মোহাম্মদ আকরম খাঁ
মোহাম্মদ আকরম খাঁ কবে জন্মগ্রহণ করেন? — ৭ই জুন, ১৮৬৮ সালে।
তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — হাকিমপুর, চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।
তিনি মূলত কী ছিলেন? — সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ।
কত সালে তাঁর সম্পাদনায় 'মাসিক মোহাম্মদী' পত্রিকা প্রকাশিত হয়? — ১৯০৩ সালে।
তাঁর সম্পাদিত দুটি স্বল্পস্থায়ী দৈনিক পত্রিকার নাম কী? — উর্দু দৈনিক 'জামানা' (১৯২০) ও বাংলা দৈনিক 'সেবক' (১৯২১)।
তাঁর সাংবাদিক জীবনের কীর্তি কী? — 'আজাদ' পত্রিকা প্রকাশ ও সম্পাদনা (১৯৩৬ সালের ৩১ শে অক্টোবর থেকে)।
তিনি কোন কোন ভাষায় ব্যুৎপন্ন ছিলেন? — বাংলাসহ আরবি, উর্দু, পারসি ও সংস্কৃত ভাষায়।
পাকিস্তান সরকার রেডিও টিভিতে রবীন্দ্র সংগীত প্রচারে নিষিদ্ধ করলে এ ব্যাপারে তাঁর মতামত কোন পক্ষে ছিল? — তিনি রবীন্দ্র বির্তকে পাকিস্তান সরকারে পক্ষাবলম্বন করেন।
তাঁর রচিত গদ্যগ্রন্থগুলো কী কী? — হযরত মোহাম্মদ –এর (স.) জীবনী 'মোস্তফা চরিত' (১৯২৩), 'মোসলেম বাংলার সামাজিক ইতিহাস' (১৯৬৫) ইত্যাদি।
তিনি কবে মৃত্যুবরণ করেন? — ১৯৬৮ সালের ১৮ ই আগস্ট।