বদরুদ্দীন উমর
বদরুদ্দীন উমর কবে ও কোথায় জন্মগ্রহণ করেন? — ১৯৩১ সালের ২০ শে ডিসেম্বর, পশ্চিমবঙ্গের বর্ধমানে।
তিনি মূলত কী হিসেবে পরিচিত? — অধ্যাপক এবং রাজনীতিবিদ।
তিনি কোন সাময়িকী সম্পাদনা করতেন? — "সংস্কৃতি"।
তাঁর প্রকাশিত গ্রন্থ সমূহের নাম কী?
প্রবন্ধ–গবেষণা : 'সাম্প্রদায়িকতা' (১৯৬৬), সংস্কৃতির সাম্প্রদায়িকতা' (১৯৬৮), 'পূর্ব বাংলার ভাষা আন্দোলন' ও তৎকালীন রাজনীতি' (১৯৭০), 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ' (১৯৭৪), যুদ্ধপূর্ব বাঙলাদেশ' (১৯৭৬), 'ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ' (১৯৮০), 'বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি' (১৯৮৭), 'বাঙলাদেশের মধ্যবিত্ত ও সাংস্কৃতিক পরিস্থিতি' (১৯৮৯), 'দক্ষিণ এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদ' (২০০৬) ইত্যাদি।
"সংস্কৃতির সংকট" গ্রন্থটির লেখক কে? — বদরুদ্দীন উমর।
তিনি কী কী পুরস্কার লাভ করেন? — বাংলা একাডেমি পুরস্কার (১৯৭২, প্রত্যাখান), ইতিহাস পরিষদ পুরস্কার (১৯৮৪, প্রত্যাখান)।