বিষয় : নাটকের বিষয়বস্তু হল প্রেম। আইলিবিয়ার ডিউক ওরসিনো প্রেমে পড়েছে
এক কাউন্টের কন্যা ওলিভিয়ার। বাবা ও ভাইকে হারিয়ে ওলিভিয়া মনের দুঃখে
কারো সঙ্গে মিলামেশা করে না। এমনকি ওরসিনোর প্রেমের প্রতিও তার কোনো আগ্রহ নেই।
এ সময় জাহাজডুবি হয়ে ঐ দেশে উপস্থিত হয় তরুণী ভায়োলা। সে বালকের ছদ্মবেশ ধারণ
করে ডিউকের কাছে চাকরের কাজে নিযুক্ত হল। সে ওলিভিয়ার কাছে ডিউকের চিঠি নিয়ে
যেত।
ওলিভিয়া ছদ্মবেশী ভায়োলাকে ভালোবেসে ফেলেছে এবং তাকে বিয়ে করার জন্য পীড়াপীড়ি
করছে। এমন সময় ভায়োলার ভাই সিবাসটিন এসে উপস্থিত হয়। ভায়োলা এবং সিবাসটিন দেখতে
একই রকম। ফলে ওলিভিয়া পড়েছে দারুণ বিপদে। অন্যদিকে সিবাসটিন পড়েছে আরেক বিপদে।
কারণ ভায়োলা দেখতে হুবহু তার বোনের মতো যে জাহাজডুবিতে হারিয়ে গেছে। যখন ভায়োলা
ছদ্মবেশ ছেড়ে নিজের পরিচয় দিলো তখন সব সমস্যার সমাধান হয়ে গেল। ওরসিনোর সঙ্গে
ছদ্মবেশী ভায়োলার আর সিবাসটিনের সাথে ওলিভিয়ার বিবাহের মাধ্যমে নাটকের
পরিসমাপ্তি ঘটে।
Quotation from 'Twelfth Night' —
- "If music is the food of love, play on."
- "Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them."
The Tempest (দ্যা টেম্পেস্ট)
নাটকটির প্রকাশকাল : ১৬১২ সালের দিকে শেক্সপীয়ার তাঁর এই কমেডি নাটকটি প্রকাশ
করেন। এটিকে উইলিয়াম শেক্সপীয়ারের সর্বশেষ রচনা (Swan song - last work) বলা
হয়। Tempest শব্দের অর্থ— প্রচন্ড ঝড়।
নোট — নাটকটি ১৬১১ সালে ১লা নভেম্বর লন্ডনের White hall এ রাজা James–J এর
সামনে মঞ্চস্থ হয়।
কয়েকটি চরিত্র (Character) :
চরিত্র | পরিচয় |
---|---|
Antonio (অ্যান্টোনিও) | বর্তমান মিলানের ডিউক, ও প্রস্পেরোর ভাই |
Prospero (প্রস্পেরো) | মিলানের মহামান্য ডিউক, ডিউক অ্যান্টোনির ভাই, অ্যারিয়েল ও ক্যালিবান এর প্রভু |
Miranda (মিরান্ডা) | মিলানের মহামান্য ডিউক প্রস্পেরো মেয়ে |
Caliban (অ্যারিয়েল ও ক্যালিবান) | অশরীরী আত্মা (প্রস্পেরো ভৃত্য) |
Alonso (অ্যালেনসো) | নেপলসের রাজা |
Ferdinand (রাজকুমার ফার্দিনান্দ) | নেপলসের রাজা অ্যালেনসোর ছেলে |
Sebastin (সিবাস্টিন) | অ্যালোনসোর ভাই |
নাটকের ধরণ : এটি একটি হাস্যরসাত্বক (Comedy) নাটক।
মূল বিষয় : মিলানের মহামান্য প্রস্পেরো তাঁর ভাই বর্তমান মিলানের ডিউক
অ্যান্টোনিও দ্বারা নির্বাসিত হয়ে এক নির্জন দ্বীপে তাঁর মেয়ে মিরান্ডাকে নিয়ে
বসবাস করছিলেন। এখানে তাঁর সঙ্গী অশরীরী আত্মা অ্যারিয়েল ও ক্যালিবান। এরা তাঁর
ভৃত্য।
নাটকটিতে মিলান থেকে নির্বাসিত মহামান্য ডিউক প্রস্পেরোর জাদুবিদ্যার দ্বারা
প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী জাহাজ এলোমেলো হয়ে যায়। জাহাজের
যাত্রীরা হলেন— মিলানের বর্তমান ডিউক অ্যান্টোনিও, নেপলসের রাজা অ্যালোনসো,
রাজকুমার ফার্দিনান্দ, রাজভ্রাতা সেবাস্টিন এবং আরও অনেকে। জাহাজ এলোমেলো হয়ে
গেলেও সকল যাত্রী নিরাপদে ছিল এবং তারা বিভিন্ন দলে ভাগ হয়ে প্রস্পেরোর বিভিন্ন
জায়গাতে অবস্থান করছিলো।
নেপলসের রাজা অ্যালোনসো ভেবেছিল তার ছেলে জাহাজডুবিতে মারা গেছে। কিন্তু
অ্যারিয়েল তাঁর প্রভুর নির্দেশ মতো নেপলসের রাজপুত্র ফার্দিনান্দকে অক্ষত
অবস্থায় তীরে তুলে এনেছিল। ফার্দিনান্দ প্রস্পেরোর কন্যা মিরান্ডার প্রেমে পড়ে।
মিরান্ডার প্রতি ফার্দিনান্দের ভালোবাসা প্রস্পেরোকে সন্তুষ্ট করে। পরিশেষে
ষড়যন্ত্রকারীরা শাস্তি পেলো। সবাই আবার একত্রিত হল এবং এভাবেই এই নাটকের
পরিসমাপ্তি ঘটল।
বিখ্যাত ট্রাজেডি নাটকগুলোর সংক্ষিপ্ত আলোচনা
Romeo & Juliet (রোমিও & জুলিয়েট)
নাটকটির প্রকাশকাল : ১৫৯৪ সালে এই ট্রাজেডি নাটকটি প্রকাশ পায়।
কয়েকটি চরিত্র (Character) :
চরিত্র | পরিচয় |
---|---|
Romeo (রোমিও) | প্রধান চরিত্র/ নায়ক |
Juliet (জুলিয়েট) | নায়িকা |
Montego (মন্টেগু) | Romeo এর বাবা |
Lady Mon (লেডি মন্টেগু) | Romeo এর মা |
Catulet (ক্যাটিউলেট) | Juliet এর বাবা |
Lady Cat (লেডি ক্যাটিউলেট) | Juliet এর মা |
নাটকের ধরণ : এটি একটি প্রেম ও পারিবারিক ভিক্তিক বিয়োগান্তক (ট্রাজেডি)
নাটক।
মূল বিষয় : নাটকটি রোমিও এবং জুলিয়েট এর ভালোবাসার গল্প নিয়ে নির্মিত একটি
নাটক। রোমিওর বাবা মন্টেগু এবং রোমিওর মা লেডি মন্টেগু। আর জুলিয়েটের বাবা
ক্যাটিউলেট এবং তার মা লেডি ক্যাটিউলেট। ক্যাটিউলেট এবং মন্টেগু পরিবারের
দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বই রোমিও আর জুলিয়েটের ভালোবাসার একমাত্র বাঁধা। এ
কারণে বিভিন্ন ঘটনার পর রোমিও এবং জুলিয়েট কে প্রাণ দিতে হয় এবং যার বিনিময়ে
দুই পরিবারের দ্বন্দ্বের অবসান হয়। আর এভাবেই নাটকটি ট্রাজেডি নাটকে রূপ
নেয়।
Quotation from 'Romeo & Juliet' —
- Love is a smoke made with the fume of sights.
- What's in a name? that which we call a rose by any other name would smell as-
Hamlet (হ্যামলেট)
নাটকটির প্রকাশকাল : ১৬০২ সালে এই সর্ববৃহৎ ট্রাজেডি নাটকটি প্রকাশ
পায়।
কয়েকটি চরিত্র (Character) :
চরিত্র | পরিচয় |
---|---|
Hamlet (হ্যামলেট) | নাটকের প্রধান চরিত্র |
King Hamlet (রাজা হ্যামলেট) | ডেনমার্কের পূর্বের রাজা |
Gertrude (গারট্রুড) | ডেনমার্কের রাণী |
Claudius (ক্লডিয়াস) | ডেনমার্কের রাজা |
Horatio (হোরাসিও) | হ্যামলেটের বন্ধু |
Ophelia (অফেলিয়া) | নাটকের নায়িকা |
Laertes (লেয়ার্তেস) | অফেলিয়ার ভাই |
Polonius (পলনিয়াস) | অফেলিয়ার বাবা |
নাটকটির ধরণ : এটি একটি প্রতিশোধমূলক (Revenge) বিয়োগান্তক (ট্রাজেডি) নাটক।
মূল বিষয় : হ্যামলেট কর্তৃক পিতার মৃত্যুর প্রতিশোধের বিভিন্ন প্রচেষ্টাই
নাটকটির মূল বিষয়। নাটকে Claudius ও Gertrude দ্বারা Hamlet এর বাবা King
Hamlet খুন হন। Hamlet তার বাবার মৃত্যুর ঘটনা তার বাবারই প্রেতাত্মার মাধ্যমে
সব জানতে পারেন।
তাই প্রতিশোধের নেশায় হ্যামলেট (Hamlet) পাগলের ভান করে তার চাচা Claudius কে
হত্যার পরিকল্পনা করে কিন্তু রাজা ক্লডিয়াস হ্যামলেট এর পরিকল্পনা বুঝতে পারে
এবং নিজেই Hamlet কে হত্যা করতে Hamlet ও Laertes এর মধ্যে Fencing - Match
(ষড়যন্ত্রমূলক ঐক্যযুদ্ধ) এর আয়োজন করে। রাজা ষড়যন্ত্র করে তরবারির মাথায় বিষ
মেশায় এবং বিষ মিশ্রিত পানীয় রাখে। Fencing - Match এ হ্যামলেট এবং লেয়ার্স একে
অপরকে তলোয়ার দিয়ে আঘাত করতে থাকে। এ সময় খামখেয়ালি বশত রাণী Gertrude,
হ্যামলেটের জন্য রাখা বিষমিশ্রিত পানীয় পান করে মারা যায়। সবকিছু বুঝতে পেরে
ক্লডিয়াসকে ছুরির আঘাত ও বিষ মিশ্রিত পানীয় পান করিয়ে হত্যা করে। সর্বশেষে
Hamlet ও Laertes বিষ মিশ্রিত তলোয়ার এর আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এভাবেই
নাটকটি ট্রাজেডি রূপ ধারণ করে।
Quotation from "Hamlet" —
- Brevity is the soul of wit.
- Cowards die many times before their deaths.
- Listen to many, speak to a few.
- There is nothing either good or bad but thinking makes it so.
- To be or not to be, that is the question.
- When sorrows come, they come not single spies, but in battalions.
- Frailty, thy name is woman.
- Neither a borrower nor a lender be.
বিখ্যাত ট্রাজেডি নাটকগুলোর সংক্ষিপ্ত আলোচনা
Othello (ওথেলো)
নাটকটির প্রকাশকাল : ১৬০৪ সালে এই ট্রাজেডি নাটকটি প্রকাশ পায়।
কয়েকটি চরিত্র (Character) :
চরিত্র | পরিচয় |
---|---|
Othello (ওথেলো) | প্রধান চরিত্র, ভেনিসের সেনাপতি |
Desdemona (ডেসডিমনা) | ওথেলোর স্ত্রী |
Iago (ইয়াগো) | একজন সৈনিক (খলনায়ক/ ষড়যন্ত্রকারী) |
Emilia (এমিলিয়া) | ইয়াগোর স্ত্রী (মধ্য চরিত্র) |
cassio (ক্যাসিও) | ওথেলোর প্রধান সেনাপতি/ সহযোগী |
নাটকটির ধরণ : এটি একটি Domestic Tragedy নাটক (যে নাটকে স্বামী স্ত্রী
কর্তৃক অথবা স্ত্রী স্বামী কর্তৃক মারা যায় তাকে Domestic Tragedy বলে।)।
মূল বিষয় : নাটকের মূল চরিত্র ওথেলো (Othello)। সে ছিল একজন নিগ্রো বা মরোক্ক
সেনাপতি৷ যার অপর নাম Moor (মুর)। ডেসডিমনা (Desdumona) পালিয়ে ওথেলোকে
বিয়ে করে এবং ওথেলো ডেসডিমনাকে একটি রুমাল (Handkerchief) উপহার দেয়। প্রধান
সেনাপতি হওয়ার লোভে Iago ষড়যন্ত্র করে কৌশলে রুমালটি বর্তমান সেনাপতি ক্যাসিওর
ঘরে রাখে এবং Othello কে বলে যে ডেসডিমনার সাথে ক্যাসিওর অবৈধ সম্পর্ক আছে। সে
প্রমাণ হিসেবে ক্যাসিওর ঘরে রাখা রুমালখানা দেখায়।
ফলে Othello নিজ স্ত্রী ডেসডিমনাকে সন্দেহ করে এবং তাকে সে হত্যা করে। কিন্তু
ইয়াগোর স্ত্রী (Emilia) ওথেলোকে ইয়াগোর ষড়যন্ত্র সম্পর্কে সবকিছু বলে দেয়৷
সত্যিটা জানার পর ওথেলো নিজের বুকে নিজে ছুরি বসিয়ে আত্মহত্যা করে৷ আর এভাবেই
নাটকটি ট্রাজেডি নাটকের রূপ ধারণ করে।
নাটকের শিক্ষা : সন্দেহের মারাত্মক কুফল– Fatal consequence of doubt.
King Lear (কিং লিয়র)
নাটকটির প্রকাশকাল : ১৬০৫ - ০৬ এর দিকে তাঁর এই নাটকটি প্রকাশ পায়।
কয়েকটি চরিত্র (Character) :
চরিত্র | পরিচয় |
---|---|
Ling Lear (কিং লিয়র) | মূল চরিত্র |
Gonerial (গনেরিল) | বড় মেয়ে (বিশ্বাসঘাতক) |
Regan (রিগান) | মেঝ মেয়ে (বিশ্বাসঘাতক) |
Cordelia (কর্ডিলিয়া) | ছোট মেয়ে (বিশ্বস্ত) |
Edmund (এডমুন্ড) | খলনায়ক (বড় এবং মেঝ মেয়ের স্বামী) |
এখানে রাজার ৩ মেয়ে (গনেরিল, রিগান এবং কর্ডিলিয়া)।
নাটকটির ধরণ : এটি একটি ইতিহাসমূলক বিয়োগান্তক (ট্রাজেডি) নাটক।
মূল বিষয় : ইংল্যান্ডের রাজা King Lear এর অধীনে ১০০ বীর ছিল। তিনি ছিলেন
রাগী এবং নিজেকে সর্বদা বড় মনে করতেন। তার তিন কন্যা ছিল— Gonerial, Regan এবং
Cordelia। দেশ শাসনের দায়ভার থেকে মুক্তি পাওয়ার জন্য রাজা তাঁর রাজ্যকে তিন
ভাগ করে তিন কন্যাকে দিয়ে যেতে চান।
কিন্তু রাজ্যের দায়ভার সঁপে দেওয়ার আগে মেয়েদের কাছে জানতে চান তারা তাঁকে
কতখানি ভালোবাসে। তাই রাজা ধারাবাহিকভাবে তিন মেয়েকে প্রশ্ন করলেন, কে তাকে
সবচেয়ে বেশি ভালোবাসে এবং প্রশ্নের উত্তরে রাজা তাঁর বড় মেয়ে গনেরিল ও মেজ মেয়ে
রিগানের জবাবে খুশী হয়ে তাদেরকে মোট সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ দিয়ে দিল। কিন্তু
তাঁর কনিষ্ঠা কন্যা কর্ডিলিয়ার ভালোবাসার জবাব ছিল— " I love your majesty,
according to my word, no mord no less " এ কন্যাকে ভুল বুঝেছিলেন এবং তাকে
তাঁর প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করলেন। ছোট মেয়ে কষ্ট পেলেন এবং বিয়ে করে
ফ্রান্সে চলে গেলেন।
এবার বড় ও মেঝ মেয়ের স্বামী Edmund এর প্ররোচনায় ও রাজ্যের বাকী অংশ সম্পদের
লোভে রাজাকে প্রাসাদ থেকে বের করে দেয়। এভাবেই রাজাকে তার এই ভুলের
প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। অবশেষে রাজার উক্তি— "I am a man, more sinned
against than sinning"
নাটকের শিক্ষা : King Lear এর উক্তি —
- Thankless children are sharper than poisonous snake.
- My love is richer than my tongue.
- Nothing will come of nothing.
বিখ্যাত ট্রাজেডি নাটক Macbeth (ম্যাকবেথ) সংক্ষিপ্ত আলোচনা
Macbeth (ম্যাকবেথ)
নাটকটির প্রকাশকাল : ১৬০৫-০৬ সালের দিকে তাঁর এই নাটকটি প্রকাশ পায়।
কয়েকটি চরিত্র (Character) :
চরিত্র | পরিচয় |
---|---|
Macbeth (ম্যাকবেথ) | মূল চরিত্র (রাজা ডানক্যান এর সেনাপতি) |
Lady Macbeth (লেডি ম্যাক) | ম্যাকবেথের বউ (৪র্থ ডাইনি বলা হয়) |
Duncan (ডানক্যান) | স্কটল্যান্ডের রাজা |
Malcon (ম্যালকন) | রাজার পুত্র |
Macduff (ম্যাকডাফ) | রাজার এক বীর (Knight) |
Witches (উইচেস্) | ৩ ডাইনি (জাদুকরী) |
Banquo (ব্যানকু) | ম্যাকবেথ এর সহযোদ্ধা |
নাটকটির ধরণ : এটি একটি বিয়োগান্তক (ট্রাজেডি) নাটক
মূল বিষয় : স্কটল্যান্ডের রাজা Duncan (ডানক্যান) এর একজন বিশ্বস্ত সেনাপতি
Macbeth (ম্যাকবেথ) এবং ম্যাকবেথের স্ত্রী Lady Macbeth (লেডি ম্যাকবেথ) যাকে
নাটকের চতুর্থ ডাইনী বলা হয়।
নাটকে তিনজন ডাইনী ম্যাকবেথকে বলেছিল সে কডোরের অধিপতি ও পরবর্তীতে
স্কটল্যান্ডের রাজা হবে। বিষয়টি সে তার স্ত্রী লেডি ম্যাকবেথকো জানাল। সে কডোর
(স্কটল্যান্ডের একটি রাজ্য) আক্রমণ করে জয়লাভ করল এবং রাজা তাকে ঐ কডোর রাজ্যের
অধিপতি বানাল। এভাবে তাদের প্রথম ভবিষ্যৎবাণী সত্য হল।
সম্পর্ক দৃঢ় করার জন্য রাজা ডানকান ম্যাকবেথের দূর্গে এক রাতে সফরে গেলেন। ঐ
রাতে ম্যাকবেথ, তাঁর স্ত্রীর প্ররোচনায় ঘুমন্ত অবস্থায় বৃদ্ধ রাজাকে হত্যা
করেলন। এ খবর পেয়ে বৃদ্ধ রাজার পুত্র Malcon (ম্যালকন) ও Knight (বীর) -
ম্যাডকফ পলায়ন করেন। ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হলেন। এভাবে ডাইনীদের দ্বিতীয়
ভবিষ্যৎবাণীও সত্যি করলেন।
এবার রাজ্য পরিচালনা করার সময় Lady Macbeth ধীরে ধীরে তার অপরাধের অনুশোচনা
করতে করতে পাগল হয়ে মৃত্যুসজ্জায় ঘুমের মোহে উক্তি করে— "All the perfumes of
Arabia will not sweeten this little hand." এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এরই মাঝে পলাতক Malcon ও Macduff ফিরে আসে এবং ম্যাকবেথকে আক্রমণ করে। স্ত্রী
মৃত্যুশোকে কাতর ম্যাকবেথ লড়াই করে ম্যাকডাফের হাতে নিহত হন। আর এভাবেই
ট্রাজেডির মাধ্যমে নাটক শেষ হয়।
Quotation from "Macbeth" —
- "All the perfumes of Arabia will not sweeten this little hand." — আরবের সব সুগন্ধিতেও এই ক্ষুদ্র হাতকে পবিত্র করতে পারবে না।
- Fair is foul, Foul is fair. — ভালো আমাদের মন্দ, মন্দ আমাদের ভালো।
- Life is but a walking shadow. — জীবন একটি প্রতিচ্ছবি ছাড়া আর কিছু নয়।