(The Neo–classical Period)
The Age of Sensibility
(১৭৪৫–১৭৯৮)
১৭৪৫ সাল থেকে শুরু হয়ে ১৭৯৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ৫৩ বছরকে ইংরেজি সাহিত্যের The Age of Sensibility ( ইন্দ্রিয়পরায়ণতার যুগ) বলা হয়। এ যুগের অন্যান্য নামসমূহ—
- Pre–romantice বা The age of Transition
- The Age of Johnson হিসেবেও পরিচিত।
নিচে ধারাবাহিকভাবে এ যুগের কয়েকজন বিশেষ লেখকদোর জন্ম, মৃত্যু, সাহিত্যকর্ম ইত্যাদির বিস্তারিত বর্ণনা দেওয়া হলো—
Dr. Samuel Johnson
জন্ম–মৃত্যু : ১৭০১–১৭৮৪ সাল।
শিক্ষাজীবন : ১৭৭৩ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন।
কর্মজীবন : তিনি বাবার পুস্তক প্রকাশনার অধীনে অনুবাদকের কাজ করেছিলেন।
সাহিত্যকর্ম : ১৭৩৮ সালে জনসন London নামে একটি কবিতা রচনা করেন। তিনি ৭ বছর ধরে (১৭৪৭–১৭৫৫) Dictionary of the English Language লিখেন। এছাড়াও তিনি প্রাবন্ধিক (essayist), সাহিত্য সমালোচক (literary critic), কবি (poet), জীবনীকার (biographer) ও অভিধান প্রণেতা (lexicographer) হিসেবে পরিচিত।
উপাধি : তিনি ১৭৫৫ সালে প্রথম ইংরেজি অভিধান প্রণয়ন করেন বিধায় তাকে প্রথম ইংরেজি অভিধান প্রণেতা বলা হয়।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম :
ডিকশনারি: Dictionary of the English Language (1755)
উপন্যাস : Resselas, Prince of Abyssinia (1759)
নাটক: আইরিন (Irene)
কবিতা: The Vanity of Human Wishes
প্রবন্ধ: Preface to Shakespeare, The Lives of poets
সংবাদপত্র: The Rambler (1750)
Thomas Gray
জীবন কথা : ২৬ ডিসেম্বর, ১৭১৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন, পড়াশোনা করেন কেম্ব্রিজে এবং ৩০ জুলাই, ১৭৭১ সালে মৃত্যুবরণ করেন।
কর্মজীবন ও সাহিত্য : ১৭৬৮ সালে তিনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক পদে নিযুক্ত হন। তাঁর শোকসঙ্গীতের (Elegy) বিখ্যাত ''Elegy written in a country churchyard" এর জন্য তিনি আজও অমর হয়ে আছেন।
উপাধি : তিনি ১৭৫৭ সালে Poet of laureate উপাধি প্রত্যাখান করেন।
উল্লেখযোগ্য কবিতা :
- Elegy Written in the Country Churchyard
- Ode on Distant Prospect of Eton College
- Ode on the death of a Favourite Cat
Precious BCS Question :
Q : Who has written the poem 'Elegy Written in a Country Churchyard'?
A : Thomas Gray
Q : The first English dictionary was completed by—
A : Samuel Johnson
Oliver Goldsmith (ওলিভার গোল্ডস্মিথ)
জীবন কথা : ওলিভার গোল্ডস্মিথ ১০ নভেম্বর, ১৭২৮ সালে জন্ম এবং ৪ এপ্রিল, ১৭৭৪ সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত উপন্যাসিক, নাট্যকার ও কবি।
সাহিত্যকর্ম : তাঁর বিখ্যাত সাহিত্যকর্ম সমূহ নিম্নে উল্লেখ করা হলো—
(১) উপন্যাস
- The Vicar of Wake go (দি ভাইকার অব ওয়েবফিল্ড)
(২) নাটক
- The Stoops to conquer (দি স্টুপস টু কনকার)
- The Good natured Man (দি গুড নেচারড ম্যান)
- The Mistakes of the Night (দি মিসটেকস অব দা নাইট)
গোল্ডস্মিথের প্রকৃতি প্রীতি, মানব প্রেম ও আধাত্মিক অনুরাগের কবিতাগুলো হলো—
- A Prospect of Society (এ প্রসপেক্ট অব সোসাইটি)
- The Deserted Vile (দি ডেজার্টেড ভিলে)
- The Traveler (দি ট্রাভেলার)
Edmund Burke
জীবন কথা : তিনি ১৭২৯ সালের ১২ জানুয়ারি আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন এবং ৯ জুলাই, ১৭৭৯ সালে মৃত্যুবরণ করেন।
সাহিত্য ও কর্ম জীবন : বার্ক ফরাসি বিপ্লবকে (French Revolution) সমর্থন করেন নি। তিনি ছিলেন পার্লামেন্টারিয়ান, সুবক্তা (Orator) ও দার্শনিক (Philosopher)। তাঁর বিখ্যাত দুটি বক্তৃতা হলো– On American Taxation এবং On Conciliation with America।
উপাধি : বিখ্যাত প্রাবন্ধিক।
উল্লেখযোগ্য বক্তৃতা/ প্রবন্ধ :
- Speech on American Taxation (1774)
- Speech on Conciliation America (1775)
- Speech on Mr. Fox's East India Bill
- Reflection on the Revolution in France (1790)
মনে রাখার টেকনিক : চারটিতেই on আছে।
William Blake (উইলিয়াম ব্লেক)
জীবন কথা : উইলিয়াম ব্লেক ২৮ নভেম্বর, ১৭৫৭ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন এবং ১২ আগস্ট, ১৮২৭ সালে মৃত্যুবরণ করেন।
সাহিত্য ও কর্মজীবন : তিনি একজন কবি (Poet), যাজক (Priest), চিত্রকর (Painter) হিসেবে পরিচিত।
উপাধি : তিনি ছিলেন রোমান্টিসিজম এর অগ্রদূত (The precursor of Romanticism)। তাই তাঁকে স্বপ্নচারী কবি (Visionary Poet) বলা হয়। এছাড়া তাঁকে Poet of Bible (বাইবেলের কবি) বলা হয়।
তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ :
- Songs of Innocence (সরলতার সঙ্গীত) ১৭৮৯
- Songs of Experience (অভিজ্ঞতার সঙ্গীত), ১৭৯৪
- The Marriage of Heaven and Hell (সুখ দুঃখের বিবাহ)
- Poetical Sketches (কাব্যিক নকশা চিত্র), ১৭৮৩
বিগত বিসিএস প্রশ্ন :
Q : Who of the following was both a poet and a painter?
A : William Blake