সাধারণ জ্ঞান : The Augustan Period - (The Neo–classical Period)

(The Neo–classical Period)
The Augustan Period
(১৭০০–১৭৪৫)

১৭০০ খ্রিষ্টাব্দ থেকে শুরু হয়ে ১৭৪৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ৪৫ বছরকে ইংরেজি সাহিত্যের অগাস্টান যুগ (১৭০০–১৭৪৫) বলে। এ যুগের সকল ক্ষেত্রেই রাজনৈতিক লেখার প্রাধান্য দেখা যায়। Alexander pope এ যুগের প্রতিনিধিত্ব করেন বিধায় এ যুগকে Classical/ The Age of pope যুগ হিসেবে গণ্য করা হয়। 
  • ১৭০২ সালে লন্ডনে প্রথম ইংরেজি দৈনিক 'The Daily Courant' প্রকাশিত হয়। 
  • ১৭০৯ সালে ১২ এপ্রিল দি ট্রাটলার পত্রিকা প্রকাশ ঘটে। 

এ যুগের প্রধান কয়েকজন সাহিত্যিকের নাম এবং তাঁদের বিশেষ সাহিত্যকর্ম : 
(1) Alexander Pope 
  • Odyssey (ওতিসি) 
  • Iliad (ইলিয়ড) [ অনুবাদক ] 

(2) Daniel Defoe 
  • Robinson Crusoe (1719) –রবিনসন ক্রুশো 

(3) Jonathan Swift
  • Gulliver's Travels (1726) –গালিভার্স ট্রাভেলস 

(4) Henry Fielding 
  • Fater of English Novel

নিচে ধারাবাহিকভাবে এই যুগের বিখ্যাত সাহিত্যিকদের জন্ম, মৃত্যু ও উল্লেখযোগ্য সাহিত্যেকর্ম তুলে ধরা হলো— 

Daniel Defoe (ড্যানিয়েল ডিফ্রো)
জীবন কথা : ড্যানিয়েল ডিফ্রো ১৬৬১ খ্রিষ্টাব্দে লন্ডনে জন্মগ্রহণ করেন এবং ১৭৩১ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।

সাহিত্যেকর্ম : ১৭১৯ সালে 'রবিনসন ক্রুশো' (Robinson Crusoe, 1719) উপন্যাসের মাধ্যমেই তিনি সাহিত্য জগতে প্রতিষ্ঠা লাভ করেন। নিম্নে তার বিখ্যাত উপন্যাসগুলো তুলে ধরা হলো— 
  • Captain Singleton, 1720 
  • Colonel Jucque, 1722 (কর্নেল জ্যাকি)
  • Lady Raxna 
  • A journal of the plague year 
  • Moll Flanders (ম্যোল ফ্লান্ডার্স) 
  • Memoirs of a Cavalier
  • Robinson Crusoe, 1719

Poem : The true born English man 

ড্যানিয়েল ডিফ্রোর শ্রেষ্ঠ এবং ইংরেজি সাহিত্যের অনবদ্য সৃষ্টি হলো 'রবিনসন ক্রুশো' (Robinson Crusoe, 1719) উপন্যাস। নিম্নে এই উপন্যাসের কিছু চিত্র তুলে ধরা হলো— 

Robinson Crusoe (1719)
প্রকাশকাল : ১৭১৯ সালে ড্যানিয়েল ডিফ্রোর শ্রেষ্ঠ উপন্যাস "রবিনসন ক্রুশো" প্রকাশিত হয়। উপন্যাসটিতে ড্যানিয়েল সে যুগের বাণিজ্য ধর্মের চিত্র অংকন করেছেন।

কেন্দ্রীয় চরিত্র : উপন্যাসের নায়ক চরিত্র রবিনসন ক্রুশো।

মূল বিষয় : নায়ক রবিনসন ক্রুশো পরিত্যক্ত নির্জন দ্বীপে ২৬ বছরের নিঃসঙ্গ জীবনের দুঃসহ বেদনায় কাতর হয়ে উঠেছিলেন। এ দ্বীপের আদিম অধিবাসী ফ্রাইডে (Friday), ও জুরীকে (Xury) তাঁর ভৃত্যে পরিণত করেছিলেন এবং দাস ব্যবসায় মুনাফা অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি সেই দ্বীপের একচ্ছত্র অধিপতি হয়েছিলেন। 
 

Joseph Addison (জোসেফ এডিশন)
জীবন কথা : জোসেফ এডিশন এর জন্ম–মৃত্যু (১৬৭২–১৭১৯) ইংল্যান্ডে। 

উপাধি : He was an English essayist, poet, playwright and a politician. 

সাহিত্যকর্ম : He wrote 274 essays out of total 555 essays published in "The spectator" by Joseph Addison and Richard Steele.

Drama : Cato (Tragedy), The Drummer (comedy)

Jonathan Swift
জীবন কথা : ৩০ নভেম্বর, ১৬৬৭ সালে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেছিলেন। ১৭৩৭ সালের শেষ দিকে সুইফট্ মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যান। শেষে বোবা ও বধির হয়ে ১৯ অক্টোবর ১৭৪৫ সালে ডাবলিন শহরে মারা যান।

শিক্ষা ও কর্ম জীবন : ১৬৮৬ সালে স্নাতক ডিগ্রি অর্জন করে ১৬৯২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৭১৩ সালে তিনি ডাবলিন সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল চার্চের ডীন নিযুক্ত হয়েছিলেন।

উল্লেখযোগ্য উপন্যাস (ব্যঙ্গাত্মক) : 
  • A modest proposal 
  • A Tale of a Tub, 1704 
  • Gulliver's Travels, 1726 
  • Drapoer's Letters 
  • A journey to stella
  • The Battle of Books, 1704 

The Battle of Life লিখেছেন ভিক্টোরিয়ান যুগের Charles Dickens। 

সুইফট্ এর শ্রেষ্ঠ উপন্যাস এবং ইংরেজি সাহিত্যের অনবদ্য সৃষ্টি হলো— গ্যালিভার্স ট্রাভেলস (Gulliver's Travels)। নিম্নে এ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা হল— 

প্রকাশকাল : এটি ১৭২৬ সালে প্রকাশিত একটি ব্যঙ্গাত্মক উপন্যাস। 

মূল বিষয় : বিভিন্ন অভিযানের এক দুঃসাহসিক নায়ক মার্টিন স্ক্রিবলার্স (Martin Scriblers) তথা লামুয়েল গালিভার (Lamuel Gulliver) যিনি চারটি দেশ ভ্রমণ করেছেন। দেশগুলো হলো— 
১. বামুনের দেশ (A Voyage Lilliput)
২. দানবের দেশ (A Voyage to Brobdingnage)
৩. লাপুটানদের দেশ (A Voyage to Laputa, Balnibarbi, luggnagg, Glubbdubdrib)
৪. হুইনহুমস নামক ঘোড়ার দেশ (A Voyage to Hoayhnms)

Alexander Pope
জীবন কথা : আলেকজান্ডার পোপ ১৬৮৮ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ১৭৪৪ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। আলেকজান্ডার পোপ অগাস্টান যুগের প্রতিনিধিত্ব করেন। তরুণ বয়সে পোপ কঠিন রোগে আক্রান্ত হলেও জীবনের শেষ বয়স পর্যন্ত তিনি ক্লান্তিহীন অনর্গল রচনা করেছেন।

উপাধি : He is called "Mock Heroic Poet" 

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিম্নে তুলে ধরা হলো—
(১) কবিতা 
  • The Rape of the Lock. 1712
  • The Dunciad, 1728
  • Pastorals, 1703
  • Windsor Forest, 1713 
  • Epistle to Dr. Arbuthnot

(২) প্রবন্ধ 
  • Essay on criticism, 1711
  • Essay on Man, 1733–34 
  • Moral Essays, 1743 

(৩) অনুবাদ 
  • ইলিয়াড (Iiad)
  • ওডিসি (Odyssey) 

আলেকজান্ডার পোপের শ্রেষ্ঠ কবিতা ও ইংরেজি সাহিত্যের অনবদ্য সৃষ্টি 'দি রেপ অফ দি লক' (The Rape of the Lock)। নিম্নে কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ কিছু তুলে ধরা হলো— 

প্রকাশকাল : কবি আলেকজান্ডার পোপ ১৭১২ সালে এটি রচনা করেন। তাঁর এ কাব্যের জন্যই তিনি বেশি খ্যাতিমান হয়ে ওঠেন পাঠকসমাজে। 

কাব্যটির ধরণ : কাব্যটি মোক হিরোয়িক (Mock Heroic) রীতিতে রচিত৷ 

কয়েকটি চরিত্র : 
  • বেলিন্দা – রূপসী রমণী 
  • অ্যারিয়েল – পরী সর্দার 
  • ব্যারণ – এক যুবক। 

মূল বিষয় : কাব্যের নায়িকা রূপসী রমণী বেলিন্দা যার যৌবন রক্ষার দায়িত্ব নিয়েছে সর্দার অ্যারিয়েল এবং তার দলের বায়বীয় পরীরা। ব্যারন নামের এক যুবক বেলিন্দার কাছে প্রেম নিবেদন করে কোনো সাড়া না পেয়ে প্রতিহিংসায় বেলিন্দার দীর্ঘ চুলের একটি বেণী কেটে নেয়। বেলিন্দা বেণী ফেরত পেতে চাইলে তাকে জানানো হয় বেণী বর্তমানে নক্ষত্রলোকে স্থান পেয়েছে।

Henry Fielding ( হেনরি ফিল্ডিং)
জীবন কথা : হেনরি ফিল্ডিং এর জন্ম ২২ এপ্রিল, ১৭০৭, সমারসেট, ইংল্যান্ড এবং ৮ অক্টোবর, ১৭৫৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।

সাহিত্যকর্ম : রিচার্ডসনের 'পামেলা' (Pamela) উপন্যাসকে উপহাস করে ১৭৪২ সালে 'জোসেফ এন্ড্রুজ' রচনা করেন। গ্রন্থটির সাফল্যে উৎসাহিত হয়ে ১৭৪৩ সালে ব্যঙ্গাত্বক উপন্যাস 'Jonathan Wild' রচনা প্রকাশ করেন।

উপাধি : হেনরি ফিল্ডিং কে ইংরেজি উপন্যাসের জনক (Father of English Novel) বলা হয়৷ তাঁর pen name হল— Captain Hercules Vinegar 

তাঁর বিখ্যাত সব সাহিত্যকর্ম :–
  • প্রথম সাহিত্য :  ১৭২৮ সালে The Masquerade (poem)

উল্লেখযোগ্য উপন্যাস : 
  • Amelia (এমিলিয়া), ১৭৫১ 
  • Jonathan Wild (জোনাথন ওয়াইল্ড), ১৭৪৩
  • Joseph Andrews (জোসেফ এন্ড্রুজ), ১৭৪২
  • Tom Jones (টম জোনস), ১৭৪৯ 

সহজে মনে রাখার টেকনিক : ফিল্ডিং এর উপন্যাসে ৩ বন্ধু Joseph, Jonathan ও Tom Jones মিলে Amelia –র সাথে পার্কে ফিল্ডিং মারে।

উল্লেখযোগ্য নাটক :
  • The Mock Doctor (দি মক ডক্টর) 
  • Love in Several Masques (লাভ ইন সেভারেল মাকস্)
  • Rape upon Rape (রেপ আপন রেপ)
  • The Miser (দি মাইসার/ কৃপণ)
  • The Modern Husband (আধুনিক কর্তা)
  • The Temple Beau (দি ট্যাম্পেল বিউ)
  • The Tragedy of Tragedies (দুঃখের দুঃখ)

হেনরি ফিল্ডিং এর শ্রেষ্ঠ উপন্যাস এবং ইংরেজি সাহিত্যের অনবদ্য সৃষ্টি 'টম জোনস' (Tom Jones)। নিম্নে উপন্যাসের পরিচয় তুলে ধরা হলো— 

প্রকাশকাল : হেনরি ফিল্ডিং এর শ্রেষ্ঠ উপন্যাস 'টম জোনস' (Tom Jones) ১৭৪৯ সালে প্রকাশিত হয়। 

কয়েকটি চরিত্র (Character) : 
  • টম (উপন্যাসের নায়ক)
  • সোফিয়া (উপন্যাসের নায়িকা) 
  • ওয়েস্টার্ন (সোফিয়ার বাবা)

মূল বিষয় : উপন্যাসের নায়ক টমের জন্ম পরিচয় না থাকা সত্ত্বেও তার বিশাল হৃদয়ের জন্য ওয়েস্টার্ন এর কন্যা সোফিয়া তাকে ভালোবাসে। টম ছিল সমাজে অবহেলিত, ঘৃণিত। পিতা ওয়েস্টার্ন ও পিসির চোখ ফাঁকি দিয়ে সোফিয়া টমের সাথে নিরুদ্দেশ পথের পাড়ি দিয়েছিল। টম এর চরিত্র ছিল অসংযত আর এই কারণেই সোফিয়া অভিমান করে মিলন থেকে বিরত ছিল। পরিশেষে টম তার চরিত্রকে সংযত করে এবং সংহত হয় এবং একসময় তাদের মিলন হয়।

Samuel Richardson (স্যামুয়েল রিচার্ডান)
জীবন কথা : স্যামুয়েল রিচার্ডসন এর জন্ম–মৃত্যু (১৬৮৯–১৭৬১)।

সাহিত্যকর্ম : He wrote the first novel in English literature in 1740. His first novel is "Pamela" or "The Virtue Rewarded" published in 1740. It is now considered the first modern novel in English literature.
Post a Comment (0)
Previous Post Next Post