Alfred Lord Tennyson
জীবন কথা : ভিক্টোরিয়ান যুগের এই মহান কবি আলফ্রেড টেনিসন ১৮০৯ সালের ৬ আগস্ট জন্মগ্রহণ করেন। ১৮৯২ সালের ৬ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তাঁকে মৃত্যুর পর বিপুল সমারোহে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে (Westminster Abbey) সমাধিস্থ করা হয়।
উপাধি : ১৮৫০ সালে আলফ্রেড টেনিসন রাজকবি (Poet Laureate) পদে নিযুক্ত হন এবং দাদা চার্লসের শালিকাকে বিবাহ করেন। ১৮৫৫ সালে অক্সফোর্ড থেকো সম্মানসূচক ডক্টর অব ল সম্মানে ভূষিত হন।
সাহিত্যকর্ম : তাঁর বিখ্যাত কাব্য 'ইন মেমোরিয়ান' (In Memoriam) প্রকাশিত হয়েছিল ১৮৫০ সালে।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ :
- Poems by Two Brothers
- Timbuktu (টিমবাকটু)
- Maud and Other Poems (মড এন্ড আদার পোয়েমস)
- Death of Enone
- Ink Arden (ইনক্ আর্ডেন)
উল্লেখযোগ্য কবিতা :
- In Momoriam (Elegy, 1850)
- The Lotus – Eaters (দি লোটস ইটার)
- Morte D'Arthur (মরটে ডি আর্থার)
- Locksley Hall (লকসলে হল)
- Tithonus (টিথোনাস)
- Ulysses (ইউলিসিস)
নোট : 'Ulysses' কবিতাটি আলফ্রেড টেনিসনের কিন্ত 'Ulysses' উপন্যাসটি জেমস জুসির লেখা।
উল্লেখযোগ্য নাটক :
- Horald
- Queen Mary
- The Falcon
Practice for (BCS / ব্যাংক / PSC / ভার্সিটি / MCQ সমূহ) :
1. Who is the writer of famous poem 'Ulysses'?
Ans : Alfred Tennyson
2. Who is the author of famous comedy 'The Falcon'?
Ans : Alfred Tennyson
3. 'English Idyll' was a collection of poems by—
Ans : Alfred Tennyson
4. 'The Lady of Shallot' is an / a —
Ans : Poem
5. Who wrote, 'Tears idle Tears'?
Ans : Alfred Tennyson.